জ্বলদর্চি

১৬ তম পর্ব -প্রেমকাব্য /মঙ্গলপ্রসাদ মাইতি

১৬ তম পর্ব
প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি

   ভালোবাসার আগুন বুকে আমার কাছে তুমি এসেছিলে-পোড়ানোর থেকেও সে আগুনে ছিল দীপ্ত আলোর ছটা, এমন স্নিগ্ধ আগুনে কার না পুড়তে ভালো লাগে? তাই অবলীলায় তোমার সে আগুনের শিখায় আমি ঝাঁপ দিয়েছি, তুমি আমার হৃদয় গলিয়ে দিয়েছ, রমণীয় উষ্ণতায় আমাকে উত্তপ্ত করেছো, আমি পেয়েছি এক আশ্চর্য ভালোলাগার স্বাদ। আমি বুঝলাম তুমি এসেছ আমাকে পুড়িয়ে ছাই করতে নয়-এসেছ পুড়িয়ে পুড়িয়ে আমাকে খাঁটি সোনা বানাতে। জানিনা আমি সে সোনায় পরিণত হয়েছি কিনা - তবে এটুকু জানি আমি তোমার ভালোবাসার মধুর ছোঁয়া পেয়েছি,আমি ধন্য হয়েছি। দু’চোখে তোমার গভীর ভালোবাসার ছায়া হেমন্তের সোনালি রোদে মায়াবী মুর্ছনায় খেলা করছিল, পরনে তোমার রাঙা ডুরে শাড়ি-পাশেই নদীর জলে রূপোলি আলোর ঝিলিক – এই দুয়ের আশ্চর্য রমণীয়তা অদ্ভুত মাদকতা এনে দিল আমার অন্তরে।বড়ো কাছে ছিলে তুমি-হাঁটছিলে ঠিক আমার পাশে পাশেই, আমি তোমার গায়ের গন্ধ পাচ্ছিলাম, তোমার রহস্যে ভরা নিবিড় চাউনি বহুযুগের ওপার থেকে আসা ভালোলাগার স্রোতে টেনে নিয়ে গেল। অতি সামনে থেকে দেখলাম আমার সুন্দরকে, যে সুন্দরকে আমি আমার স্বপ্নে দেখেছি বহুবার, যে সুন্দরের আমি এতকাল আরাধনা করে এসেছি, যে সুন্দরের টানে আমি যখন-তখন মাতাল হয়েছি, ঘোরলাগা বিস্ময়ে বারবার আবিষ্ট হয়েছি। তুমি যে কতখানি সুন্দর তোমার কাছাকাছি না হলে বুঝতেই পারতাম না, সুন্দর তুমি আমার হয়ে এভাবেই থেকো চিরকাল আমার ভালোবাসার পাশে আমি চুপটি করে শুয়েছিলাম; হাজারো অবান্তর ভাবনা, কত শত সব হিজিবিজি চিন্তা এসে আমাকে আচ্ছন্ন করে দিতে চাইছিল, কিন্তু ভালোবাসার জোর এমনই তার ধাক্কায় তারা সব ফিরে যেতে বাধ্য হ’ল। ভালোবাসার উষ্ণ পরশে আমি রোমাঞ্চিত হলাম, অলৌকিক মাদকতায় মদির হলাম- সে এক অদ্ভুত ভালোলাগা, আশ্চর্যময় ভালোলাগা! আমার ছাড়তে মনই চাইছিল না, রূপকথার রাজ্যে তাকে ক্ষণিকের তরে ঘুম পাড়িয়ে উঠে এলাম আবারও কোনোএক সময় নিবিড় থেকে নিবিড়তর করে পাবো বলে। ভালোবাসার স্রোতে ভাসতে ভাসতে তোমার চরে এসে পৌঁচেছি, এবার আমার সব খেলা তোমার সাথে, তোমাকে নিয়েই কাটাতে চাই আমার সারা বেলা, স্বপ্ন আমার তোমাকে ঘিরেই। তুমি রাঙা দুটি ঠোঁট নিয়ে হাসবে, চোখের তারায় মেলে ধরবে রহস্যের জাল, প্রাণ ভরে আমি তা দেখব, হৃদয় জড়িয়ে নেব তোমার ভালো-বাসার চাদরে। তোমাকে নিয়ে সুন্দর করে বানিয়ে নেব আমার খেলাঘর, তুমি অনন্তপ্রেমসুধার মুক্তোদানা ছড়াবে-আমি তা একটি একটি করে কুড়িয়ে নেব, গাঁথব মালা-পরিয়ে দেব তোমার গলে। তোমার আমার মিলনের জয়গানে মুখরিত হবে পৃথিবী, সারা বিশ্বভুবন প্লাবিত হবে আমাদের ভালোবাসার জোয়ারে। 
