জ্বলদর্চি

আশিস মিশ্র ও বিরূপাক্ষ পণ্ডা-র কবিতা

আশিস মিশ্র ও বিরূপাক্ষ পণ্ডা-র কবিতা 

পুরনো বইয়ের দোকানের মতো
আশিস মিশ্র 

পুরনো বইয়ের দোকানের মতো 
কবির শরীর রাস্তার ওপর বসে আছে
কিছুটা সচল কিছুটা অচল তাঁর মন 
অবাধে বিরক্ত করে যাচ্ছে মশা মাছি কীটপতঙ্গ 
কিছুই বলে না, কীই বা বলবার আছে! 

বললেও তা শুনবে কে? এখন কেবল 
তাচ্ছিল্যের হাওয়া এসে বুকে বিঁধছে 
পিঠে জমছে বিন্দু বিন্দু ঘাম 
চশমার নীচে জমে যাচ্ছে ধুলোবালি 
কবির এসব সহজ হয়ে গেছে। 

তাহলে ওদিকে এতো ভিড় কেন 
ওদিকে কি নতুন দোকানের মতো 
কোনো কবি বসে আছেন? তাই তো! 

কবি হেঁটে চললেন এবার, কোন দিকে? 
মনে হয় যেদিকে পুরনো বইয়ের দোকানের মতো 
শত শত কবি বসে আছেন রাস্তার ওপর।
সান্ধ্যভাষা
বিরূপাক্ষ পণ্ডা 

আশায় আশায় পরিপাটি খোঁপায় রজনীগন্ধা 
অনেক পাখি নতুন সকাল নাম অলকানন্দা ।

ছন্দা আমার স্বপ্নের ঘুম উৎসারিত আলো
অবুঝ ঠোঁটে কাস্তে শিষ সবই অশেষ ভালো ।

অনেক নামের ছন্দারাই প্রিয় কাঞ্চনমালা
যোগসূত্রের ফরসা দিন পুরোনো বটতলা ।

সাজানো কথা শিল্প সুষমা কবিতার আঁকবাঁক 
ছন্দা নামের সান্ধ্যভাষায় বাজুক সাদা শাঁখ ।

🍂

Post a Comment

0 Comments