জ্বলদর্চি

মায়া দে ও কৃষ্ণা গায়েন-র কবিতা

মায়া দে ও কৃষ্ণা গায়েন-র কবিতা 
পূর্ণতা
মায়া দে


যারা রাতদিন খেপায়
যারা পাগল ভাবে----
যদি আমি ভরা বৃক্ষ হই,
ওরা মাথা উঁচু করে দেখে,
আবার মাথা নিচু করে ফল কুড়োয়।
 নয়তো বৃক্ষতলায় শষ্পাবৃত বিছানায় ।

যেদিন আমার সমস্ত পাতা খসিয়ে আমি শূন্য
রিক্ত শাখাপ্রশাখা।
আমাকে একলা  করেছে সবাই।
ওই তো সেদিন--
আবার শূন্য শাখায় আসন্ন কিশলয়।
কারা যেন আবার ---

আসলে পাত্র শূন্য না হলে পরিপূর্ণ হয় কি করে?
🍂

এ ভাবেই চলে যেতে হয়
কৃষ্ণা গায়েন

এ ভাবেই চলে যেতে হয়
নির্বাক নিশ্চুপ, গভীর নিশীথে খসে পড়া তারা'র মতন। 
চোখ জলে ভরে না তো কারো
ডাকে না তো প্রাণকাড়া রবে ;
সকলে মগ্ন ছিল আপনার মাঝে।
অনেক যুদ্ধ ছিল অনেক হতাশা
জীবনে জীবন গড়া খেলা;
ঘাত প্রতিঘাত, অপত্য আঘাত
মহাশূন্য প্রাণ অবশেষ। 
লোভ ও মালিন্য ভরা সম্পর্ক বন্ধন

ভেসে গেছে  বহুদূরে সম্বন্ধ সদ্ভাব। 
মূষল পর্বের শেষে  ; মুক্ত পায়ে হেঁটে চলে প্রথম পাণ্ডব।

সংগ্রহ করতে পারেন। হোয়াটসঅ্যাপ -৯৭৩২৫৩৪৪৮৪

Post a Comment

0 Comments