জ্বলদর্চি

নীলার কিছু কথা কবিতায়...পর্ব ৬/কমলিকা ভট্টাচার্য

গুচ্ছ কবিতা 
****************
নীলার কিছু কথা কবিতায়...
পর্ব ৬
কমলিকা ভট্টাচার্য 
*********************
নীল আকাশের গল্প
 
আকাশ! আজ জানো খুব মেঘ করেছে,
কিন্তু গুমোট করা নয়,
আমার শরীরকে ছুঁয়ে যাচ্ছে একটুকরো মিষ্টি হাওয়া,
ওর গন্ধে তোমার ছোঁয়া লেগে আছে,
বৃষ্টিকে তাই একটু সবুর করতে বলেছি,
আজ প্রাণ ভরে তোমার আদর মাখছি আমি।

আজ উইন্ড চেইনটা এত সুন্দর সুরে বাঁজছে,
টিং টিং টিং… যেন এক অজানা গান,
তুমি তো জানো, আমি গান গাইতে পারিনা,
না হলে তোমাকে ঠিক শোনাতাম সেই অচেনা সুর।
তুমি বলো, “ কে বলে তুমি গাইতে পারো না?"
আমার কণ্ঠে নাকি মিশে থাকে এক আশ্চর্য মায়ার সুর ,আমার চোখের গান,
তোমার হৃদয় জুড়ে প্রতিদিন বাজে, সুর মেলে সুরের সাথে।

আমি চুপ করে থাকি,
আমার চোখের জলে ভিজে যায় চিবুক
তুমি থাকলে ঠিক বলতে " এতো চোখের জল নয় মুক্তো ,আমার রানীর সুন্দর মন মুক্তো বেলায়।"

আমি সত্যিই কিছু পারিনা…
তবু তুমি আমায় ভালোবাসো,
তুমি বলেছিলে, আমার নাকি একটা সুন্দর মন আছে,
সেই মনই নাকি তোমায় টানে।
কিন্তু আজ কেন তবে সেই মনটা টানেনা তোমায়?
আমার মনটা কি খুব খুব বিশ্রী হয়ে গেছে???


বৃষ্টিটা এবার শুরু হলো, তোমার কথার মতো নরম,
আমি জানি তুমি আর দূরে নও, তুমি আছো আমার খুব কাছেই,
বৃষ্টির ফোঁটার মতো, আমার প্রতিটি কথায়, প্রতিটি নিঃশ্বাসে,
তুমি আছো…
তোমার ছোঁয়ায়, তোমার মিষ্টি কথায়,
তুমি ভালোবাসো আমায়, এইটুকু জানলেই বেঁচে থাকার রসদ মেলে,
বৃষ্টি আর হাওয়ার মাঝে আজ আমি খুঁজে পাই আমাদের নীল আকাশের গল্প।
******†***********
গুমরে ওঠা মন


গুমরে ওঠা মন  
আগ্নেয়গিরি হলে রক্তকথা  
ঠান্ডা হলে মাটি হবে নানা খনিজে পরিপূর্ণ কবিতা।  

গুমরে ওঠা মন 
নরম গোধূলি সূর্যের আঁচ 
আকাশে গভীর লাল রং  
তবু আলো ঝর ঝর দিনের কবিতার পূর্বাভাস।
 
গুমরে ওঠা মন  
বিদ্যুতের ঝলকানির ঝাঁঝ  
ফাঁকা কলসির আওয়াজ  
খালি কবিতা বাজে পুড়বে না গাছ।

গুমরে ওঠা মন  
মেঘের মতো ঘনায়,  
বৃষ্টি হয়ে ঝরে পড়ে কাগজের পাতায়।
  
গুমরে ওঠা মন 
শূন্যতার ঘূর্ণি, মনের গভীরে চঞ্চল স্রোত,  
মাঝে মাঝে আসে কালবৈশাখী ঝড়ের মতো।

