জ্বলদর্চি

অনিন্দিতা শাসমল ও বিনোদ মন্ডল-এর কবিতা

অনিন্দিতা শাসমল ও বিনোদ মন্ডল-এর কবিতা 

কথা ছিল
অনিন্দিতা শাসমল

কৃষ্ণা প্রতিপদের চাঁদ গাছের পাতার ফাঁকে অপলক জেগে ;‌ তার  নরম আলোয় ভেসে যাচ্ছে চরাচর।

কথা ছিল,কোনো অরণ্য বাংলোর সামনে , খোলা আকাশের নীচে এই বানভাসী জোছনা মেখে ,জন্ম জন্মান্তরের ভালোবাসার‌ ঋণ রেখে যাবো আমরা...
কথা ছিল, সারারাত কবিতায় অবগাহন করবো দুজনে।
আরও কত কথা ছিল...

হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল দমকা হাওয়ায় , ঘন মেঘে  ঢেকে গেছে  চারদিক ;  জানালার বাইরে যতদূর চোখ যাচ্ছে--
শুধু গাঢ় অন্ধকার।

🍂

ছাতি
বিনোদ মন্ডল 

তৃষ্ণায় ফেটে যাচ্ছে ছাতি।
আকাশ থেকে মেঘ উধাও
উদাসীন পলাতকা বধূটি সে।
ভালোবাসাহীন ভুবনগ্রহ। 

দুর্বার ভরকেন্দ্র  ফোঁপরা কেন? 
ডেঁয়ো পিঁপড়ের ইমোশনাল বন্ড;
আজানের পর রাস্তায় নয় আর
যুগান্তের মাঠে আতিয়া-পাতিয়া। 

সেই যে বড় একা লাগে গানের দৃশ্যটি
সেই যে ফোপরদালালের গুটকা হাসি
সেই যে ইনকিলাবি কৃষ্ণকলির
বিজিত-লালিমা। দগ্ধ করছে আমাকে।

ভোর হেসে ওঠে ডাগর হাসিনা।
আমলকি শাখায় দুরন্ত পাপিয়া 
লাল পাঞ্জাবিতে মদালস খুসবু।
না। আমার জীবন বিমা নেই। 

একটু সাইড দেবেন প্লিজ। 
একটা কদম লাগিয়ে দি' বরং।
সাজুক মেঘ মেলার কিশোরী --
আষাঢ়স্য প্রথম দিবসে। 

এসো। জড়িয়ে ধরো। হে সান্দ্র --
তৃষাতুর ছাতিমতলার মাটি।

Post a Comment

0 Comments