জ্বলদর্চি

১০ ডিসেম্বর ২০২০

Today is the 10th December, 2020
আজকের দিন 
বাংলায়----২৪ অগ্রহায়ণ বৃহস্পতিবার ১৪২৭


আজ, World Human Rights Day। বিশ্ব মানবাধিকার দিবস। জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে আজকের দিনটি পালিত হয়।মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে মানুষের প্রতি মানুষের সহমর্মিতা, মানুষের মর্যাদা ও অধিকার রক্ষার ঘোষণা রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদযাপন করা হয়।
আজ, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম মুক্তিযোদ্ধা প্রফুল্ল চাকীর জন্মদিন। অগ্নিযুগের এই  বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং জীবন বিসর্জন করেন। ১৯০৬ সালে কলকাতার বিপ্লবী নেতা বারীন ঘোষ প্রফুল্ল চাকীকে কলকাতায় নিয়ে আসেন। যেখানে ইনি যুগান্তর দলে যোগ দেন। মজফ্ফরপুরের জেলা ও সেশন জজ কিংসফোর্ডকে হত্যা করার জন্য বাংলার বিপ্লবী সংস্থা ক্ষুদিরাম ও প্রফুল্লকে নিয়োজিত করে৷ দুজনের বাকি সংগ্রামের ইতিহাস সকলেরই অবহিত।

আজ, ভারতের স্বাধীনতাসংগ্রামী চক্রবর্তী রাজা গোপালাচারীর জন্মদিন। ইনিহলেন বিশিষ্ট ভারতীয় আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ, ইতিহাসবিদ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা। তিনি ছিলেন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল। তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হন।

আজ, স্বনামখ্যাত বাঙালি ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকারের জন্মদিন। ইতিহাস শাস্ত্রে অসাধারণ ও প্রগাঢ় জ্ঞানের অধিকারী ছিলেন। তাঁকে ইতিহাস-চর্চায় অনুপ্রেরণা জুগিয়েছিলেন ভগিনী নিবেদিতা।ঐতিহাসিক গবেষণা ছাড়াও তিনি একজন বিশিষ্ট সাহিত্য-সমালোচক ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার পাবার আগেই তিনি কবির রচনার ইংরেজি অনুবাদ করে পাশ্চাত্য জগতের কাছে তাঁর পরিচয় তুলে ধরেন।
আজ, নোবেল পুরস্কার প্রবর্তক আলফ্রেড নোবেলের প্রয়াণ দিবস। একজন রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা। তিনি ডায়নামাইট আবিষ্কার করেন। বিখ্যাত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান বোফোর্স এর মালিক ছিলেন। তাঁর নামে ৩৫০টি ভিন্ন ভিন্ন জিনিসের পেটেন্ট ছিল। মৃত্যুর আগে উইল করে তিনি তার সুবিশাল অর্থ সম্পত্তি নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য রেখে যান। উইলে আরও বলে যান, নোবেল ইনস্টিটিউটের কাজ হবে প্রতি বছর নোবেল পুরস্কার- এর অর্থ প্রদান করা।

আজ, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা অশোককুমারের প্রয়াণ দিবস। জন্মকালীন নাম  কুমুদলাল গঙ্গোপাধ্যায়। নিজ বাড়িতে মজা করে তাঁকে দাদামণি নামে ডাকা হতো। ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে তিনি নিজেকে কিংবদন্তিতে পরিণত করেছেন। কিশোর অবস্থাতেই চলচ্চিত্রে অংশগ্রহণের স্বপ্ন দেখতেন।জীবন নাইয়া সিনেমাতে প্রথম অভিনয়। সর্বমোট ২৭৫-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।১৯৮৮ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হন।

আজ, মার্কিন কবি এমিলি এলিজাবেথ ডিকিনসন (Emily Elizabeth Dickinson)-এর জন্মদিন। উনিশ শতাব্দীর একজন উল্লেখযোগ্য কবি হিসেবে তিনি পরিচিত। জীবিতকালে তাঁর লেখা প্রায় ১৮০০ কবিতার মধ্যে মাত্র এক ডজনও প্রকাশিত হয়নি।মৃত্যুর পর সম্পাদনা করে কবিতাগুলি প্রকাশিত হয়।একমাত্র টমাস এইচ জনসন কোনো ধরনের সম্পাদনা ছাড়া তাঁর কবিতাগুলো ১৯৫৫ সালে 'দ্যা পয়েমস অফ এমিলি ডিকিনসন' নামে প্রকাশ করেন।  তিনি এখন সারা বিশ্বে অন্যতম একজন কবি হিসেবে স্বীকৃত ।

আজ, জার্মান সুইডিশ কবি ও নাট্যকার নেলি শ্যাকস এর জন্মদিন। ১৯৪০ সালে সুইডেনে পালিয়ে যান, যেখানে তিনি তাঁর ষাট বছর বয়সে কবি ও নাট্যকার হিসাবে ক্যারিয়ার শুরু করেছিলেন। তাঁর অলৌকিক নাটক "এলি" (1950)  প্রশংসিত হয়েছিল। কবিতা সংগ্রহের নাম 'ফারাহ্ট স্টাউব্লোজ'(যাত্রা থেকে দূরে)।তাঁর কবিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদি ঐতিহ্য ও ক্ষতির আওয়াজ শোনা যায়। 1966 সালে সাহিত্যে নোবেল পুরস্কারে সম্মানিত হন শমুয়েল ইউসেফ আগননের সাথে একযোগে।

১৮৮৪ সালে আজকের দিনে মার্ক টোয়েনের বর্ণবাদবিরোধী উপন্যাস ‘অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন’ প্রথম প্রকাশিত হয়।

১৯০১ সালে আজকের দিনে আলফ্রেড নোবেলের অন্তিম ইচ্ছা অনুযায়ী নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।


মনীষী উবাচ :
রাজত্ব একলা যদি রাজারই হয়, প্রজার না হয়, তাহলে সেই খোঁড়া রাজত্বের লাফানি দেখে.... দেবতার চোখে জল আসে। (রবীন্দ্রনাথ ঠাকুর)
_______________________
সংকলক- রুম্পা প্রতিহার 
_______________________

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇


আরও পড়ুন

Post a Comment

0 Comments