জ্বলদর্চি

গুচ্ছ কবিতা ৩(সঞ্চিত হৃদয়ে...)/কমলিকা ভট্টাচার্য

গুচ্ছ কবিতা ৩

সঞ্চিত হৃদয়ে...

কমলিকা ভট্টাচার্য 

 হেমন্তের গান

আমার মন গাইছে হেমন্তের গান,
তুমি কি শুনছো প্রিয়, সেই মধুর সুরের টান?
ঝরা পাতার শব্দে মিশে গেছে চুপচাপ ক্ষণ,
তোমার চেনা আঙ্গিনায় আজও জমে আছে মন।

হৃদয়ের ফাঁকে ফাঁকে হেমন্তের হাওয়া,
তোমার ছোঁয়ার অপেক্ষায় নিঃশব্দের চাওয়া।
রাতের স্তব্ধতাতেও তোমার স্মৃতি জাগে,
তুমি কি আসবে আবার, সে নীরব আশাগুলোর রাগে?



কবিতার প্রতিধ্বনি


এক অচেনা প্রভাতে কবিতার ক্লাস বসলো,
হৃদয়ের মঞ্চে বেজে উঠল নতুন শব্দের তাল।
আলো-ছায়ার খেলা ছাড়িয়ে,
শব্দেরা ফোটাল রূপকথার রং।
কবিতা, যে বেগবতী, সে তো চলে অবিরাম,
অথচ বয়স তাকে স্পর্শ করে না।

কবি খুঁজছেন অনন্তের ঠিকানা,
প্রতিটি লাইন ছুঁয়ে যায় অসীমের অঙ্গুলি।
নির্বাসিত সূর্য যেন নতুন ভোরের সাক্ষী,
শরতের পাতা নাচছে বৃষ্টির রিমঝিমে।
তুমি আমি, আমরা মিলে
কথার রোশনাই ছড়ালাম নতুন আকাশে।

মঞ্চের সাদা আলোয় বোনা হলো
অস্পষ্ট ইডেনের প্রান্তর,
তবু সময়ের শিকড়ে জমা হলো
একটি অসম্ভব কবিতার সম্ভাবনা।
কোনো ব্যাকরণ মানা না মানার দ্বন্দ্ব নেই,
শুধু শব্দেরা ভাসছে শূন্যে
চাঁদের মত ঝরে পড়ছে অন্তরে।

তবু কবিতা থেকে যায় তার শাশ্বত রূপে,
দর্শকের কান ছুঁয়ে যায় তার অনন্ত কলতান।
কবির নির্মাণে গাঁথা এই অসীম অক্ষরগুলো
ফিরে আসে বারবার,
মিশে যায় হৃদয়ের সমুদ্রে
প্রজাপতির ডানার স্পর্শে।

🍂


 অলক্ষ্মীর রূপকথা

কেউ মনে রাখেনা
জানি কোন দায় নেই 
কতটা পথ পেরিয়ে
শুধু 
কথা রাখতে সে এসেছিল 
কিন্তু সবাই লক্ষ্মী কে চায় 
অলক্ষ্মী কে কেউ চায় না
কেউ তাকে ঘরে ডাকেনা।

নীল সায়রের কূলে রোজ ছুটে আসে সে
ঝিনুকগাড়ীতে চেপে
দূর থেকে দূরে চেয়ে থাকে 
যদি তার দেখা পায় সে।
সন্ধ্যে গড়িয়ে চাঁদের ডিউটি লাগে
কালো পেঁচা অলক্ষ্মী কে ঘরে ফেরায়।

অলক্ষ্মীর ধন ,চোখের জল
অফুরান 
কেউ তবু চায় না..
অলক্ষ্মীই বা কি চায়?
একবার বাপু দাও-ই না বলে
আজও ভালোবাসো 
তাকে 
দুঃখের অসুখে আর কত সে থাকে...


 অপূর্ণ সুর

হাজারো কথা খরচ হলো,কিছু রয়ে গেল বক্তব্য হয়ে ,তবু গান হলোনা।
কানে কানে ফিসফিসানি 
ষড়যন্ত্রে পিষে সম্পর্ক হারালো
মধুর অনুরাগ হলোনা।

প্রশংসারা সাজানো বাগানের ফুলে মনোরঞ্জন
কিন্তু মন চায় তোমার পায়ে অঞ্জলি হয়ে ঝরার প্রশান্তি
তোমার পায়ে পায়ে জড়ায়
আমার আকুতি—শুধু নিঃশব্দে ছুঁয়ে থাকা।
তুমি ফেলে যাও উদাসীনতা
আমার মুখস্ত অভ্যাস
মন্দিরের ঘণ্টার মত বাজে
তরঙ্গে ভেসে যায় স্বপ্নপূরণের আশা।

কিছু নেই তবু কিছু কিছু অস্থিরতা,
মন ছুটে যায় দরজায় কড়া নাড়া শুনে
খোলা দরজার ওপারে হাপিত্যেশ আমরণ  প্রতিশ্রুতি,
জমা কথা জমে জমে বরফ, ভালোবাসার উষ্ণতায় গলে জল ,ভক্তিপ্রেমে বিলীন বাষ্প ,রূপান্তর ,তবু ফুরোয় না।
তবে সে কথা নিঃশব্দ
যা সুর হতে পারেনি, 
হয়ে উঠেনি গান,
পারিনি তোমার মন ছুঁতে ...

বাড়িতে বসেই সংগ্রহ করতে পারেন 👇

Post a Comment

0 Comments