জ্বলদর্চি

প্রদীপকুমার পাল ও বিশ্বেশ্বর চক্রবর্ত্তী-র কবিতা

প্রদীপকুমার পাল ও বিশ্বেশ্বর চক্রবর্ত্তী-র কবিতা 

লুডো
প্রদীপকুমার পাল

সাপ ও লুডোর মধ্যে সম্পর্ক বিছানায়—
রোদ্দুরে চক্কোর কেটে সবেমাত্র শুয়েছে
সাপিনী।
লুডো তা বুঝতে পেরে টিপ্পনি কাটে—
লতা তুমি শুয়েছো তাহলে? 
একশো ঘর তোমার, একশো বিছানা।

খটাখট দান পড়বে— ছক্কা, পুট, পাঞ্জা... 

সাপ ও লুডোর এই কথাবার্তা
আমরা যারা চিনি,
তারাও কখনও ভুলে খেলে দিই
একটা দুটো চাল।

সাপিনী ছোবল নিয়ে লক্ষ্য করে
সবার কপাল!

🍂

মরীচিকা 
বিশ্বেশ্বর চক্রবর্ত্তী

রাত্রির দরজায় দাঁড়িয়ে
ভোরের অপেক্ষায় থাকি।
চারিদিকে সর্বগ্রাসী নিকষ কালো অন্ধকার,
মাথার ওপরের আকাশ ঘন নীল - গভীর।
কখন নিভে গিয়েছে রামধনুর ছটা, 
আবছায়াটুকুও খোঁজার জো নেই।

চারিদিক সুনসান, এখনও অপেক্ষা করছি 
যদি ওই আবছায়াটুকু পাই।
ভোরের সুখের আশায় রিক্ত হৃদয়ে শূন্যে 
ঠায় থাকিয়ে রয়েছি হঠাৎ করেই যদি 
               ভেসে আসে সেই বর্ণালী।

এখনও দরজায় আমি, 
সামনে দুপুরের রোদ সীমাহীন।
কথা থেমে গিয়েছে; শব্দগুলো ভাঙ্গা,    
বলহীন, ক্লান্তিময় জীবনের স্রোত 
থিতিয়ে গিয়েছে, ভুলে যাচ্ছি স্বপ্নের সাধ।
তবুও বুঝতে পারি এই জীবন তো এখনও 
অনেক বাকী, এখনও অধরা অনেক অধিকার।
ঘুরে দাঁড়ানোর জন্য ওই মরীচিকাই হোক 
আমার হাতিয়ার তা সে যতই 
ভ্রমিয়ে দিক আমার পণ।

🍂

Post a Comment

0 Comments