জ্বলদর্চি

৩২ তম পর্ব /প্রেমকাব্য/মঙ্গলপ্রসাদ মাইতি

৩২ তম পর্ব
প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি


কবি, তুমি লেখো, নির্মল জীবনের কথা লেখো, অনেক বেশি বেশি করে লেখো;  আমি তোমার পাশে আছি, সর্বক্ষণের জন্য পাশে আছি। লেখক, তুমি লেখো, মহত থেকে মহত্তর জীবনের গল্প বেশি বেশি করে সৃষ্টি করো; আমি তোমার সওয়ারি হয়ে থাকব আজীবনকাল, অনন্তকাল। তুচ্ছ চাওয়া আর সামান্য জেদের কাছে পরাজয় মানব না কোনকালেই। কথা দিলাম – আমি তোমায় হারিয়ে যেতে দেবো না। তোমার ভালোবাসা ছুঁয়ে পেয়েছি খুঁজে আমার ভালোবাসার মাঠ, পেয়েছি খুঁজে ফুল-পাখি-প্রজাপতি ভাসা মেঘ, নীল আকাশ পরিপাট। তোমার ভালোবাসা ছুঁয়ে পেয়েছি খুঁজে আমার স্বপ্নজড়ানো রাত, পেয়েছি খুঁজে ঝলমলে সোনারোদ মিঠে আলো, প্রসন্ন প্রভাত। তোমার ভালোবাসা ছুঁয়ে পেয়েছি খুঁজে কবিতার সুর একরাশ, পেয়েছি খুঁজে ছুটে চলা এক নদী বুকে যার কেবলই জলোচ্ছ্বাস। 
   মনটা কেন এখনো যখন-তখন হু হু করে ওঠে? বুকের ভিতরটা কেন এখনো যখন-তখন তীব্র বেদনায় হাহাকারে বিদীর্ণ হয়? কেন মর্মে মর্মে এখনো পীড়াবোধ করি? অন্তরে আমার এ কী জ্বালা? হৃদয়ের গভীরে এখনো কেন কান্না ঝরে পড়ে? কেন নেমে এলো আমার খুশির জীবনে, আনন্দভরা চিত্তে বিক্ষুব্ধ ঝঞ্ঝাকাল? সুনীল আকাশে বিষাদ মেঘের ছায়া? কার জন্যে! কার জন্যে!! আমার ভালোবাসা পথ চেয়ে বসে থাকে তোমার ভালোবাসাকে একটিবার নয়ন ভরে দেখবে বলে, শুধু একটিবার তার পরশ নেবে বলে। তোমার ভালোবাসার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক এতটাই নিবিড়, এতটাই সম্পৃক্ত আবেগঘন যে এক একসময় আলাদাই করা যায় না।আমার ভালোবাসা তোমার ভালোবাসার 
ছোঁয়া পেলে খুশিতে ডগমগ হয়ে যায়, স্বপ্ন রঙিন ছবি আঁকে, হৃদয়ের তলদেশে আনন্দের দামামা বাজায়।তোমার ভালোবাসায় আমি আমার প্রেয়সীর মূর্তি দেখি, আমার মানসীর স্পন্দন অনুভব করি, তার অপরূপ বর্ণময়তা, রূপলালিমার ছায়া প্রত্যক্ষ করি - তোমার ভালোবাসা নদীর জোয়ারের মতো আমাকে এক অচিনদেশে নিয়ে চলে যায় – যা আমি বহুকাল ধরে কামনা করে এসেছি। তোমার একটুখানি পরশ সে আমার পরম প্রাপ্তি, আশ্চর্য এক সুখের দেশে পৌঁছে যাওয়া, কতকাল পরে যেন আনন্দময় জগতের সন্ধান পাওয়া। তোমার পরশে বুঝি জাদু আছে তার একটুখানি ছোঁয়া পেলে আমি যেন বর্তে যাই, মনের মধ্যে ঝিকিমিকি মুক্তোর দ্যুতি ছড়িয়ে পড়ে, এক আলোকিত স্বপ্ন এসে আমাকে ভাসিয়ে নিয়ে যায়, আমার অনেক কিছু কত কিছু পাওয়া হয়ে যায়।তাই তোমার একটুখানি পরশ পাবার জন্য আমি উদ্বেল হই, আমার কাঙাল অন্তর শুধু চেয়ে বসে থাকে তোমার প্রতীক্ষায়। আমার কাজ শেষ হয় না, একই কাজ বারবার করতে থাকি, তুমি না আসা পর্যন্ত, তোমার হাসি না দেখা পর্যন্ত আমি শান্ত হতে পারি না, আমার বুকে বাড়তে থাকে কেবলই ছটপটানি। 
   আমার প্রেম আমার সাথে আজ দেখা করে গেল, শুধু দেখা নয়, একান্তে কথা কয়ে গেল-অনেক কথা, বহু কথা-
শুধু কথা নয়, আমাকে সে দিয়ে গেল তার মধুর পরশখানি, আমার চোখে চোখ রাখল, আমার ঠোঁটে ঠোঁট রাখল, স্বপ্নের চুম্বন এঁকে দিয়ে গেল আমার প্রশস্ত ললাটে। আমাকে সে নতুন করে বুঝিয়ে দিয়ে গেল প্রেম কতখানি সুন্দর হতে পারে, প্রেম কতখানি লালিত্যময় হতে পারে, প্রেম কতখানি রমণীয় হতে পারে, প্রেম কতখানি নদী হতে পারে। আমার এই প্রেম আমাকে আরো বুঝিয়ে গেল প্রেম-প্রেমই, প্রেমের বিকল্প প্রেমই। তোমার বুকের মায়াঘন প্রেম, অনন্য রূপমাধুর্য-আমাকে পাগল করে দেয়, উন্মনা-আকুল করে তোলে, ইচ্ছে করে তোমার ওই শোভন-সুন্দর পেলবভূমিতে  মাথা রেখে হারিয়ে যাই, শান্তির পরশ মেখে এক ঘুম ঘুমিয়ে নিই। যদি ভাবো, এ আমার আবেগের কথা, ভাবতে পারো-একই সাথে এটাও জানবে এ আমার প্রাণের কথাও। এর সাথে জড়িয়ে আছে আমার অন্তরের সোনালি স্বপ্ন, বুকের সঘন প্রেম। হৃদয়ের আকুল করা ভালোবাসা। এ ভালোবাসা প্রভাতের মত নির্মল, সুনীল আকাশের মতো উদার, সাগরের গভীরতার মতোই সত্য, পাহাড়ি ঝরনার মতো চঞ্চল, বসন্তের কৃষ্ণচূড়ার মতোই রঙিন, বর্ণময়। এ ভালোবাসা বটের ছায়ার মতো স্নিগ্ধ, শীতলময়। এ বুকের প্রেম নিয়েই তোমার প্রেমভরা বুকের ঘ্রাণ নিতে চাই। 

