নৈঃশব্দ্য
প্রতাপ সিংহ
কথা নেই, কথা নেই,
শব্দ গড়িয়ে গড়িয়ে কোন্ অতলের দিকে
কে জানে!
সারাদিন শুধু ভিতরে ভিতরে
অকারণ বৃষ্টি পড়ছে, মেঘ জমছে,
বৃষ্টির পর রামধনু উঠছে,
জানলার 'সামনে সোজা সটান হয়ে
দাঁড়িয়ে আছে একটা নিঃশব্দ,
ডাকছে কাউকে, আমাকে নয় তো?
আমি একটা মেঘভাঙা আলোয়
নিঃশব্দকে অনুসরণ করি!
🍂
আরও পড়ুন 👇
মুখোশ
শম্ভুনাথ শাসমল
সরল মুখের প্যাঁচটা সহজ নয়
কপালে আঁকা তিলক তির হয়ে বেঁধে
শান্ত চোখের দুষ্টুমিতে মনে কাঁপন ধরায়।
মুখের মিষ্টি বুলি তো মিছরির ছুরি
নীরবে রক্ত ঝরায় চোখে আর
আঁকতে চায় আলপনা রক্তপ চারদিকে।
সকাল সন্ধ্যা কৃষ্ণ সেবা অনিষ্ট চিন্তায়
সুখ পাওয়া কি মুখের কথা ভন্ড তপস্যায়
একুল ওকুল দুকুল গিয়ে ভাসল দরিয়ায়।
দশটা বছর মন দিয়েও সিঁথি তবু ফাঁকা
সানাইয়ের সুরে ঘরে আসে নববধূ
প্রেমটাও তবে ফাঁকা পোক্ত হয়নি এতদিনে।
কিন্তু ছাড়ার পাত্রী নয় সে
হয়তো কোনো তুকতাকে
0 Comments