রাজর্ষি রায় ও নির্মল বর্মন-এর কবিতা
চলে যেতে পারি
রাজর্ষি রায়
আমাদের জীবনের
কোন মূল্য কি পৃথিবীর কাছে
আছে
আমাদের স্বপ্নের
কোনো সমাদর কি প্রাণের কাছে
আছে
আমাদের প্রাণেদের
কোন সময় কি জীবনের কাছে
আছে
আমাদের প্রত্যেকের
মরণের মূল্য কি প্রকৃতির কাছে
আছে
নাকি যে কোন সময়
যে কোন মুহূর্তে ,
যে কোন বিরল অবসরে-
চলে যেতে পারি।
🍂
প্রতিযোগিতা
নির্মল বর্মন
এ বয়সে প্রতিযোগিতায় অংশ নিতে চাই না
মাঠের বাইরে দাঁড়িয়ে অনুভব করি
জীবনের মূল্য কতটা
দু একজনের সামান্য ঘনিষ্ঠতা
শেষ স্নেহে আমাকে প্রতিযোগী ভেবে
আরম্ভ করে খেলা আর খেলা
আমাকে ধ্বংস করে অদ্ভুত অনুভূতি দিয়ে
ট্যাগর হিলের জনাকীর্ণ টিলায়
দাঁড়িয়ে অনুধ্যানে বলি
শোনো নক্ষত্ররাশির আকাশ
প্রতিযোগিতায় দাঁড়িয়ে জীবনকে মেলাতে চাই
ঈশ্বর আমাকে সুন্দরভাবে বোঝেনি কোনদিন
2 Comments
খুব ভালো লাগলো কবিতা
ReplyDeleteWhat a kabita I can't understand
ReplyDelete