যদি আকাশ কাঁদে!
মায়া দে
ওলোট পালোট শব্দের ছোঁড়াছুঁড়ি
তুমুল বৃষ্টিতে ভিজছি দুজন।
কেউ কাউকে জিততে দেবনা। আবার হারাতেও না।
হারিয়ে ফেলা সহজ তো নয়!
যতোটা পথ পেরিয়ে এসেছি,
ততো মেখেছি গায়ে দাগ ছোপের গন্ধ।
বৃষ্টিতে ভিজেও শরীরময় এতো দাগ!!!
কঠিন সময়ে নদীর মতো শরীরও পথ হারায়
শুকিয়ে খাক হয় নদীর বুক
সবকিছু ছেড়ে ফেরার পালা।
তবুও ভাবি, এই বুঝি বলবি ---একটু দাঁড়া। কোথায় যাবো বল?
ভাঙা ভাঙা স্বপ্ন চোখে --
অথচ তখনো উঠোন জুড়ে বেলি চামেলীর সুঘ্রাণ
কি হয় এতো রূপে? কী হয় এতো ঘ্রাণে?
চায়ের কাপে চুমুক দিই
ভাবতে ভাবতেই সন্ধ্যা নামে ঝুপ।
🍂
আরও পড়ুন 👇
ব্যর্থ আলো
সোমদত্তা
নিঝুম সন্ধ্যেটা তখন রাত ছুঁই ছুঁই,
টিপটিপে বৃষ্টিটা একটু করে বাড়ছে।
ল্যাম্পপোস্টের আলোছায়া নিজেদের ই অচেনা লাগছে।
মেয়ে টা একা হাঁটছে।
গলির মুখে দাঁড়িয়ে যায় মেয়ে,
এখানেই দাঁড়াতে বলেছিল সে....
কতগুলো ছেলে শিস দিতে দিতে চলে যায়,
বোধহয় একটু ছুঁয়ে যায়।
চমকে উঠে মেয়ে, এতক্ষণ কার জন্য দাঁড়িয়ে সে,
বৃষ্টি নয়, চোখের জলে ভিজছে,
অন্ধকারে ডুবছে,অবিশ্বাসে পুড়ছে,
অন্ধকারে আবছায়া সে...
অচেনা অনেকটা...
মশাল জ্বালো মেয়ে, নিজের আলো
1 Comments
দুটো কবিতাই আমার কাছে বেশ ভাল লেগেছে,,,, আরও লেখা ওনাদের কাছ থেকে চাই,,,দুই লেখিকাৰ জন্য রইলো আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা,,,জয় মা মঙ্গলা জয় ভৈরব🌹🕉️🌹
ReplyDelete