জ্বলদর্চি

গুচ্ছ কবিতা/ পতিতপাবন মাহাত

গুচ্ছ কবিতা 
পতিতপাবন মাহাত 


অনাহুত কারাগার 

সন্তান সুপ্রতিষ্ঠিত অতি আধুনিক 
স্বচ্ছ জীবন যাপন দুঃখ কষ্ট হীন
চরণ ছুঁই না মাটি সর্বদা স্বাধীন
এলাহি ব্যাপার সব নয় কাল্পনিক।

সুখ স্বাচ্ছন্দ্য লাক্সারী প্রয়োজনাধিক
বিস্তর সুবিধা তবু চিন্তা অন্তহীন 
অমলিন চাক-চিক্য দ্বন্দ্ব নিশিদিন
সোনার পিঞ্জরে বন্দী শান্তি নান্দনিক। 

জনক জননী খুশি সাথে পুত্র কন্যা
সার্থক শ্রমের ফল প্রাপ্তি অসামান্যা। 

অক্লান্ত কায়িক শ্রম  ত্যাগ অফুরন্ত
উত্তীর্ণ সাফল্য পথে সদয় বিধাতা
সুরম্য অট্টালিকায় স্পন্দন ডুবন্ত
অনাহুত কারাগারে বন্দী পিতা মাতা।।
                       


 উন্নাসিক
(ফরাসী রীতির সনেট)

জগতে অশান্তি শত অর্থের কারণ
হানাহানি কাটাকাটি যত নাশকতা
ক্ষমতা অপরিসীম হলে দাম্ভিকতা
শাস্ত্র বলে নিষ্ঠুরতা কঠোর বারণ।

কলিতে সবাই নিজে বিপদ তারণ 
অর্থ মান যশ তাই এ উন্নাসিকতা
পতনের মূলে দম্ভ ও অনৈতিকতা 
স্বৈরাচারী যুক্তি তর্কে নীতি নির্ধারণ।

যা কিছু আমার বলি তা আমার নয়
করি যা পরের তরে আগামী সঞ্চয়।

স্বার্থের এ বেড়াজাল মোহ সে প্রাচীর
নাগ-পাশ এ বন্ধনে হয় দিন দীন।
শক্তি বুদ্ধি নাশ রোজ হৃদয় অধীর
বিবিধ দ্বিধায় মন  কার বা অধীন?
                   

শ্রেষ্ঠ গুরু
(ফরাসী রীতির সনেট) 

অনাহারে অগ্নিদগ্ধে শিল্পী অনুপম
কার্যোদ্ধারে সিদ্ধহস্ত প্রগতি সত্বর 
দক্ষ কারিগর রূপে সুনাম বিস্তর
বিকশিত প্রতিভায় গুপ্ত স্বরূপম।

গুণান্বিত কর্মীবৃন্দ হয় নিরুপম 
শিল্প কারুকার্য গুণে দৃষ্টান্ত প্রখর
কর্ম নৈপুণ্যতা সিদ্ধ প্রশংসা মুখর
বিশ্বকর্মা রূপে শিল্পী সদা দেবোপম।

শিষ্য যদি একলব্য অভাবানুভব
গুরু বিনা শিক্ষা লাভ সর্বদা সম্ভব।

গুরু গুণে শিষ্য হয় প্রচলিত কথা
অক্লান্ত শ্রমের ফল গোত্রে আবির্ভাব 
দারিদ্র যন্ত্রণা কষ্টে রত্ন খাঁটি যথা
সর্ব শ্রেষ্ঠ শিক্ষা গুরু বাস্তব অভাব।।
                    
🍂
কেন অবৈধ?
(ফরাসী সনেট) 

প্রেমের ছোঁয়ায় প্রাণে অমিত বিক্রম
কামনা বাসনা স্পর্শ মিলনে আকুতি
ঐশ্বরিক সুখ লাভে শত প্রতিশ্রুতি!
দুর্জয় সাহস প্রাণে কে'বা ব্যতিক্রম!

মোহ মায়া ভালোবাসা আনন্দ আশ্রম
প্রেমানলে দগ্ধ মন সুখ অনুভূতি
ধিকি ধিকি তুষানলে হৃদয় আহুতি 
মদনে আক্রান্ত পীড়া সদা মতিভ্রম।

প্রেমের পরশ যেথা সেথা দাবানল
প্রজ্বলনে ঘৃতাহুতি প্রেমে রোষানল।

মরীচিকা সম প্রেম বেদনা বিদুর
সর্ব মনে জাগে প্রেম দুখী হীন দীন
অনুভূতি সুখ লাভ প্রেম কোহিনুর 
তবু প্রেম এ সমাজে স্বীকৃতি বিহীন??
                         

বিস্মৃত নব যৌবন 

রক্তঝরা শৌর্য বীর্য যত ইতিহাস 
বিস্মৃত নব যৌবন অতীত গৌরব
ধূলি ধুসরিত পড়ে তুলে কলরব
জরাজীর্ণ মূর্তি শত দেখে পরিহাস।

রক্তক্ষয়ী সংগ্রাম কি শুধু উপহাস?
এ ভূমি শোণিত সিক্ত তুলে উচ্চরব 
অন্তরালে দেশ ভক্তি বৃথা জনরব 
"বীর ভক্ত বসুন্ধরা" ব্যর্থ উপন্যাস!!

স্থাপত্য ভাস্কর্য যত স্মৃতি সৌধ শত
অতীত ঐতিহ্য গাথা বিস্মৃত কার্যত।

স্বার্থপর এ সমাজ অতি আধুনিক
ধ্বংস ইতিহাস মাঝে স্থাপত্য নবীন
যুক্তি তর্কে শত মত জ্ঞানে দার্শনিক 
বিস্মৃত অতীত জাতি সদা পরাধীন।

Post a Comment

0 Comments