গুমরে ওঠা মন  
নক্ষত্রের মতো হয়ে বিস্ফোরিত  
আকাশে ছড়িয়ে পড়ে আলোর কণিকা,  
আঁধারের মাঝে উজ্জ্বল কিছু বাক্য।

গুমরে ওঠা মন
 যখন সমুদ্রের ঢেউ,  
অবিরাম আঘাত হানে তীরে,  
প্রতিটি ঢেউয়ে লেখা থাকে কিছু কথা,  
প্রতিটি গর্জনে ফোঁটে কিছু হিরে।

গুমরে ওঠা মন  
যখন হয় চাঁদের আলোর জ্যোৎস্না
স্নিগ্ধতার স্পর্শে ঝলমল করে উঠে  
মনের গভীরের কিছু অব্যক্ত কথা।

গুমরে ওঠা মন 
কখনো গ্রীষ্মের রোদ্দুর,  
কখনো বা শীতের কুয়াশা,  
প্রতিটি ঋতুতে রঙ বদলায় তার,  
প্রতিটি ভাবে ফোটে এক নতুন কবিতা।

গুমরে ওঠা মন  
প্রান্তরের হাওয়ায় যায় ভেসে ,  
নতুন নতুন স্বপ্নের ডানা মেলে,  
উড়ে চলে অজানা এক দেশে।

গুমরে ওঠা মন যখন ঝর্ণার জলের মতো  
স্বচ্ছ, নির্মল, আর বন্য,  
প্রতিটি ফোঁটা যেন এক এক টুকরো  
কবিতার প্রাণ,শুদ্ধতা আর সৌন্দর্য্য।

এমনই এক গুমরে ওঠা মন  
কখনো থামে না, থামতে জানে না,  
শুধু চলে, কেবলই সৃষ্টি করে  
নতুন নতুন কবিতার ছন্দ।
*********************
চাইলে তুমি.. 


চাইলে তুমি হতে পারি আমি  বৃষ্টির দিন ঝরা  
মনমরা মনে জাগিয়ে দেব আনন্দেরই ধারা।

চাইলে তুমি হতে পারি চাঁদ, কলঙ্ক গায়ে মেখে  
বল যদি রাখবে আমায়, মনের সিন্দুকেতে।

চাইলে তুমি হতে পারি নদী, পাথরেও পথ কেটে  
বল যদি হবে বাউল হাওয়া, ঢেউ তুলবে বুকে।

চাইলে তুমি হতে পারি ফুল, দেব সুবাস ভরিয়ে  
যদি বল হৃদয়ের ফুলদানীতে রাখবে আমায় সাজিয়ে।

চাইলে তুমি হতে পারি আমি প্রদীপের জমা ঘি,পড়ব গলে গলে  
বল যদি হবে সলতের আগুন, উষ্ণতা দেবে ঢেলে।

চাইলে তুমি হতে পারি গান, বাজব তোমার সুরে  
বল যদি সাত সুরে বাঁধবে আমায়, জীবন-বীণার তারে।

চাইলে তুমি, হতে পারি আমি  দুটি চোখের পাতা, কাঁপবো তিরতির  
বল যদি হবে তুমি আমার, সব সুখের মীর।

চাইলে তুমি হতে পারি তোমার ,ছেয়ে যাব মনে মনে  
বল যদি তুমি কিনবে আমায়, ভালোবাসার ধনে।
*********************
আমি আর আকাশ

আকাশ
আকাশ আমার 
আকাশ আমার সাধন 
আকাশ আমার ছন্দ কবিতার 
আকাশ আমার হারিয়ে যাওয়ার কিছুক্ষণ
আকাশ আমার প্রাণের বন্ধু কথা বলবার
আকাশের বুকে আমিইতো  জলভরা মেঘের রানী
আকাশের আমিইতো  একলা রাতের শুকতারা
আকাশের আমিইতো আলোর ঝলকানি
আকাশের আমিই রঙফোয়ারা
আকাশেরই আমি
শূন্যতা।

Post a Comment

0 Comments