   তোমার বুকের মোহিনী তরঙ্গে আমি যখন ডুব সাঁতার কাটি আমার বুক ভরে যায় অসীম আনন্দে, আমার প্রাণ ভরে যায় অনাবিল তৃপ্তিতে। তোমার বুকের গভীরে আছে এক সাগর সুখ, আমি সেই সুখ খুঁজে পাই, আমার হৃদয় ভরে যায়অনিন্দ্য ভালোবাসায়। তোমার বুকের শীতল ছোঁয়ায় মনের অনল নিভে যায়, আমার ভুবন চত্বরে বয়ে যায় খুশির মৌসুমী, স্বপ্নের মেঘ এসে আমাকে ভিজিয়ে যায়, সবভুলে আমি ভিজতে থাকি – ভিজতেই থাকি। 
   যৌবনবতী পূর্ণিমা যেমন উপুড় করে ঢেলে দেয় তার সবটুকু জোছনাসুধা, তেমনিভাবে আমিও তোমার জন্য হৃদয় নি:শেষ করে ঢেলে দিয়েছি আমার সবটুকু ভালোবাসা। আমার বুকের দুরন্ত প্রেম সে শুধু তোমার জন্যই সুরক্ষিত, তোমার জন্যই গচ্ছিত, সঞ্চিত – তোমাকে তা দেওয়ায় এতটুকু কার্পণ্য নেই আমার। আমার অন্তরের এই যে ভালোবাসা সে একদিনকার নয়, তিল তিল করে মৌমাছিদের মধু আহরণ করার মতো জমিয়েছি, শুধু তোমাকে দেব বলে। তাই এ ভালোবাসা যে কেউ খুঁজলেই পাবে – এমনটি ভেবো না। আমার ভালোবাসা তোমাকে রাঙানোর জন্য, তোমাকে সিক্ত করার জন্য, তোমার বুকের গভীরে অমলিন প্রেমশিখা জ্বালাবার জন্য, তোমার চোখের কাজল করার জন্য-এককথায় তোমাকে আমার মনের মতো করে সাজাবার জন্য। তুমি আমার ভালোয় আছো, মন্দয় আছো, সুখে আছো, দুখে আছো, আনন্দে আছো, ব্যথায় আছো, সর্বক্ষণের সাথি রূপে হৃদয়ে আমার বন্দী আছো। তুমি আমার কল্পনায় আছো, ভাবনায় আছো, স্বপনে আছো, জাগরণে আছো, অনির্বাণ দীপশিখার মতো তুমি আমার অন্তরে আছো। তুমি আমার আশায় আছো, কামনা-বাসনায় আছো আমার চোখের চাওয়ায় আছো, বুকের গভীরের প্রত্যাশায় আছো। তুমি আমার কবিতায় আছো, গল্পে আছো, গানে-সুরে ছন্দে আছে। তুমি আমার পথ চলায় আছো, অবসর ক্ষণে আছো, তুমি আমার উত্সাবে আছো, উচ্ছ্বাসে-ব্যাকুলতায় আছো। তুমি আমার প্রেমে আছো, তুমি আমার ভালোবাসায় আছো। তুমি আমার আকাশে আছো, বাতাসে আছো, এককথায় তুমি আমার সারা ভুবন জুড়ে আছো। আমার ভালোবাসাকে আর পাঁচ জনের সঙ্গে মিশিয়ে দিও না, তোমার সঙ্গে আমার যে নিবিড়তা, যে প্রেম তা পার্থিব থেকে অপার্থিব পথের দিকে বহন করে চলেছে। তোমাকে ঘিরে আমার যে স্বপ্ন দেখা, তোমার দিকে মিষ্টি করে চাওয়া, তোমার সঙ্গে আলাপচারিতা-সবই তা তোমার অপরূপ সৌন্দর্যমাধুরীকে ছুঁয়ে দেখার অন্তহীন চেষ্টা, তোমার অসামান্য দেহবল্লরীর অনুপম রূপ-মাধুর্যকে হৃদয় ভরে উপভোগ করার দুর্বার আকুলতা! তোমার মধ্যেকার অনবদ্য সৃষ্টির অতল রহস্যকে আমার বুকের নির্মেঘ ভালোবাসা দিয়ে বরণ করে নেবার অনন্ত ইচ্ছা। সবকিছু তো সবার মধ্যে থাকে না, তোমার মধ্যে এমন কিছু সম্পদ আছে, যা মহীয়ান দীপ্ত, বৈদুর্যমণির মতো দ্যুতিময়, ঐশ্বর্যমণ্ডিত – তাকে আমার প্রাণ দিয়ে সম্মান-সমাদর জানানোর জন্যই তোমাকে আমার এই পাগল করা ভালোবাসা। 

