জ্বলদর্চি

অনামিকা তেওয়ারী ও সুকমল ঘোষ-এর কবিতা

অনামিকা তেওয়ারী ও সুকমল ঘোষ-এর কবিতা 

অনামিকা তেওয়ারী
কবিতায় মন


কবিতা আমার শহর ঘেঁষে
একফালি এক আকাশ।
আশমানী রঙের একটুখানি,     
মাখতে পারার আশ্বাস। 

কবিতা আমার সূর্যের দেশ
জ্বলন্ত  প্রতিবাদ। 
আখরভূমির কলমদানি
স্বাধীনতা নিখাদ।

কবিতা আমার মুক্ত মনের
দখিন খোলা বাতায়ন। 
ঝড় বৃষ্টি রোদের তাপে
কোমল মনের আবরণ।

কবিতা আমার রোদেলা জমিন
বর্ষা কাতর নদী। 
হিমেল হাওয়া বইয়ে দেওয়ার
চেষ্টা নিরবধি।

কবিতা আমার গ্রাম বাংলা
মেঠো পথের সন্ধান। 
মাঝি মাল্লার করুণ সুরে
ভাটিয়ালি এক গান।
 সুকমল ঘোষ
প্যারাবোলিক


স্ট্রিটলাইটের নিচে দাঁড়িয়েছিল সে। 
আলো এসে পড়ছিল ওর মুখে বুকে 
সর্বশরীর জুড়ে প্যারাবোলিক কবিতার সুখে । কালো মেয়েটির বুকের ভেতর সাপের
ফণা; চোখের ওপর ইশারার চুপকথা ।
সামনে দিয়ে চলে যাচ্ছে বাইপাস লেন, ছায়া কায়া মায়াজাল ইষ্টিকুটুম আউল-বাউল 
প্রেম । হেঁটে যাওয়া চোখের সারি,  পাশ ফিরছে,  উঁকি মারছে ; 
ফিরে দেখছে মুখপোড়া কেউ ।

স্ট্রিটলাইটের নিচে ঘুমিয়ে ছিলো সে।
চোখের পাতায় রূপকথা, 
বুকের ভেতর যমজ শিশু 
হাত ছুঁড়ছে, পা ছুঁড়ছে;
পেটের তলায় ভাত পুড়ছে। 
কোমর বেয়ে গড়িয়ে যায় 
কাকসকালে সাদা ফেনার এলোমেলো ঢেউ।।

🍂

Post a Comment

1 Comments

  1. অসংখ্য ধন্যবাদ🙏

    ReplyDelete