জ্বলদর্চি

অমর সাহা ও সুমিত্রা মাহাত-র কবিতা

অমর সাহা ও সুমিত্রা মাহাত-র কবিতা 

সময়
অমর সাহা

মহীতে মৃত্যুমিছিল ; মিথ্যার ফুলঝুরি
চোরা স্রোতে বাধা পড়ে—কূটচালে চুরি ৷
এ অভাগা দেশেতে সবে করে রাজনীতি
অগ্রপশ্চাৎ না ভেবে সকলে চায় সুনীতি ৷
যেখানে পাপের ভাগ সেখানেই দুর্নীতি
অযোধ্যায় রামরাজ্যও হয়েছে দুর্নীতি ৷
রোদমাখা মহীতল সুপবন চায়
মহীতলে তলে তলে দুর্নীতি যে কুরে কুরে খায় ৷

পবিত্র গঙ্গা কাবেরী যে দেশের বুকে
শুনতেছি দিনরাত বাংলার বুকে
সেই দেশ কেন এতো ভরে যায় কুকীর্তিতে
ছোটো বড়ো সকলেই 'চোরচোর' বলতে
খেয়ে দেয়ে শুয়ে বসে কাটাতেছে বাংলা
কিছু দিন পরে সে হয়ে যাবে হ্যাংলা
সময় বড় শিক্ষক থমকে না থাকে
সততার বীজ বপনে দৃঢ়তার বুকে ৷

🍂


সোজা কথা

সুমিত্রা মাহাত

সবুজ দেখে মনে ভয়,
এই বুঝি তা শেষ হয়
খুব গরমে হাঁস ফাঁস,
বাঁচার আর নেই যে আশ
জীব জন্তু , রঙীন পাখি,
আর পাবোনা দেখতে নাকি?
মানুষ করে দূষণ একাই -
বাকিদের সে ক্ষমতা নাই;
একার দোষে শাস্তি পাবে
কেনো সবাই , বলো ভেবে?
নরম ,শীতল ,স্নিগ্ধ , হাওয়া,
ফুলের গন্ধে বেপরোয়া, 
জুড়ায় শরীর , জুড়ায় মন
উধাও নাকি সে এখন?

Post a Comment

0 Comments