জ্বলদর্চি

ঋত্বিক ত্রিপাঠী-র 'কীলক লিপিতে ভূমি ও ভূমা' / সোমদত্তা

ঋত্বিক ত্রিপাঠী-র 'কীলক লিপিতে ভূমি ও ভূমা' 
           
সোমদত্তা 

এবারে বইমেলায় যেতে পারিনি। জানতাম প্রকাশিত  হয়েছে অন্যতম প্রিয় কবি ঋত্বিক ত্রিপাঠী'র 'কীলক লিপিতে ভূমি ও ভূমা' কবিতাগ্রন্থ। বেশ কিছুদিন পর গত পরশু হাতে এলো বইটি। অভ্যাস মত দুবার, কোনটি তিনবার পড়লাম।

 প্রথমেই  নজর পরে নামকরণে। পৃথিবীর প্রাচীনতম ভাষা কীলক, সুমের সভ্যতার। মনে হল প্রাচীনতার সাথে নব্যতাকে কোথাও যেন মিলিয়ে দিয়েছেন কবি। কবিতা  ততটাই আধুনিক যতটা পুরাতন। ছবির আকারে মাটির  গোল চাকতিতে লেখা হত এই লিপি, যেন চিত্রশিল্প।  কবিতাও তো কবির আঁকা এক চিত্রই। সমাজের  অবস্থান, পারিপার্শ্বিকতা তুলে ধরতো কীলক লিপি, এই কবিতাও তার ব্যতিক্রম নয়। কবি ঋত্বিক ত্রিপাঠী  শুধু  একজন কবি নন, সামাজিক বার্তাবাহক এবং কথাবিদ। কবিতার ছত্রে ছত্রে তাই সমাজ, সমাজের বিভিন্ন  দিকের বিভিন্ন রূপ। মানুষের মনন চিন্তন, ভালমন্দ।

 কবি 'আত্মস্বীকার' করেছেন "শৃঙ্খল। বিরতিচিহ্নের মতো আগলে রাখি।"... কী ভয়ংকর  সত্যি! 
 "জীবন কখনো মিলবে না জেনেও যাত্রা"... করেন কবি, সাথে হাঁটি আমরা। 
 "শেষ  হবার নয়, এই হেঁটে  যাওয়া উপাখ্যান দৌড় " উপলব্ধির জগৎকে নাড়া দেয় নতুন করে। 
"নূন্যতম অধিকার প্রতিষ্ঠা লক্ষ্যে চিনে নিচ্ছি  ব্ল্যাকহোল" আমরা ঝাঁপ দিই কৃষ্ণগহ্বরে। 
  "একমাত্র মহাকবিই আবিষ্কার করেন ব্যঞ্জনার পথ"...কী ব্যঞ্জনাময় উপলব্ধি!

"মাঠ পেরোচ্ছে শুকুন মান্ডী".. কবিতাটি উচ্চারণ  করে  সেই অমোঘ সত্য। সেই পরমব্রহ্ম সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের  সৃষ্টিকর্তার কাছে আমাদের অতি পরিচিত ঋণ।
সব কবিতা  বারংবার  পড়ে এসে থেমে  দাঁড়াই "আত্মজ্ঞান"-এ। "কোন মানুষকেই গভীর ভাবে নিয়ো না।নিতে গেলে  আত্মা মরে যায়।" বারবার ঠকতে  ঠকতে দেওয়ালে যখন পিঠ ঠেকে যায়, কবির এ কথাটি ঘুরে দাঁড়ানোর রসদ। সহজ সত্যি, অথচ কঠিন বাস্তব ।
আর লেখা বাড়াবো না, লিখতে বসলে প্রতিটি  কবিতা  নিয়েই কিছু লিখতে মন চায়। 

সংগ্রহ করতে পারেন 👇
নিষিদ্ধ চারণভূমি, প্রবন্ধ সার, ব্রাত্যজন, সসীম, বিষ্ময় চিহ্ন, দ্বিখণ্ডিত— অনন্ত ভালোলাগার। এ বইয়ের  সবচেয়ে  বড় আকর্ষণ বিষয়ের অভিনবত্ব। আর কোনও কবিতার সাথে কোন কবিতার বিষয়ের মিল নেই পুনর্লিখন নেই তাই একঘেয়েমির জড়তা মুক্ত।

 অনুরোধ করি কবিতাপ্রেমী সুহৃদদের, বইটি সংগ্রহ  করুন, সংগ্রহে রাখুন। আনন্দ পাবলিশার্স এর সিগনেট  থেকে প্রকাশিত। পড়ুন, আপনার উপলব্ধির জগৎ কে প্রসারিত করবেই। অভিবাদন শ্রদ্ধেয় কবি ঋত্বিক ত্রিপাঠী-কে।

কীলক লিপিতে ভূমি ও ভূমা/ঋত্বিক ত্রিপাঠী
প্রচ্ছদ দেবাশিস সাহা
প্রকাশক সিগনেট প্রেস/আনন্দ পাবলিশার্স
মূল‍্য ২৫০টাকা

🍂

Post a Comment

0 Comments