জ্বলদর্চি

রেবা সরকারের অপ্রকাশিত তিনটি কবিতা

রেবা সরকারের অপ্রকাশিত তিনটি কবিতা

ইচ্ছেগুলো

তোমার বাহুতে জড়িয়ে আমি পথ হাঁটি
এই হাঁটার মধ্যে সুখ আছে। 
 ধুলোয় মোরানো মাটির রাস্তা
 কথায় কথায় জমির আল ভাঙ্গে। 
 কৃষক বোঝে কঠিন রোজগার
সরলতার খাদ্যে মন ভরে। 

 মাটির গন্ধ বুক নিয়ে 
মাইলকে মাইল হাঁটা ঘোর বৃষ্টিতে ভেজা
 গ্রামের ছেলে মেয়েরা যেমন একসাথে ছেলেবেলা।

এখন পাকা পোক্ত পথে ছেলেবেলা ভুলে যাই
 বুকের ভেতর সোহাগ উথলে উঠলে 
পাকা রাস্তায় মুখ থুবড়ে মরি ।

🍂

যে আগুন ছিল

চোখের ভেতর থেকে যে আগুন ঝরছিল 
তার অভিমানে শুধুই যন্ত্রণা। 
দেবতাকে চোখে দেখা যায় না
কখনও নীরব শূন্যপথে হাত ধরে হাঁটা যায় না। 

আকাশে  টি টি পাখির ডাক। 
যে গাছে ফুল ধরে প্রথম ফুলে ভ্রমর 
তার অন্যথা নয়। 
 ঘাসের উপর পা ফেলে ফেলে ধরতে যাই
প্রজাপতি ডানা।


নদী সংলাপ

একটি নদী অন্তর জুড়ে সংলাপ রেখে যায়
নদী গর্ভে বালির নীরবতা
জলের উপর উচ্ছ্বসিত ঢেউ

কখনও কি বড় নদী দেখা হবে না?

আর দেখা হবে না--

অন্য এক নদীর বিভাব
পলি পড়া চোখ কাটাকুটি
ছক কষে আঁকা মন্থর গতি
ধরে রাখা বিধবা বিভাব।

Post a Comment

2 Comments

  1. খুব সুন্দর উপস্থাপন। প্রতিটি লেখা পাঠকদের সাড়া জাগায়। অভিনন্দন

    ReplyDelete
  2. অসাধারণ আধুনিক ভাবনায় ভরপুর কবি কথা।

    ReplyDelete