মেদিনীপুর শহরে প্রথম বার 3D অ্যানিমেটেড শর্ট ফিল্ম তৈরী হয়েছে। কয়েক জন যুবক যুবতী মিলে 'কনস্টেবল মাখনলাল' নামক এই ফিল্ম টি তৈরী করেছেন। ডিরেক্টর সুমনদীপ পান্ডের বক্তব্য অনুযায়ী আট থেকে আশি সব বয়সীদের কথা মাথায় রেখে এই 6 মিনিটের শর্ট ফিল্ম টি তৈরি করা হয়েছে। আজ থেকে পাঁচ বছর আগে কমিকস শিল্পী ডক্টর সায়ন পালের একটি এক পাতার কমিকস 'কনস্টেবল মাখনলাল' প্রকাশিত হয়েছিল সুমনদীপ পান্ডে সম্পাদিত 'আবার সাড়ে বত্রিশ ভাজা' পত্রিকার পাতায় । সুমনদীপ সেই সময়ে 3D অ্যানিমেশনের ছাত্র ছিল গল্পটি পড়েই তার মাথায় এটা নিয়ে একটি শর্ট ফিল্ম তৈরি করার চিন্তা আসে। সেইমতো চিত্রনাট্য লেখাও হয়ে গেছিল ।
যেহেতু অ্যানিমেশন একটা টিমওয়ার্ক এর কাজ এবং এই অ্যানিমেশনের মাধ্যমে সামান্য কিছু নড়াচড়া পর্দায় দেখাতে গেলেও অনেক গুলি বিভাগে অনেক দক্ষ শিল্পীর প্রয়োজন হয় কিন্তু সেই সময় লোক বল না থাকার কারণে সেই কাজ আর করা হয়ে ওঠেনি । বর্তমানে পাঁচ বন্ধু মিলে সেই না হওয়া কাজকেই আবার শুরু করেছে।
এই শার্টফিল্মটিতে মডেলিং ও টেক্সচারিং করেছেন অমিত মণ্ডল ও সুলেখা গরাই। অ্যানিমেশন করেছেন কার্তিক রাউল ও পায়েল চক্রবর্তী। লাইটিং,রিগিং আর কম্পোজিটিং করেছেন আমিত মন্ডল। এডিটিং, মোশন গ্রাফিক্স ও ডিরেকশন দিয়েছেন সুমনদীপ পান্ডে । প্রায় দু'বছর ধরে এরা ঘরে বসে নিজেদের চাকরীর সাথে সাথে কাজটি শেষ করেছেন।
3D animation সম্পর্কে দু-চার কথা
2D animetion এর ক্ষেত্রে যেরকম সমস্ত ছবি হাতে আঁকতে হয় থ্রিডি এনিমেশনের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সেরকম নয়
1 থ্রিডি অ্যানিমেশন এ সমস্ত চরিত্র তৈরি করতে হয় একটি বিশেষ সফটওয়্যার এর মাধ্যমে যার নাম মডেলিং করা
2. একবার এই মডেলিং হয়ে গেলে সেই চরিত্রটি কিরকম পোশাক আশাক পরবে তার গায়ের রং কি রকম হবে এই বিষয়গুলি তৈরি করতে হয় । এর নাম হল টেক্সচারিং
3. মডেলিং টেক্সচারিং হয়ে গেলে এর পরের ধাপ হল রিগিং এর মানে হলো এতক্ষণ যে মডেলটাকে তৈরি করলাম সেটাকে নড়াচড়া করার উপযোগী তৈরি করা
4. এরপরে আসছে অ্যানিমেশন এই বিভাগের কাজ হল সেই মডেলটিকে চিত্রনাট্য অনুযায়ী কথা বলানো হাঁটা চলা করানো এবং অভিনয় করানো
5. উপরোক্ত সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে দৃশ্যটিকে দেখার উপযোগী করার জন্য দরকার হয় লাইটিং আর কম্পোজিটিং এর
6. লাইটিং আর কম্পজিটিং হয়ে যাওয়ার পর টুকরো টুকরো দৃশ্যগুলোকে এডিটিং এর মাধ্যমে যুক্ত করে এবং তাতে সাউন্ড বসিয়ে পরিশেষে একটি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি করা হয়।
বর্তমান যুগে অ্যানিমেশন একটি সফল ও গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যম তাইতো বাংলা ভাষায় তৈরী এই শর্ট ফিল্মটি দেশে ও বিদেশে বিভিন্ন প্রতিযোগিতাতে যাবার কথা মাথায় রেখে তৈরী করা হয়েছে।
🍂
0 Comments