জ্বলদর্চি

মলয় সরকার ও বিরূপাক্ষ পণ্ডা-র কবিতা

মলয় সরকার ও বিরূপাক্ষ পণ্ডা-র কবিতা 
কথা ছিল
মলয় সরকার


এই মেঘলা দিনে বার বারই মনে পড়ে
তোমার বুকের গোপন ওমের কথা,
দিনের সূর্যের সব ঊষ্ণতা জমা সেই 
সুক্তির অন্দরে-

কথা ছিল, হাওয়া দেবে, বইবে ঝোড়ো বাতাস
একটি একটি করে ঝরে যাবে মরা পাতা 
আর গান গেয়ে উঠবে সবুজ ধান গাছের চারারা।
সব মেঘের জঙ্গল সরিয়ে 
কাকলি উঠবে পারুলের বনে বনে-

কথা ছিল, দখিনা বাতাস এনে দেবে 
সবুজ মলয়ের ছোঁয়া মাখা নীলাভ ওড়না,
নীলকণ্ঠ পাখী এনে দেবে তার ঠোঁটে
বাসন্তী রঙা ভোরের ভৈরবী,

আর আমি!
আমি সেই ওড়নায় মাথা ঢেকে খুঁজে নেব
আমার প্রিয় উষ্ণতা।

কথা ছিল-


🍂

পরানবন্ধু
বিরূপাক্ষ পণ্ডা

গহন রাতে মাদল পেটায় কে রে হৃদয় ?
তুই কি জানিস প্রেমসাগরে দু'কুল  জুড়ে টাকার দেমাগ !
যা চলে যা মাদল পেটা অন্য কোথা একলা ঘরে ।

সাতসকালে ঘুম ভাঙা গান গাইছে কে রে ও মন সোনা ?
তুই কি জানিস প্রেম এখন ভ্রান্ত সাঁতার, রক্তধারা !
যা চলে যা ঘুমভাঙা গান গাইবি একা নদীর চরে ।

দুপুরবেলা বৃষ্টি সোহাগ কে বিলোয় রে ও প্রাণসখা ?
তুই কি জানিস প্রাণে এখন বিজ্ঞাপনের তুলোধোনা !
যা চলে যা সোহাগ নিয়ে পাঁচতারা মল দখিন দুয়ার ।

Post a Comment

0 Comments