🍂


16th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya
   Hiding your face in the bosom of your breast, I find the bliss of love - the gemstone that glows me, brightens and brightens me, makes me very happy, and makes me soft.  The bottom of your chest did not flinch: A small river flowing in the sound of the river - the river that is worn by the river of love - I find that suddha juice, drink that suddha, I feel comfortable, my thirst is satisfied.  May my life be renewed, I will be renewed.  Only the love and affection in the chest of your chest.
When the mystery of your chest drives me crazy - I want to unveil that mystery in the wake and put my head there, enjoying the beauty of the bosom of your life.  I think all the redness of the beauty is hidden there, all its elegance in the earth, to its extraordinary charm, is easily understood. What do you want to cover with your nakedness - what is it really?  Goes?  My eyes get stuck in there - so many times I get lost in the middle of your lovely chest, my dream is to go home there, build a paradise of love.
There is nothing left to say inside the chest, I have filled all the places with the love of love - so with great contentment I raise my hand to you, I try to fill your heart with my love.  You are the one - the one who is neither good nor base, who does not think for a moment - you are the base of all my happiness, the base of all peace.  The softness of your heart brings me peace of mind, my desires die in the love of your love, my heart is protected by your touch.  Your amorous paralysis seduces me, makes me a lover - your seat is everywhere in my chest.
   The deep shadows of your breasts in the intense shadows of my lips satisfy the thirst of my lips, the fire of my mind, the pain of life.  That is why I look forward to receiving the cool fortune of the lake with a big kangal heart.  In the chest of your chest a hundred percent of love, love kusumkali.  His likeness, aroma, sweetness make me drunk, dry me out.  After feeling soaked in the warmth of your chest, I feel the nectar of love, I get the utmost satisfaction, the comfort of the pie chest - the lake of love to me.
   You do not know what is in your heart when you come near, a severe storm in my chest, my heart fluttered in the attraction of a family - I touch you, face to chest - Amaruddha falls from your breast and drinks my endless thirst for understanding,  The vessel of love is filled with ears and ears, I cannot turn away from you. I feel that whatever you create is for me, my self in your laughter.  I narenuke float, stars in your eyes amarabhalobasara pratyaksakari image.  You have something in my words that cannot be explained.
The full moon moon was rising above the bamboo garden, the earth was floating in the light of its soft rays, this beautiful view!  Your picture was caught in the blink of your eyes, the smile on your face was just like the sweetest smile I've ever felt in my heart.  When you look at the moon, you remember your words, my mind is trying to get along with you, wishing to wander with you.  I woke up in the saddle with my head in my head and lost my dream, my wonderful body kissing my love.

Post a Comment

0 Comments