মঙ্গলপ্রসাদ মাইতি ও সুব্রত দাস-এর কবিতা
অনুধ্যান
মঙ্গলপ্রসাদ মাইতি
এ এক কঠিন অনুধ্যান
জীবনকে সঠিক রাখা।
চাষি ঠিক জানে জমি কতখানি
আবাদ করলে ফসল উৎপাদিত
হবে, সোনার ফসলে ভরে যাবে তার
খামার, গোলা। উৎপাদিত শস্যের
সংরক্ষণের কৌশলটাও সে
সঠিকভাবেই জানে আগামীতে
আবার ফসল ফলাবে বলে।
শুধু জানা হয়ে ওঠে না আমার
চলার পথটা ঠিক কি হবে।
🍂
শব্দ খুঁজে মরি
সুব্রত দাস
রাত্রি যখন নামে, বড়ই একলা লাগে
সবাই কেমন অনেক দূরে ভাগে
এমন কেন হয় যে এখন--
মনে হাজার প্রশ্ন জাগে।
শূন্যতা যখন ছায়ে, শব্দ খুঁজে মরি
আকুল হিয়া উথাল-পাথাল করে
আপন জনের লাগি।
রাতের আকাশ নানান তারায় ভরা
সবাই কেমন শূন্যে ভেসে চলে
তখন আকাশ পানে স্থির নেত্র মেলে
বিছানা ভাসে আপন চোখের জলে।
ঘুম তখন নেয় সে চুরি করে
মনে ভাবি এই তো আছি বেশ
তখন আরও অধিক ভালোবাসি
আপনা থেকেই দূরে যায় সব ক্লেশ।
কখন আমি ঘুমিয়ে পড়ি রাতে
ঘুম ভাঙ্গে নুতন ঊষার প্রাতে
স্বপ্নে দেখি রাত্রি নিঝুম হতে
0 Comments