Today is the 9th December, 2020
আজকের দিন
বাংলায় --- ২৩ অগ্রহায়ণ বুধবার ১৪২৭
আজ, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস(International Anti- Corruption Day)।আসুন, 'দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই'---এই প্রতিপাদ্য নিয়ে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতি-বিরোধী দিবস ৯ ডিসেম্বর পালনের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন সর্বসম্মত সিদ্ধান্ত নেয়। কমিশন মনে করে, দিবসটি সরকারিভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়ায় দুর্নীতির বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান আরও সুস্পষ্ট ও সুদৃঢ় হয়।
আজ, ভারতীয় অভিনেত্রী ও মডেল দিয়া মির্জার জন্মদিন। মূলত বলিউডে কাজ করেছেন। প্রথম চলচ্চিত্র লাভ ব্রেকআপস জিন্দেগী। ইনি মিস এশিয়া প্যাসিফিক ২০০০ খেতাব অর্জন করেন। গণমাধ্যমে তাঁর সামাজিক কর্মকান্ডের জন্য পরিচিত। জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন।
আজ, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন - এর জন্মদিন। আবার প্রয়াণ দিবসও। বিবিসির জরিপে শ্রেষ্ঠ বাঙালির তালিকায় ষষ্ঠতম স্থানে আছেন নারী জাগরণের পথিকৃৎ এই মানুষটি। ইনি বাংলার মুসলিম নারী সমাজে শিক্ষার আলো নিয়ে এসেছিলেন।শিক্ষালাভ ও মূল্যবোধ গঠনে বড় দুভাই ও বোন তাঁকে প্রভাবিত করলেও তাঁর আসল লেখাপড়া শুরু হয়েছিল বিয়ের পর স্বামীর সাহচর্যে। স্বামীর অনুপ্রেরণায় সাহিত্যচর্চারও সূত্রপাত। কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল গালর্স হাইস্কুল ---তাঁরই প্রতিষ্ঠা।
কথিত আছে আজ, মধ্যযুগীয় ভক্তিবাদী সন্তকবি সুরদাসের জন্মদিন। তিনি হিন্দি ভাষায় বাৎসল্য রসের শ্রেষ্ঠ কবি। তাঁর কাব্যের মূল বিষয় ছিল কৃষ্ণভক্তি। তাঁর রচিত পঁচিশটি গ্রন্থের কথা জানা যায়। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য --সুরসাগর ও সাহিত্যলহরী।
আজ, ইংরেজ কবি জন মিল্টনের জন্মদিন। সপ্তদশ শতাব্দীর ইংরেজ কবি, গদ্য লেখক। তাঁর প্রসিদ্ধ কাব্য প্যারাডাইস লস্ট -এর কারণে তিনি সমধিক পরিচিত। দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ অবস্থাতে এক পর্ণকুটিরে বসে রচনা করলেন দুই কালজয়ী মহাকাব্য ‘প্যারাডাইস লস্ট’ আর ‘প্যারাডাইস রিগেইন্ড’। বৃদ্ধ, অন্ধ মিলটন মুখে বলে যেতেন, আর তাঁর হয়ে লিপিবদ্ধ করতো তাঁর কন্যা দিবোরা। এই কাব্য ১৬৬৭ সালে প্রকাশিত হতেই ইংল্যান্ডজুড়ে বিপুলভাবে সমাদৃত হয়। মহাকালের বিস্তৃত বক্ষপটে চিরকালের জন্য নিজের নাম লিখে দিলেন মিলটন।
আজ, বাঙালি অভিনেতা দেবরাজ রায়ের জন্মদিন। সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী সিনেমাতে তাঁর বড় পর্দায় অভিষেক হয়। মৃণাল সেনের কলকাতা ৭১ সিনেমাতে অনেকের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া তাঁর মর্জিনা আবদুল্লা, সিটি অফ জয় সিনেমাতে অভিনয় মনে রাখার মত। জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন।
আজ, ভারতীয় অভিনেতা শত্রুঘ্ন সিনহার জন্মদিন। একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিণত রাজনীতিবিদ। ইনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রিসভা এবং জাহাজ মন্ত্রকের মন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে। ২০১২ সালে, তাঁর জীবনী, নিয়ে একটি সিনেমা খামোশ মুক্তি পায়।জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা।
আজ, বলিউডের জন্মদিন অভিনেতা দিনো মরিয়ার জন্মদিন। বলিউডে অভিষেক পেয়ার মে কভি কভি সিনেমা দিয়ে। বেশ কিছু thriller ও horror মুভিতে কাজ করেছেন। রাজীব মেনন- এর তামিল চলচ্চিত্র কান্দুকন্দেন কান্দুকন্দেন ছবিতে তিনি প্রশংসনীয় অভিনয় করেছেন। জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন।
আজ, বাঙালি অভিনেতা কমল মিত্রের জন্মদিন। ইনি চার দশকেরও বেশি সময় ধরে ৯০ টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। ৫০ ও ৬০ এর দশকে অধিকাংশ সিনেমাতে মধ্য বয়স্ক চরিত্রে অভিনয় দাপিয়ে করেছিলেন। উত্তম কুমার এবং তনুজা অভিনীত জনপ্রিয় দেয়া নেয়া সিনেমাতে উত্তমকুমারের পিতার ভূমিকায় তাঁর অভিনয় সেকালের বাঙালির স্মৃতিতে আজও উজ্জ্বল। লৌহ কপাট সিনেমাতে তাঁর অভিনয়ের মধ্য দিয়ে তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিজের জন্য চিরস্থায়ী স্থান তৈরি করে গেছেন।
আজ, ভারতের বিখ্যাত চিকিৎসক দ্বারকানাথ কোটনিসের প্রয়াণ দিবস। ভারতের পাঁচজন চিকিৎসকের মধ্যে একজন, যিনি দ্বিতীয় চিন-জাপান যুদ্ধের সময় চিনে চিকিৎসা সহায়তার জন্য গেছিলেন। তিনি ভারত ও চিন দুই দেশের সম্পর্ক ও বন্ধুত্বের প্রতীক হিসেবে দুই দেশের মানুষের কাছে সম্মানিত।
আজ, হলিউডের কিংবদন্তি কার্ক ডগলাসের জন্মদিন। একজন মার্কিন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও লেখক। তিনি মার্কিন চলচ্চিত্র শিল্পের স্বর্ণযুগের সর্বশেষ জীবিত তারকাদের একজন ছিলেন। দ্য স্ট্রেঞ্জ লাভ অব মার্থা আইভার্স সিনেমাতে তাঁর চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে। ইনি গম্ভীর নাট্যধর্মী, পশ্চিমা ধাঁচ ও যুদ্ধভিত্তিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রসিদ্ধি অর্জন করেন। কর্মজীবনে তিনি নব্বইয়ের অধিক চলচ্চিত্রে অভিনয় করেন।
মনীষী উবাচ :
মানুষের ভিতরকার রহস্য বিধাতা বাইরের কোথাও না কোথাও লিখে রেখে দেন... (রবীন্দ্রনাথ ঠাকুর)
--------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার
--------------------------------------
জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇
আরও পড়ুন
0 Comments