নদীর মতো জীবন
নারায়ণ প্রসাদ জানা
একটা নদীর যেমন হয় মহান অন্তিম পরিণতি
অতলান্ত সাগরে মিশে অসীম হয়ে যাওয়া ,
একজন মানুষের ও ভীষণ দরকার
নদীর মত মরণ।
নদী যত সাগরের সান্নিধ্যে এগোয়
ততই উপলব্ধির দরজা খুলে যায়,
নুড়ি পাথরে ভারাক্রান্ত শ্লথ গতির পথকে
খেদহীন অবিচল লক্ষ্যে অতিক্রম করে
ক্লান্তিহীন পথ হাঁটা ,
মানুষও নদীর মত....
মানুষেরও প্রয়োজন নদীর মতো
একটা মহান মৃত্যু।
🍂
পুলককান্তি কর
কাবুলিওয়ালার দেশে
চাঁদ পড়লেই বিছানা জেগে ওঠে
জেগে ওঠে তোষক বালিশ সব
জেগে ওঠে ঘুমিয়ে পড়া পুঁথি
জেগে ওঠে ঘুমন্ত পল্লব
ঘুম কি হবে?
নিদ্রা অনেক ধারবাকী তো ছিল
অনেক কালের আস্তে আস্তে জমা
সে সব নিদ্রা উঠল ভীষণ জেগে
সাজিয়ে নিল ক্ষোভের, অভিযোগের
যত আছে সেমিকোলন, কমা
বলল সবাই, চাঁদ ডুবলেই ডুবি!
গ্ৰহণ নেব, আঁধার ও পূর্ণিমা
থাকুক সব এ।
থাকুক, থাকুক!
বলে উঠল রাতচরা এক পাখি
আওয়াজ শুনে জেগে উঠল গাছ
ভোরের জন্য সময় অনেক বাকী
ঘাই খাচ্ছে, ডুবছে আবার মাছ
কাল কী হবে?
যা হবে তা যেমন হচ্ছে হোক
তন্দ্রা চোখে চাঁদ দেখল কাক
ঘুমপাড়ানী কেউ কি জেগে আছে?
কাবুলিওয়ালার দেশে সবাই যাক
0 Comments