লিটল ম্যাগাজিনের প্রকাশনা
ঋত্বিক ত্রিপাঠী
লিটল ম্যাগাজিন হল পত্রিকা। বহু লিটল ম্যাগাজিনেরই গ্রন্থ প্রকাশ তথা প্রকাশনা বিভাগ থাকে। মূল লক্ষ্য একই। উপস্থাপন দুরকমের, এই যা। লিটল ম্যাগাজিন ও প্রকাশনা। একই অভাবী পরিবারের দুই ভাই। তাই সংকট ও মেজাজ, নিরপেক্ষতা ও সাহস সমানে সমান।
নবীন প্রবীণের মূলত নতুন লেখা নিয়ে প্রকাশ পায় লিটল ম্যাগাজিন। সময়ের সঙ্গে সঙ্গে বহু ভালো লেখা হারিয়ে যায়। তাই সংরক্ষণের লক্ষ্যে গ্রন্থরূপ লাভ করে পাঠকের কাছে সংকলনের মর্যাদা পায়। গড়ে ওঠে কবিতা গল্প, প্রবন্ধের সংকলন।
আর একটি গুরুত্বপূর্ণ দিক আছে। তা হলো, বিশেষ কবি, লেখকের প্রকাশিত অপ্রকাশিত লেখা নিয়ে একক গ্রন্থ প্রকাশ।
পরীক্ষামূলক লেখার পাঠক কম। তাই বাণিজ্যিক সফল প্রকাশনা সেই পরীক্ষামূলক লেখা নিয়ে বই প্রকাশ করতে চায় না। সেক্ষেত্রে লেখক নবীন হোন বা প্রবীণ-- সবার ক্ষেত্রেই এই সমস্যা। এই সমস্যাকে মাথা পেতে গ্রহণ করবার ক্ষমতা রাখে লিটল ম্যাগাজিনের প্রকাশনা। অবশ্য অধিকাংশ ক্ষেত্রেই লেখকরা অনেকটাই আর্থিক দায় বহন করেন লিটল ম্যাগাজিন প্রকাশনা থেকে নিজের গ্রন্থ প্রকাশে।
একান্তভাবেই সাহিত্য সংস্কৃতির প্রতি অনুরাগ ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই শত সংকট ও ঝক্কিঝামেলা নিয়েই প্রকাশনা বিভাগকে চালু রাখা। অবশ্য লিটল ম্যাগাজিন প্রকাশনাতেও এখন ঢুকেছে ধান্দাবাজি। লেখকদের ঠকানোই তাঁদের মূল উদ্দেশ্য। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকা উচিত। প্রতিবাদ জরুরি।
বিভিন্ন সাহিত্য আন্দোলনকে রূপ দিতে, পরীক্ষানিরীক্ষামূলক লেখা প্রকাশের জন্য যেমন লিটল ম্যাগাজিনের তুলনা একমাত্র লিটল ম্যাগাজিনই, ঠিক তেমনি বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি এড়িয়ে পাঠককে দীক্ষিত করতে সংরক্ষণযোগ্য সংকলন প্রকাশে লিটল ম্যাগাজিনের প্রকাশনাও অদ্বিতীয়।
স্বাভাবিক কারণেই লিটল ম্যাগাজিনের মতোই তার প্রকাশনা বিভাগটিও অবাণিজ্যিক, অর্থসংকট নিয়েই তার পথচলা। অবশ্য হাতে গোণা কিছু প্রকাশনা লাভের মুখ দেখে। সেটা ব্যতিক্রমী দিক।
অধিকাংশ লিটল ম্যাগাজিন ও তার প্রকাশনার না থাকে বিক্রয় কেন্দ্র, না থাকে বড় কাগজে বিজ্ঞাপন দেওয়ার ক্ষমতা, না থাকে জেলায় জেলায় গিয়ে মেলায় বুকস্টল দেবার মতো লোকবল। তাও আবেগ ও বন্ধুপ্রীতির কারণে, সাহিত্য সংস্কৃতির মাধ্যমে ইতিহাসকে সংরক্ষণের লক্ষ্যে হাজারো ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে লিটল ম্যাগাজিন কর্মীরা নিরন্তর করে চলেছেন লিটল ম্যাগাজিন ও তার প্রকাশনা।
এটাই তো লিটল ম্যাগাজিনের কাজ, দর্শন।
সংগ্রহ করতে পারেন 👇
0 Comments