জ্বলদর্চি

মনের মতো বই : কীলক লিপিতে ভূমি ও ভূমা /রিমি সেন

মনের মতো বই : কীলক লিপিতে ভূমি ও ভূমা
রিমি সেন


এমনিতেই কাজের ব্যস্ততার জন্য বইমেলা যাওয়া হয় না। কিন্তু ইচ্ছে তো করেই। কলকাতাতে থেকে বইমেলা যাবো না — সে কি হয়! যাওয়ার আগ্রহ বাড়ল যখন জানলাম ঋত্বিক স্যার আসছেন বইমেলায়। প্রায় ১০ বছর বাদে দেখা হবে। তাঁর নতুন কবিতার বই এবার আনন্দ পাবলিশার্স (সিগনেট) থেকে প্রকাশ পেয়েছে। আশ্চর্য নামকরণ : কীলক লিপিতে ভূমি ও ভূমা। 

সংগ্রহ করতে পারেন 👇
ঋত্বিক ত্রিপাঠীর কবিতায় জগৎ পরিভ্রমণ ও কাব‍্য মীমাংসার রূপ ও স্বরূপ
সুতরাং গেলাম বইমেলা। সিগনেট স্টল থেকে নিলাম স্যারের নতুন কবিতার বই। পাঠক প্রকাশনার বই প্রকাশ অনুষ্ঠানে কিছুক্ষণ সময় কাটলো। কবি রাখহরি পালের বই প্রকাশ অনুষ্ঠান হল। তারপর সাহেবদা ও স্যারের সঙ্গে তুমুল আড্ডা। ছবি তোলা। হল স্মৃতিচারণ। সুন্দরাড় হাইস্কুলের দিনগুলোর কথা উঠে এল। উঠে এল ওই সময়কার বন্ধু বান্ধবীদের কথা। উল্লেখ্য, সাহেবদা পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত। তার ডিউটি পড়েছিল বইমেলাতেই। 


দু'তিন বছর আগে স্যারের লেখা 'লিটল ম্যাগাজিন অন্তর বাহির' বইটি কিনেছিলাম সেবারের কলকাতা বইমেলা থেকেই। সেটিও সযত্নে রাখা আছে। এবার সংগ্রহ করলাম স্যারের কীলক লিপিতে ভূমি ও ভূমা বইটি। প্রতিটি কবিতাই ভালো, সুনির্বাচিত। বেশ কিছু কবিতার লাইন এত ভালো লেগেছে যে পেনে দাগ দিয়ে রেখেছি। বেশ কিছু অংশ পড়ে বুঝতে পারিনি। আবার ধৈর্য নিয়ে পড়তে হবে। ইচ্ছে আছে সরাসরি কবির কাছেই জেনে নেব। তবে এটা স্বীকার করতেই হবে যে, আজকের আমাদের নতুন প্রজন্মকে কবি সঠিক বোঝেন। তাই অনেক লাইনের সঙ্গে আমার জীবন ও ভাবনার মিল খুঁজে পাই। আমি চাই এসময়ের প্রজন্ম এ বই পড়ুক। আমিও আমার বন্ধুদের পড়াবো এ বই। আমার ভালোলাগা কিছু লাইন —

১.
অভিমান কবে আর একমুখী ছিল!
ছড়িয়ে এদিক ওদিক ধূসর মাটিতে শিমুল পলাশ...(ফলশ্রুতি) 

২.
রূপ ও লাবণ্যে মুগ্ধকাতর করো ব্রহ্মচর্য
........ 

সাক্ষাৎ শেষে সমর্পণ হোক বিনীত অভিযোগ 
সিদ্ধিলব্ধ দৃষ্টি পুড়ে হোমের মুগ্ধ ছাই
আগুনেরও থাকে সীমা, সীমিত পরাক্রম (সসীম)

৩.
চেয়েছি বলেই দেশ নইলে একটাই পৃথিবী হয়
দুঃখ সুখের সমূহ ঐশ্বর্য একার কারও নয়
কে করবে সংজ্ঞা নির্ণয়, ভালো কি মন্দ বলো (সংজ্ঞার বিপরীতে) 

শেষে বলি, এ বইয়ের লেখা খুব সুন্দর। প্রত্যেকটা কবিতা দারুণ আর বাস্তবের সঙ্গে ভীষণ মিল। পড়ে খুব ভালো লাগলো। অপেক্ষা করে থাকলাম স্যারের আগামী বইয়ের জন্য।

কীলক লিপিতে ভূমি ও ভূমা
ঋত্বিক ত্রিপাঠী
সিগনেট প্রেস
প্রচ্ছদ দেবাশীষ সাহা
২৫০ টাকা
🍂

Post a Comment

1 Comments