জ্বলদর্চি

সালেহা খাতুন ও সর্বজয়া আচার্য নন্দ-র কবিতা

সালেহা খাতুন ও সর্বজয়া আচার্য নন্দ-র কবিতা 

কবি জন্ম
সালেহা খাতুন

মনে রেখো কবি,
দেবোপমা তোমার মানসী নয় 
নিরুদ্দেশ যাত্রায় সে সঙ্গী হবে না তোমার,
তোমার ঘরে থাকা দুপায়ে ঠেলা
এককালের প্রেমিকাও নয় 
যে তোমার জীবনদেবতা হবে।

দেবোপমা তোমার মুখোমুখি বসতে পারে
বাক্যবাণে বধ না করে
নীরবে তোমার কবিতাকে হত্যা করে
নতুন কবিতা লিখতে পারে।

কবির প্রেয়সী হতে বয়েই গেছে তার
নেবে না আর তোমার গোপন জীবনের ভার
সন্তানসম কবিতারও জন্ম দেয় সে একা একা।
ডিম্বাণু শুক্রাণু জরায়ু ছিঁড়ে ফেলে
উঠিয়ে আনে নব শব্দমালা।


🍂



বোধন-বিসর্জন               
সর্বজয়া আচার্য নন্দ


যখন বেজেছে শঙ্খ হৃদয় মন্দিরে --
তখন ভাঙেনি ঘুম -- জাগেনি চেতনা...
   সে ধ্বনিতে বেজেছিল বোধনের সুর --
   সেই সুরে প্রাণের সূচনা...।
সেই প্রাণ ব'য়ে চলে দুর্বার গতিতে --
সে স্রোত দুরন্ত-দুর্নিবার...
   উদ্দাম গতিতে ফেরে জীবনের দ্বারে --
   সে গতি রোধে সাধ্য কার...?

এবার বেজেছে ঘন্টা অদূরে মন্দিরে --
আতঙ্ক ঘনায় কেন মনে অকারণে...?
   নিদ্রায়-তন্দ্রায় শুনি সে বিকট ধ্বনি --
   সেই ধ্বনি অন্তরে ভীতি টেনে আনে...।
নিমেষে স্তব্ধ হয় প্রাণের স্পন্দন --
এ কি বিসর্জনের ঘন্টা ধ্বনি...!
   শঙ্খ-ঘন্টা নিত্য বাজে সৃষ্টির মন্দিরে --
   সকলেই কান পেতে শুনি...।।

Post a Comment

0 Comments