জ্বলদর্চি

ক্যুইজ-৮৭/ সাগর মাহাত

ক্যুইজ-৮৭/ সাগর মাহাত

১. ভীল(Bhill) শব্দটি এসেছে—
বিল(beel) থেকে
ভিল্লু থেকে
ভিনু থেকে
ভীর থেকে

২. সাহিত্যে প্রথম ভীল শব্দটি মেলে—
সোমদেবের কথাসরিৎসাগর
রামায়ণ
মহাভারত
ওডিসি

৩. মহাভারতে ভীল উপজাতিকে যে নামে পাওয়া যায় —
নিষাদ
গন্ড
হো
ওরাং

৪. ভীল উপজাতির অরিজিন হল—
দ্রাবিড়িয়ান
প্রোটো অস্ট্রেলিয়ট
ককেসীয়
নিগ্রোটো


৫. ভীল উপজাতির ভাষা হল—
হো
তেলেগু
কন্নড়
ভিলি

৬. The Bhill A Study- বইটিয লেখক—
T.B Naik
T.B Shumbhi
T.B Shankar
T.B Chandra

৭. ভীলদের 'বনপুত্র' বলেছেন—
কর্ণেল জেম টোড
মজুমদার
ডি. সরকার
হেলহেড

৮. ভীল সমাজে ঝাড়ফুঁক তুকতাক যারা করে তাদের বলা হয়—
ভোপা
কোতয়াল
পূজারা
পটেল

৯. ভীলরা পবিত্র পশু মনে করে—
হাতি
ঘোড়া
গরু
পাখি

১০. ভীল গ্রাম প্রধানকে বলা হয়—
গামেটি
পিথরা
পাল
ফালয়া

🍂
ক্যুইজ ৮৬-এর উত্তর
১. পঞ্চম বেদ
২. বিবস্বান
৩. হো চিন মিন
৪. গীতিকাব্য
৫. মেঘালয়
৬. বঙ্কিমচন্দ্র
৭. দেশভাগ
৮. অঘন সংক্রান্তি
৯. রবীন্দ্রনাথ ঠাকুর
১০. পর্তুগীজ

Post a Comment

0 Comments