🍂

32st Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya

Poet, you write, write about pure life, write much, much more;  I'm by your side, forever.  Writer, you write, create more and more great life stories;  I will be your ride forever, forever.  Trivial desires and little zeal will never be defeated.  I promised - I will not let you get lost.  I have found your love, I have found the field of my love, I have found flowers, birds, butterflies, floating clouds, the blue sky is tidy.  I found your love, I found my dreamy night, I found the glittering golden light, the happy morning.  I have touched your love, I have found the melody of the poem, I have found a rushing river in my heart, which is only a tidal wave.
    Why is the mind still hu-hu sometimes?  Why is the inside of the chest still torn with intense pain from time to time?  Why do I still feel pain?  What irritates my heart?  Why do you still cry deep in the heart?  Why did my happy life come down, with a happy heart?  The shadow of sadness clouds in the blue sky?  For whom!  For whom !!  My love sits on the path saying that it will look at your love once with its eyes, only once will it embrace it.  My love affair with your love is so intense, so saturated emotion that no one can be separated at once. My love is your love
 When you touch it, you are overwhelmed with happiness, dreams draw colorful pictures, joy plays in the bottom of your heart.  Gone - which I have longed for.  Your little kiss is my absolute receipt, to reach a wonderful land of happiness, to find a happy world after a while.  Realizing that there is magic next to you, when I touch it a little bit, I feel like I'm moving, a glittering pearl shines in my mind, an enlightened dream comes and takes me away, I get a lot of things. So I am overwhelmed to get a little touch from you,  My poor heart is just waiting for you.  I don't finish my work, I keep doing the same thing over and over again, until you come, until I see your smile, I can't calm down, my chest only grows restless.
    My love met me today, not just met, talked privately-many things, many things-
 Not only that, he passed me his sweet kiss, put his eyes on my eyes, put his lips on my lips, kissed the dream on my wide forehead.  He made me understand anew how beautiful love can be, how beautiful love can be, how beautiful love can be, how much love can be a river.  This love of mine made me understand that love is love, love is an alternative love.  The enchanting love of your bosom, the unique beauty of the breasts - drives me crazy, makes me anxious, makes me want to get lost in that beautiful palabbhumi of yours, take a nap in peace.  If you think, this is about my emotions, you can think - at the same time you will know this is also about my soul.  Involved with this is the golden dream of my heart, the intense love of the chest.  Heartfelt love.  This love is as pure as the morning, as generous as the blue sky, as true as the depth of the s
, as fickle as a mountain spring, as colorful as the black peak of spring.  This love is as soft and cool as the shadow of a bot.  I want to take the scent of your loving chest with the love of this chest.

Post a Comment

0 Comments