জ্বলদর্চি

২২ তম পর্ব/প্রেমকাব্য /মঙ্গলপ্রসাদ মাইতি

২২ তম পর্ব
প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি

এখনো যখন তখন বেশ অচেনা লাগে তোমাকে, বুঝে উঠতে পারি না-আসলে তুমি ঠিক কী। এই দুরন্ত আলোর মতো আমার বুকে ঝাঁপিয়ে পড়লে তো পরক্ষণেই ঘন কালো মেঘের আড়ালে নিজেকে লুকিয়ে ফেললে। এই বেগবতী নদীর মতো উচ্ছলা –চঞ্চলা তো একটু পরেই ধূ ধূ শুখা বালুচর। এই তোমার চোখের তারায় স্বপ্নের লালিমা তো খানিক বাদেই সেই চোখেতেই বেদনা একরাশ। এই তুমি বড়ো কাছে তো পরক্ষণেই মনে হয় আমার থেকেতুমি বহু যোজন দূরে অবস্থান করছো-যেন কয়েক আলোকবর্ষ দূরে নক্ষত্রের মতো। বুঝে উঠতে পারি না কেন এমন করো তুমি। হয়তো এসবই আমার ভালোবাসার ত্রুটি, তোমাকে তেমনভাবে ভালোবেসে উঠতে পারলাম না। 
   অদেয় কিছুই রাখনি তবু আরো লোভ জাগে তোমার কাছ থেকে এখনো কিছু পাবার, সাধ জাগে আরো কিছু নেবার। অনেক কিছুই দিয়েছ, তবু কেন জানি না মনে হয় আরো ভালো কিছু দেবার বাকি থেকে গেছে, চাইলেই পাব তা। বারে বারে এই ভাবনাই ছেয়ে ধরে তোমার কাছে আবদার করলে সব ঠিক পেয়ে যাব, আমাকে শূন্য হাতে ফেরাবে না, আমাকে নিরাশ করবে করবে না তুমি। সূর্যের আলোর মতো ছড়িয়ে দেবে তোমার অফুরন্ত ভালোবাসার রেণু, আর আমি তা হৃদয় ভরে কুড়িয়ে নেব, আমার কাছে এই রেণু তো এক একটি মুক্তোবিন্দু, বুকের মধ্যে সযত্নে তা গচ্ছিত রাখবো, তাই বোধ হয় এত লোভ এখনো তোমার প্রতি। ফুলের বুকে সুন্দর গন্ধ আছে তোমার বুকে সুমধুর প্রেম আছে ফুলের গন্ধ-তোমার প্রেম একই ভাবে আমার প্রাণ ভরে দেয়, আমাকে মাতাল করে তোলে। নদীর বুকে স্রোত আছে-উত্তাল ঢেউ আছে, তরঙ্গ আছে তোমার বুকেও আছে ভালোবাসার দুরন্ত ঢেউ নদীর স্রোত-তোমার বুকের ভালোবাসা একইভাবে আকর্ষিত করে, আমাকে ভাসিয়ে নিয়ে যায় এক অনির্বচনীয় আনন্দ মোহনায়। পাখির কন্ঠে গান আছে, তোমার বুকেও সুর আছে-পাখির কন্ঠের গান-তোমার বুকের সুর একইভাবে আমাকে ছন্দোবদ্ধ করে, আমাকে মোহিত করে, আমার অন্তরে এনে দেয় অফুরন্ত খুশির ঝরনাধারা। 
   তোমার ভাবনা আমাকে ব্যাকুল করে এখনো, মনের ঘরে যখন-তখন এসে কড়া নাড়ে, আমি বুঁদ হয়ে হারিয়ে যাই, এখনো তোমাকে ঘিরে স্বপ্ন দেখে আমার মন। ফুলফোটা বসন্ত, হরিত শস্যখেত, বারান্দায় হুমড়ি খেয়ে পড়া শরতের মিঠে রোদ, হিজলের ছায়াতল, ভরা শ্রাবণের বর্ষালি সন্ধ্যা, পাহাড়-সাগর-ঝরণা-নদী – প্রকৃতির যা কিছু অমল রূপ আমাকে তোমার ভাবনায় ভাবিত করে। মাঝরাত্তিরে ঘুম ভাঙিয়ে দেয় তোমার ভাবনা, অনেক আবেশে আবিষ্ট করে তোমার ভাবনা, তোমার ভাবনা ছুঁয়ে রচিত হয় এক সুন্দরের জগত্‍। আর এ সবই হয় একটিমাত্র আশায়-তুমি আসবে, তোমার সবুজ শাড়ির আঁচলে ঢেকে আমাকে দেবে তোমার হৃদয়ের উত্তাপ। এই বুঝি তোমার কথা শুনতে পাব তাই কান পাতি বাতাসে, এই বুঝি মেঘের ডানায় ভর করে উড়বে তোমার লাল শাড়ির আঁচল তাই চোখ রাখি আকাশে,এই বুঝি বাগানের কচি পাতা ছুঁয়ে ভেসে আসবে তোমার শরীরের সুঘ্রাণ তাই অনুভবের সব ক’টা দুয়ার খুলে বসে থাকি খোলা জানলার পাশে। আমি নিরন্তর তোমার ভাবনায় ডুবে থাকি, এক সমুদ্র স্বপ্ন আমার বুকের কিনারে আন্দোলিত হতে থাকে পলাশ ফোটা বসন্তের নির্মল সুখ নিয়ে মিষ্টি প্রেমের দ্যোতনায়। তোমার জন্য আমার প্রাণের মাঝে রয়েছে যে ভালোবাসা-সেই ভালোবাসা সুললিত ছন্দে গানের ভাষায় প্রভাত আলোর মতো ছড়িয়ে পড়ে। আমি তোমার মিষ্টি পরশ পাবার জন্য সজাগ হই, সচেতন হই; তুমি কখন আসবে, দাঁড়াবে আমার পাশে-শুধু এই একটি ভাবনাতেই মন আমার সদাই কাতর, সদাই আচ্ছন্ন!
   তুমি নদী হতে চাইলে আমার বুকের সবটুকু জমি তোমাকে আমি ছেড়ে দিতে পারি যাতে তুমি স্বচ্ছন্দে বয়ে যেতে পার। তোমার সুগভীর সোনালি স্রোতে যাতে ছায়া খেলা করতে পারে – পরম মমতায় তোমার দু’পাড়ে রোপণ করতে পারি আমার ভালোবাসার বট-অশ্বত্থ-তমালের সারি, কলমির বন, কাশের গুচ্ছ। তুমি যাতে শুকিয়ে না যাও - এক আকাশ বৃষ্টি হয়ে আমি ঝরতে পারি অনায়াসে ভরে দিতে পারি তোমার শুখা চর, প্লাবন চাইলে এনে দিতে পারি তাও। তুমি চাইলে তোমার জলে ছড়িয়ে দিতে পারি চাঁদ চিকচিক রূপোলি আলোর ঝিলিক, তুমি চাইলে একা সওয়ারি হয়ে ভাসাতে পারি আমার ছোট্ট ডিঙিখানি। হে সুন্দরী-তুমি কী নদী হবে?
   তোমার একটু ছোঁয়া পেতে বুকটা আমার কেমন করে। তীব্রবেগে ঝড় বয়ে যায় আমার ভালোবাসার ঘরে। চেয়ে চেয়ে আমার চোখ ক্ষয়ে যায় তবু তোমার দেখা পাই না। এক, সঙ্গীবিহীন আমার নিরব ব্যথায় প্রহর কাটে। তুমি বুঝেও যেন কিছু বোঝ না, দূরের তুমি দূর থেকেই পালিয়ে যাও। তোমার মিষ্টি সুধা তাই আমার পাওয়া হয়না, প্রেমের ক্ষুধা বাড়ে, কাঙাল প্রাণে কান্না ঝরে।  

