জ্বলদর্চি

একটি ট্রাম ও শোকগাথা /গৌতম বাড়ই

একটি ট্রাম ও শোকগাথা
গৌতম বাড়ই 

(কবি জীবনানন্দ দাশের প্রতি আজকের দিনের শ্রদ্ধার্ঘ রেখে ২২ অক্টোবর) 

তাঁর চোখে কোনও হারানো রাত্তির নয় 
রূপসীবাংলার কিংবা ধানসিঁড়ি জলের 
বুড়ি পেঁচাও ডাকেনি কোটরে 
মৃত্যুর কী স্বাদ হয় মহানগরের পড়ন্ত বিকেলে 
অথবা সন্ধের আলো- আঁধারে?
টুং-টাং ঘন্টির কানও ছিল তবে বধির এ জনারণ্যে!
বরিশালের মফস্বলে হেঁটে হেঁটে যেত সে এ রাজপথেও....

কতগুলো ভাঙাচুড়ো দূর্গ আর কিছু ব্যাথা বেদনার 
ডালি সাজানো থাকে কবিদের অন্তরে 
কবি তার থেকে শব্দের মালা গাঁথে 
যার অহরহ গমন হিজল বটের কোলে নক্ষত্রলোকে
তাকে কী চিনবে কেউ এই নশ্বরে 
তাই,
ট্রামের কান্না ঝুপ করে ঝরে পড়ে আকাশ-বাতাস ভরে
কবিতালোক ফাঁকা করে দিয়ে কবির 
অকাল  চলে যাওয়া অন্যভুবনে 
খুব মনে পড়ে ডিপোয় দাঁড়িয়ে স্থবির ট্রামের 
কিছু কিছু শোক খুব দামী হয় 
কিছু কিছু চলে যাওয়া বুকে বাজে গভীর সানাইয়ের সুরে

ফিরে ফিরে আসো তাই জীবনের আনন্দ নিয়ে কবি 
প্রতিদিন বারেবারে 
ময়দানে আজও খুঁজি কখনও পূর্ণিমারাতে 
জীবনানন্দ দাশের মহীনের ঘোড়াগুলি .........

Post a Comment

0 Comments