অদ্ভুত আঁধার
স্বপন কুমার দাস
কোনদিন থেমে গেলে পৃথিবীর গতি
নিভে গেলে সব আলো তারাদের বুকে
চাঁদ আর ভাসিবে না আকাশের নীলে
চিররাত্রি রবে জেগে উদাস নয়নে
পৃথিবী মুখর হলে নৈঃশব্দ আঁধারে
রোদে ভিজে উড়িবে না বুনোহাঁস দল
শ্বেত-শঙ্খ ভাসিবে না সুনীল সাগরে
প্রিয়তমা হাসিবে না তিলোত্তমা রূপে
অদ্ভুত আঁধার এলে পৃথিবীর বুকে
অন্ধকারে ডুবে যাবে মৈনাকের চূড়া
কালীদহে ফুটিবে না লাল কোকনদ
সব রং মুছে যাবে রামধনু হতে
পৃথিবীটা ঢেকে গেলে হিম অন্ধকারে
তোমারে খুঁজিব আমি হরিণের চোখে
হীরার প্রদীপ জ্বেলে জোনাকির দল
সেইদিন হবে মোর পথের দিশারি।
🍂
মিঠে রোদ ভিজে মন
স্বপন কুমার দে
ঐ তো ওখানে খোলা আকাশ। বাতাস মাতাল।
পেঁয়াজের খোসা ছাড়ানো কৃষকের সবুজ সকাল।
এখানে অনেক গুমোট। রাশভারি কথা কই।
বেলাগাম হলে জবাবটা পাবে বেশ জুতসই।
ওখানে মেয়েরা কড়ি খেলে, আলপনা দেয়।
পাঁক ঘেঁটে লোকে মাছ ধরে, কাদামাখা গায়।
এখানে ফাইলের স্তূপ, কাজের হিসাব, কৈফিয়ত।
বাড়িতে অনেক বাধা, আছে গৃহিণীর ঘেরাটোপ।
ওখানে মেঘেরা খেলা করে ভিজে, রোদ্দুরে।
এখানে তুমি, আমি সরে সরে আছি কত দূরে।
এখান যদি ওখানে যায়, গল্পটা জমে যাবে বেশ
রূপকথারাও আকাশে পাঁচিলে মিশে যাবে শেষমেশ।
0 Comments