সারা মাস করি চাষ
ভাস্করব্রত পতি
সারা মাস
করি চাষ
এই বাংলাদেশেতে।
মাথে ঝরে ঘাম
নাহি পাই দাম
থাকি মলিন বেশেতে।।
দেহ জুড়ে জ্বালা
ফোটেনা তো গলা
হাতে পায়ে হয় হাজা। ।
জল ভরা চোখে
কাদামাটি মেখে
ফিরে আসি বাড়ি সোজা।।
ধান গম পাট
সব্জির লাট
মাঠ জুড়ে ঝলমল। ।
কচু আলু আদা
ফুলকপি বাঁধা
বলে রোজ হাটে চল।।
হাটে গিয়ে ডাঁই
খদ্দের তো নাই
জমা হয়ে থাকে রাশি।
চোখ ফেটে জল
করে টলমল
উবে যায় সব হাসি।।
চাষে নাই যুত
'লাভ' খায় ভূত
প্রাণ বলে চল পালাই।
বাপ খুড়ার মাঠ
ছাড়ে নাকো সাথ
ডাকে আয় হাল চালাই।।
প্রাণপাত শ্রম
চেপে রেখে দম
মাঠে কাটে বারো মাস।
হায় হায় হায়
প্রাণ যায় যায়
তবু নাহি মোরা ছাড়ি চাষ।।
🍂
সারা বচ্ছর মারি মচ্ছর
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
সারা বচ্ছর
মারি মচ্ছর
এই কলকাতা শহরে,
রাত্রি নিঝুম
চোখে নেই ঘুম
এ কী যন্ত্রনা কহ রে।
মাথা বনবন্
ঘোরে, পনপন্
ওড়ে কী মশা না বিচ্ছু?
মারি চটাপট
তবুও দাপট
কমে না যে তার কিচ্ছু?
নাসা ও গণ্ড
জ্বলে, পাষণ্ড
তবু চায় আরও জ্বালাতে;
আসে শয়ে শয়ে
আমি ভাবি ভয়ে
এইবারে হবে পালাতে।
বাপ বলে আমি
তক্ষুনি নামি
ঘরবাড়ি ছেড়ে রাস্তায়;
দেখি মিশকালো
পথে নেই আলো
নাহি চলে ট্রাম বাস তায়।
পড়ই তো রোজ
খবর কাগজ,
মোটা হরফের হেডিংয়ে।
লেখা থাকে না কি
অবস্থাটা কী
দাঁড়িয়েছে লোডশেডিংয়ে।
ঘরে মশা, আর
বাহিরে আঁধার,
এ কী যন্ত্রণা কহ রে;
জ্বেলে লন্ঠন
করি হন্টন
এই কলকাতা শহরে।
🍁
বাড়িতে বসেই রেজি.ডাক মাধ্যমে জ্বলদর্চির বিশেষ সংখ্যাগুলো সংগ্রহ করতে পারেন। যোগাযোগ হোয়াটসঅ্যাপ - ৯৭৩২৫৩৪৪৮৪
0 Comments