জ্বলদর্চি

নারায়ণ প্রসাদ জানা ও বিভাস মণ্ডল-এর কবিতা

নারায়ণ প্রসাদ জানা ও  বিভাস মণ্ডল-এর কবিতা 

রাজা ও কবি
নারায়ণ প্রসাদ জানা

এমন ভাবে ঘিরেছ ধরে
গাছের নিবিড় ছায়ার বদলে
বন্দুক আর বেওনেটের ঘেরাটোপে।

আমি তো দেখিনি চেয়ে
স্পর্ধায় মুখ তুলে ;
তোমার ছায়াকে ছাড়িয়ে
ওপর তলায় সিংহাসনের দিকে।

তবুও ঘোলাটে চোখ 
সন্দেহ লেখনীকে ;
আমাকে পুড়িয়ে মারো জতুগৃহে।

🍂

আরাম
বিভাস মণ্ডল

সবাই খুঁজে আরাম রে ভাই সবাই খুঁজে আরাম
সহ্যগুণটা হারিয়ে গেছে জমছে শুধু ব্যারাম ।

মাথার ওপর ফ্যান চলছে তাতে আবার এসি
এত করেও আটকাচ্ছে না পাচ্ছে কেবল হাসি ।

এয়ার কুলার দিচ্ছে উঁকি নিজের মতো করে 
দিবানিশি এত করেও আরাম গেছে সরে ।

আরাম পাবে খোলা জানালায় একটু খেয়াল করো
দমভর্তি শ্বাসটি পাবে গাছের ডালটা ধরো ।

গাছের মতো চির সবুজ রেখো তোমার মন
গাছের সাথে মিলে মিশে থাকবে যতক্ষণ ।

শীত বর্ষা গ্রীষ্মকালে সবুজ ভালোবাসো
কেনা আরাম দূরে যাবে গাছের পাশে এসো ।

গাছ আমাদের জীবন মরণ গাছ মোদের প্রাণ
চলতে ফিরতে তাদের কথা ভাববে সারাক্ষণ ।

বিশ্ব জগত যার দয়াতে এত হাসি হাসে
তার কথাটি ভাববে তুমি প্রতি শ্বাসে শ্বাসে ।।

সংগ্রহ করতে পারেন। হোয়াটসঅ্যাপ -৯৭৩২৫৩৪৪৮৪

Post a Comment

0 Comments