জ্বলদর্চি

ক্যুইজ-৭২/ সাগর মাহাত

ক্যুইজ-৭২/ সাগর মাহাত

১. বাস্তুতন্ত্রে পিরামিডের জনক—
ইলিয়ট
এলটন
ওভিসি
সুনীতিকুমার

২. জীবভর পরিমাপের এককের নাম—
ক্যালসিয়াম
ক্যালোরি
ভিটামিন
ভিটামিন-সি


৩. Ecosystem is the unit of ecological studies- কে বলেছেন—
বায়রন
জর্জন
মাইক্যাল
নিউটন


৪. একই সঙ্গে কতগুলি খাদ্যশৃঙ্খল ঘটতে পারে—
এক বার
একাধিকবার
দুই তিন বার
একবারেও না ৷


৫. লবণাক্ত জলের বায়োমে লবণের পরিমাণ থাকে—
3.5%
5.5%
6.6%.7.7%

৬. রক্তে Ph এর মান—
17.4%
12.9%
17.4%
10.3%

৭. সিংহ, শকুনি, চিল কোন শ্রেণির খাদক—
প্রাথমিক
প্রথম
দ্বিতীয়
তৃতীয়

৮. কোন প্রাণীর সংখ্যা বৃদ্ধি পায় যখন শিকারি প্রাণীর সংখ্যা হ্রাস পায়—
তৃণভোজী
স্বভোজী
পরভোজী
মিথোজীবী

৯. পতঙ্গভুক প্রাণীরা যে শ্রেণির খাদক—
প্রাথমিক
প্রথম
দ্বিতীয়ত
চতুর্থত

১০. বাস্তুতন্ত্রের মধ্যে জীবের মোট সংখ্যাকে যা বলে—
জীবনভর
জীবভর
পম্পাস
জীবসংখ্যা

১১. শক্তি প্রবাহ মডেলের ধারণা Y আকারে দেন—
ওভম
নিউটন
বায়রন
সুনীতিকুমার

১২. তৃণভূমিক কেন্দ্র যে অঞ্চলটিকে বলা হয়—
ভারত
চিন
আফ্রিকা
বাংলাদেশ

১৩. পার্মাফ্রেস্ট দেখা যায় যে অঞ্চলে—
নিরক্ষীয় অঞ্চল
মেরু অঞ্চল
সুমেরু অঞ্চল
তুন্দ্যা বায়েম

১৪. বায়ুমন্ডলে নাইট্রোজনের পরিমাণ—
78.08%
78.07
78.06
78.05


১৫. তৃণভোজী প্রাণীরা যে শ্রেণির খাদক—
প্রাথমিক
প্রথম
দ্বিতীয়
তৃতীয়
🍂

ক্যুইজ ৭১-এর উত্তর
১. ৩
২. ছত্রাক
৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৪. ব্যারো
৫. বিয়োজক
৬. হেকেল
৭. চক্ষু
৮. সমুদ্রের গভীরতম
৯. স্বভোজী
১০. মৃত্তিকায়
১১. এমিবা
১২. এ.জি. টেসলে
১৩. রেশম চাষ
১৪. চার প্রকার
১৫. রেইটার

Post a Comment

0 Comments