🍂

22nd Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya

Yet when it seems so strange to you, I can't understand what you really are.  As soon as this light shook my chest, I soon found myself hiding behind a thick black cloud.  As high as this Begbati river, it is a little dry sandy sandal after a while.  This is the redness of the dream in your eyes, except for the slightest pain in the eye.  It seems to me that soon you are far away from my grandmother, as if a few light years away, like a star.  I do not understand why you do this.
Maybe all this is the fault of my love, I couldn't love you that way.
There is nothing at stake, yet more greed will still get something from you, and in the saddle you will take more.  You gave a lot, but I don't know why I think there is more left to give, I will get it.  If you hold on to this thought over and over and over again, you will be all right, will not return me empty-handed, and you will not disappoint me.  The molecule of your endless love will spread like the light of the sun, and I will pick it up in my heart, this molecule to me is a pearl, I will keep it carefully in the chest, so I feel so much greed for you.  There is a beautiful smell on the chest of the flower. You have a lovely love of the flower.  There are currents in the river, there is a surge of waves, there is a wave in your chest. The ripples of love. The flow of the river. The love of your chests attracts you in the same way.  There are songs in the voice of the birds, you have the tune in your chest - the lyrics of the bird's voice - the rhythms of your chest likewise rhyme with me, fascinate me, bring me endless fountains of joy in my heart.
   Your thoughts still hold me back, every time I come to my room, I shudder, I get lost in my mind, still dreaming around you.  Foliage spring, green fields, sunshine on the balcony, autumn sunshine, rainy evening of hijal, mountain-sea-fountain-river - whatever acidic nature of nature makes me think of you.  In the middle of the night, your thoughts are waking up, your thoughts are absorbed in many emotions, your thoughts are drawn into a beautiful world.  And all of this is in the hope of one thing - you will come, covering your green saree with the warmth of your heart.  I understand that I will listen to you, so your ears will be in the air, this understanding will fly on the wings of the cloud, your eyes on the red saree, so keep your eyes in the sky, this understanding will touch the leaves of the garden.  On the side  I continually sink into your thoughts, a sea dream begins to move in the bosom of my chest with the pure bliss of spring, in the love of sweet love.  The love that I have in my life for you - that love spreads like a dim light in the language of the song in melodious rhythm.  I am awake, aware, to receive your sweet parish;  When you come, will stand beside me - only this thought is in my mind, I am always overwhelmed!
 If you want to be a river, I can leave you all the land in my chest so that you can flow freely.  In the golden stream of your Sugavi so that the shadow can play - I can plant on my two sides with absolute mercy the rows of bot-aswatha-tamal of my love, myrtle forest, a bunch of glass.  So that you do not dry up - A sky can rain and I can easily fill your dry chars, I can bring them if you want a flood.  If you want, you can spread the moon in your water, and you can float alone as you wish.  What a beautiful river you will be?
How does my chest get you a little touch?  The storm raged in my love room.  My eyes are wasted with desire, but I cannot see you.  One, my companionship without companionship was in pain.  Even if you do not understand, you must flee far away.  Because of your sweet sudha, I do not get it, in the hunger bar of love, the poor cry in life.

Post a Comment

0 Comments