রেবা সরকার ও সুব্রত রায় চৌধুরী-র কবিতা
বৃষ্টির স্বরলিপি
রেবা সরকার
এক পশলা বৃষ্টি আসার কথা ছিল
কি কারণে ঘনীভূত মেঘ কেটে যায়
কিভাবে সম্প্রসারণ করব ভেবে হাওয়া দপ্তর
ঘনঘন তাড়না করে হবে না বৃষ্টি।
পাহাড়িয়া অঞ্চলে সেদিন বৃষ্টি ছিল খুব
সারারাত ঝমঝম বৃষ্টির স্বরলিপি
আমার ঘুম ভেঙে দেয়।
অতঃপর এ শহরে মেঘশূন্য আকাশ
কেন আজ মনে হয় ঝমঝম সারারাত
চলে যাব বলে তো আসিনি
এ শহর যুগ যুগ বেঁচে থাক
শুধু আমার কারণে
আমি লিখতে বসি কবিতা
লেখা হয় ভালোবাসা
ভালোবাসা জলাশয় হয়।
সঞ্চয়
সুব্রত রায় চৌধুরী
প্রতিটি সন্ধ্যায়
পেরিয়ে আসা সময়ের অঙ্ক
ভিড় করে মাথায়
অবসাদে শরীর নুয়ে আসে
দৃষ্টি হেঁটে যায় ধীর পায়ে
অন্ধকার চারপাশে
প্রতিটি সন্ধ্যায়
যেমন করে বদলে যায়
সময়ের হাতে
চেনা অচেনা
কিংবা নিজের মুখ
তেমনি করে শরীর থেকে
একই রকম আরেকটি শরীর
নিঃশব্দে বেরিয়ে যায়
আর বুকের ভেতর
ঢুকে পড়ে একটি জোনাকি
অঙ্কের যোগ বিয়োগ বলে
হোক, তবে তোর এভাবেই
চৈতন্যের কণা সঞ্চয় হোক
অনুভবে শুকনো ঠোঁট
শুধু দুটি ভেজা চোখ।
1 Comments
Congratulations
ReplyDelete