জ্বলদর্চি

১8 তম পর্ব /প্রেমকাব্য/মঙ্গলপ্রসাদ মাইতি

১8 তম পর্ব
প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি
   

আমি ভালোবাসি পৃথিবীর রূপ-রস-রঙ, ভালোবাসি তোমার হাতের কাঁকন। ভালোবাসি মাঠভরা সবুজের ক্ষেত, ভালোবাসি তোমার শাড়ির আঁচল। ভালবাসি জলভরা আকাশের মেঘ, ভালোবাসি তোমার চোখের কাজল। ভালোবাসি গোলাপের মিষ্টি সুবাস, ভালোবাসি তোমার শরীরের ঘ্রাণ। ভালোবাসি চাঁদবুকে জোছনার হাসি, ভালোবাসি তোমার মুখের কিরণ। ভালোবাসি ফুলে বসা ভ্রমরার তান, ভালোবাসি তোমার কন্ঠের গান। ভালোবাসি সাগরের উতরোল ঢেউ, ভালোবাসি তোমার বুকের কাঁপন। ভালোবাসি মায়াঘন স্বপ্নের দীপ, ভালোবাসি তোমার প্রেমের বাঁধন। 
   তুমি ভালো না বাসলে আমার সাহস ছিল না তোমাকে ভালোবাসবার, আমার কোনোরকম অধিকার ছিল না তোমাকে নিয়ে স্বপ্ন দেখবার। আমি তোমাকে ভালোবাসি সে তোমারই টানে, তুমি ভালোবাসো বলে। তোমার ভালোবাসার গভীরতা আমি মাপতে পারবো না – কিন্তু এটা সত্য-তুমি আমায় ভালোবাসো। তোমার চোখের মায়াঘন দৃষ্টি, মুখের অনাবিল তৃপ্তির হাসি, তোমার মায়াবী উচ্ছলতা, চঞ্চলতা আমাকে একথাই বলে – তুমি আমায় ভালোবাসো। আমিও তাই তোমাকে ভালো না বেসেথাকতে পারি না, তোমার জন্য আমার মন ব্যাকুল হয়, ভিতর থেকে আমিও তোমার জন্য অদ্ভুত এক টান অনুভব করি। তোমার অকৃত্রিম ভালোবাসা আমার বুকেও ভালোবাসার জন্ম দিয়েছে, আরো বড়ো কথা – তুমি আমাকে ভালোবাসতে শিখিয়েছ। আমি বুঝেছি ভালোবাসা আছে বলে অভিমান আছে, আছে গান, হাসি আর খুশি-কলতান। ভালোবাসা আছে বলে ব্যথা-দু:খ আছে, বিরহের জ্বালা আছে, মিলনের সুখ আছে। ভালোবাসা আছে বলে চোখে জল আসে। প্রাণে মনে অপরূপ প্রেম ছলছল করে। ভালোবাসা আছে বলে ভালোলাগা আছে, স্বপ্নের ঘোর চোখে এক রাত জাগার নেশা আছে। ভালোবাসা আছে বলে কথা-সুর আছে, যাতনাকেও মাঝে মাঝে সুমধুর লাগে।  
   আমার ভালোবাসা আমার সাথে প্রতিদিন কথা কয়ে যায়, তার মধুর সান্নিধ্য দিয়ে যায়, আমার ললাটে এঁকে দিয়ে যায় তার স্বপ্নের অলৌকিক চুম্বন। আমার ভালোবাসা আমাকে মন খারাপ করতে না বলে, আমাকে নির্ভীক হতে বলে, আমার কানে কানে কবিতার মন্ত্র শুনিয়ে যায় বলে – সবসময় দুষ্টুমি নয়, রইলামই বা দূরে, জানবে আমার মন তোমারই কাছে আছে পড়ে। আমার ভালোবাসা বড়ো মিষ্টি ভালোবাসা – আমার সব কথা সে শোনে, আমাকে কখনোই তার ভালোবাসা পাওয়া থেকে বঞ্চিত করে না, নিরিবিলিতে সে আসে-আমার অলস মুহূর্তগুলিকে স্বপ্নিল আবেশে মায়া-মুগ্ধ করে, তার জাদুস্পর্শে হৃদয় আমার পুলকিত হয়, অনেক আনন্দে আমোদিত-বিমোহিত হয়। চলে গেলেই আবার তাকে পাবার জন্য আকুলিবিকুলি করতে থাকি। ভালোবাসার অমল আলোয় আমি তোমার মুখ দেখেছি। তাইতো তুমি সামনে এলে আমি অপার সুখ পাই। তোমার দুটি ডাগর নয়ন আমাকে মুগ্ধ করে। যেন মনে হয় নীল সাগরের ঊর্মিমালা মুক্ত হয়ে ঝরছে। ইককে করে তোমার আঁচলতলে লুকিয়ে আমি প্রেমের ছবি আঁকি। রঙিন মনের রঙিন পাতায় তোমার কথা লিখি। বৃষ্টি ধারায় ঝরিয়ে দিই মনের আকুলতা। ইচ্ছে করে চলার পথে ভালোবাসার আসন পেতে দিই, যেতে চাইলেও কোনমতেই দেবনা তোমায় যেতে।   
🍂

