জ্বলদর্চি

সুকমল ঘোষ ও রাজর্ষি রায়-এর কবিতা

সুকমল ঘোষ ও রাজর্ষি রায়-এর কবিতা 

বৃত্তকাল          
সুকমল ঘোষ

কিছুটা দূরত্ব রেখেই শশীকান্ত তার বৃত্ততে থাকে। আলো-আঁধারিতে ছবি আঁকে, মিস্টিবেলার রঙ দেয় মেঘ ,রঙ দেয় ছায়া , তুলিরা নিজের ঢঙেই ঘুরে বেড়ায় জলকণার আনাচে কানাচে। ক্যানভাসে এক একটা ছবি শিরোনাম লেখে ; চলে যায়,সরে যায়; সরে সরে একটা বৃত্ত করে। একের পর এক,একের পর দুই ...। একটা ঘামশরির,একটা ভাতফুল
একটা মাথাহীন পাখি, দুষ্টুবেলা কিতকিত ল্যাম্পপোস্টে লটকানো সংসার; টিক্ টিক্ টিক্ টিক্, ক্রমাগত চলতে চলতে বৃত্তকে সম্পূর্ন করে। শশীকান্ত পেটের ভেতর খিদের পুঁটুলি বেঁধে ঘুমিয়ে পড়ে;সে নিজেই জানেনা। তারপর একটা সকালের মায়া আসে। 

বিষাদ-সরণী
রাজর্ষি রায় 

একদিন সমস্ত আকাশ  সরে যাবে
 চোখের সামনে থেকে-
 একদিন সমস্ত বাতাস বয়ে গেলেও,
গায়ে কোন অনুভূতি জাগবে না আর 
একদিন সমস্ত আলো নিভে যাবে 
বিকেলের নক্ষত্রের কাছে-
 তখন তুমি কি করবে যাপনিকা? 

তখন তোমার সমস্ত অনু-পরমাণু চুল্লির সামনে 
একক একমাত্রিক রেখায় উদ্ভাসিত হতে থাকবে 
অনন্ত নীলিমায় আর দিগন্ত জুড়ে নামবে
 বিষাদ সরণী 
তবু আনন্দের লীলা চলতে থাকবে 
অনবরত গাছের পাতায় পাতায়
 মহাশূন্যের শূন্যতার নিয়মে-অসীম...

Post a Comment

0 Comments