আবীর ভট্টাচার্য্য ও বিপ্লব ভূঞ্যা-র কবিতা
তুমি শোন যদি গান, আমার সমুখে বসি
আবীর ভট্টাচার্য্য
আদুরী স্বপ্ন ছিলো, কৈশোরের হিরন্ময়ী মনে,
সোনাঝুরি তলে বসি তোমা সাথে একই আসনে
দ্বিধান্বয়ী করপুটে স্পর্শ করি আলোময় চরণপল্লবে
রানুর সারল্যে নয়, ওকাম্পোর প্রাচুর্য্যে বৈভবে
আমি কাদম্বরী নই কবি! তবু লাবণ্যের অমিত প্রজ্ঞায়
আমার ভিতরঘরে সযত্নে লুকিয়ে রাখি মনের সঞ্চয়।
ভুলে থাকি মামুলি যাপনে। তবু বৃষ্টিপাতে, বসন্ত সমীরে,
ফিরে ফিরে ডাকে যদি বিস্মৃতির কবোষ্ণ কৈশোরে
কিংকর্তব্যবিমূঢ় সকালের আলো, অরুণাভ ভোরে
মন্দিরে মন্দিরে বাজে শঙ্খধ্বনি, কার আগমনে!
প্রভু আমার, প্রিয় আমার! কি সুন্দর তুমি অনিন্দ্য মননে!
মোহাঞ্জনছায়ে, আঁখিপল্লবে মায়া। দিব্যকান্তি ছায়া...
কুর্চিগন্ধে ভরে ওঠে আহিরিণী আমার উঠান।
অস্ফুট প্রতীক্ষা মেলে জাগে, কবেকার মৃণালিনী প্রাণ
🍂
যদি হত্যা ভুলে যায়
বিপ্লব ভূঞ্যা
নিশ্চিতপুরের কৃষ্ণচূড়ায় এক দুপুর রোদ ঝুলে আছে
ঘোলাজলের লাবণ্য দেখেনি ছায়ারা কখনও
তোমার শিল্পাঞ্চল ধোঁয়া পেরিয়ে আমার পাখি ঘাতক
এখন আর সমুদ্রে যায় না
যদি হত্যা ভুলে যায়...
0 Comments