   তোমাকে ভালোবাসা আমার অধিকারের মধ্যে ছিল কিনা-এতটা ভেবে আমি দেখিনি, দেখার প্রয়োজনীয়তাও বোধ করিনি কখনো, কেন করবো? আমার নাগালের মধ্যেই সুন্দর ফুল যদি একটা ফুটে থাকে, সুদৃশ্য পাপড়ি মেলে ভুরভুর করে সুগন্ধ ছড়ায় অবিরত-তবে তা দেখে পাগল হওয়াটাই তো স্বাভাবিক, আর তার সুঘ্রাণ নেবার জন্য মাতাল হওয়াটাও অস্বাভাবিক কিছু নয়, তাকে ভালোবাসাও দোষের নয় – তুমি সুন্দর, তুমি অনবদ্য-তোমাকে আমি ভালোবেসেছি, অধিকার-অনধিকারের প্রশ্নই আসে না। আমার একেবারে পাশ দিয়ে যদি উচ্ছল, চঞ্চলা নদী একটা বয়ে যায়, তার দুর্বার স্রোতে নিরবধি খেলতে থাকে ছলাত্‍-ছলাত্‍ ঢেউ, তবে সে ঢেউয়ের দোলায় হৃদয় তো দুলে উঠবেই, তার স্নিগ্ধ-শীতল জলে অবগাহন করার নেশাও জাগবে – তুমি হলে সেই আশ্চর্য নদী, তোমার টানে আমি ভেসে চলেছি, তোমার আকর্ষণ আমাকে উদ্বেল উন্মত্ত করেছে। ভালোবাসাই আমার অধিকার। ভালোবাসার সত্যিকার স্বাদ পেতে হলে তোমাকে চাই-ই চাই-তুমি ছাড়া এই স্বাদ অন্য কেউ মেটাতে পারে না, তাইতো তোমাকে আঁতিপাতি করে খুঁজি, তোমার জন্য হা-পিত্যেশ করে বসে থাকি। ভালোবাসা এমন একটা মহার্ঘ জিনিস যার-তার কাছে এর সন্ধান মেলে না, যে কেউ এর মর্যাদাই বোঝে না–এই সম্পদের সন্ধান আমি তোমার কাছেই পেয়েছি – তাই তোমাকে না পেলে মন আমার অস্থির হয়, চঞ্চল হয়, সবসময় কিসের যেন একটা অভাব আমাকে কুরে কুরে খায়, হৃদয়ের মাঝখানে সৃষ্টি হয় এক মহাশূন্যতা। তুমি কাছে এলেই এই শূন্যতা নিমেষে ভরাট হয়ে যায়, আমি পাই পূর্ণতার স্বাদ। 

14th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya
   I love the look and feel of the earth, the color of your hands.  Love the fields of green fields, love your saree.  Love the cloudy sky clouds, love your eyesight.  Love the sweet aroma of roses, love the smell of your body.  Love the smile on the moonlight, love the ray of your face.  I love the swirling noise, love the voice of your voice.  Love the ocean surge, love your chest tremor.  Love is the light of my dream, love is the bond of your love
   Unless you were good, I didn't have the courage to love you, I had no right to dream about you.  I love you, he pulls you, you say love.  I can't measure the depth of your love - but it's true - you love me.  The smiling eyes of your eyes, the smiles of gratitude in your mouth, the magnificence of your wits, your finesse tell me all the same - you love me.  I too can neither support you nor help you, my mind is troubled for you, I feel a strange pull for you from the inside.  Your genuine love gave birth to love in my chest, even bigger - you taught me to love.  I understand that there is love, pride, music, laughter and happiness.  There is pain and sorrow for love, there is burning sensation, there is happiness in union.  There is water in the eyes because there is love.  In the heart of the heart, love is fading.  Love is there, love is there, there is a night's sleep in the waking eyes of dreams.  There is talk of love, but sometimes it takes a lot of pain.
   My love talks to me every day, passing on the sweetness of his sweetness, the lyrical kiss of his dreams that draws me to my forehead.  My love tells me not to be upset, to tell me to be fearless, to hear the mantra of poetry in my ears - not always naughty, crying or away, I know you have my mind.  My love is big sweet love - he listens to me, he never deprives me of his love, he comes to me in silence - my lazy moments fascinate me in his dreamy obsession, his enchanting heart enlivens me, delights me with many pleasures.  When I left, I kept trying to get her again.  I saw your face in the light of love.  So when you come forward, I find immense happiness.  Your two daggers are fascinating me.  It seems as if the Urmimala of the Blue Sea is falling free.  Hiding in the realm of Ike I painted love.  Write your words on the colored pages of the colored mind.  Rain dries up the mind.  If you want to get the seat of love on the way, I will not let you go, no matter what.
   I didn't think so much about your love was within my rights, I never felt the need to see why, why would I?  If a beautiful flower is within my reach, a beautiful petal continues to spread its fragrance through the vortex — then it is normal to look crazy, and it is not uncommon to get drunk for its aroma, not to love her, not to blame - you are beautiful, you are invincible.  I love it, the question of rights and rights does not come up.  If, on my side, the high, swollen river flows, the tireless waves play in the tide of his darksome, but he will be swept away by the waves of the waves, his delusion of swimming in the cool and cool waters of the river, you will wonder.  I am wandering away, your attraction has overwhelmed me.  Love is my right.  To get the true taste of love
 If you want what you want - no one can satisfy this taste except you, so look for you, and I sit there for you.  Love is such a great thing that one cannot find it, no one understands its dignity - I have found thiswealth for you - so if you do not get it, my mind is upset, agitated, always lacking in something.  , A superpower is created in the middle of the heart.  When you come near, this emptiness fills you, I taste the fullness.

Post a Comment

0 Comments