৩৬ তম পর্ব
মঙ্গলপ্রসাদ মাইতি
চলে আসার আগেও দেখি তোমার দু’চোখের কোণে সেই দুর্বার রহস্য ছায়া বিস্তার করেছে – যে রহস্যের মায়াজালে আমি বারবার আবদ্ধ হই, সব ছেড়ে তোমার বুকে ঝাঁপিয়ে পড়ি, কোনোরকম বাধার ধার ধারি না। রহস্য তো নয় যেন জাদুর ছোঁয়া যেখানে জড়িয়ে রয়েছে যতরকম দুষ্টুমি, যতরকম বায়না আর ভালোবাসা। এই আমি চলে আসি তোমার মন যেন তা চাইছিল না, তোমার দুচোখের মায়াঘন রহস্য এটাই যেন বলতে চাইছিল – তুমি আবার এসো আমার কাছে, তোমার দুষ্টুমি আমাকে মাতাল করেছে আমি আরো মাতাল হতে চাই। শুধু চোখের কোণায় নয় – তোমার রাঙা দু’টি ঠোঁটেও একই আকুতি ছাপ ফেলেছিল – এক কথায় তোমার সারা অঙ্গজুড়ে ঝরে পড়ছিল ওই অনির্বচনীয় রহস্যের মায়াবী দ্যুতি।
তুমি আমাকে মৃদু ভর্ত্সনা করো, সময় বিশেষে শাসনও করো, অতিরিক্ত করলে যেটা খারাপ সেটা স্মরণ করিয়ে দাও- এজন্য আরও বেশি ভালো লাগে তোমায়, তোমার প্রতি আরও বেশি আকৃষ্ট হয় আমার মন। আসলে আমার খারাপ তো তুমি চাও নি কখনো, আমার প্রতি নেই তোমার কোনো ঈর্ষাবোধ, আমি কারুর কাছে ছোটো হই এটাও তুমি কখনোই চাও নি। তোমার বিনয়, তোমার সারল্য, আমার প্রতি তোমার আনুগত্য, শ্রদ্ধাবোধ- এক উচ্চাসনে বসিয়েছে তোমাকে, আমার হৃদয়ের গভীরে তুমি স্থান করে নিয়েছ; আর এখান থেকেই সৃষ্টি হয়েছে ভালোবাসার টান। একই টান তোমারও। তোমার এই ভালোবাসার মধ্যে কোনো কৃত্রিমতা নেই, কোনোরূপ অভিসন্ধি নেই, আছে শুধু ভালোবাসা, নির্ভেজাল ভালোবাসা। তাই তুমি শাসন করলে সেটাও একপ্রকার আদর করা হয় বলেই মনে হয়।
কী করে তোমার সঙ্গে আড়ি করা যায় বলতো? চিরকালের জন্য আড়ি! কথালাপ, মুখ দেখাদেখি সম্পূর্নভাবে বন্ধ হয়ে যেতে পারে। তুমিও আর কিছু চাইবে না আমার কাছে-আমিও চাইব না কিছু তোমার কাছে-আমি এদিকে হাঁটলে তুমি ওদিকে হাঁটবে-আমি ওদিকে গেলে তুমি এদিকে হবে। আমার জন্য তুমি উদ্বিগ্ন হবে না, আমিও উদ্বিগ্ন হব না তোমার জন্য, আমার কষ্ট তোমাকে ব্যথিত করবে না, তোমার ব্যথাও আর আমাকে জ্বালাবে না। আমার কী হচ্ছে তুমি দেখবে না, তোমার কোনো ব্যাপারে আমিও নাক গলাবো না। কী এমন করা যায় বলতো? এমন কিছু –তোমাকে নিয়ে স্বপ্ন দেখা পুরোপুরি বন্ধ হতে পারে? আমি আপাতত কিছু ভাবতে পারছি না, সব তোমার উপরেই ছেড়ে দিলাম, তোমার সিদ্ধান্তই শেষ কথা।
তোমার মূর্তি এই সবে গড়তে শুরু করেছি, শেষ কবে হবে তার কথা এখনো ভাবিনি, তাছাড়া জানাও নেই আমার। তবে শেষ করতে যদি নাও পারি এতটুকু দু:খ নেই, আফসোস নেই; এই জন্মে না পারি পরের জন্মে শেষ করবো কিংবা তার পরের জন্মে। ভালোবাসায় তো শেষ বলে কিছু থাকে না, অন্তহীন ধারায় সে বইতে থাকে সকাল হতে সন্ধে, রাত থেকে দিন, প্রহর থেকে কালে, যুগ থেকে যুগে। তোমার সাথে আমার খেলা যখন শুরু হয়েছে, চলতেই থাকবে সেই একইভাবে, অন্তহীন স্রোতধারায়। আমার সৃষ্টি তোমাকে নিয়ে, তোমার মুখের অমলিন হাসি, দুষ্টু-মিষ্টি চাউনি, নিভাঁজ শরীরের অপরূপ পেলবতা, তোমার গান, তোমার সুর, তোমার ভালোবাসা, তোমার প্রেম – সব-সব আমি ধরে রাখতে চাই; তাই সময় তো লাগবেই, শেষের কথা এখনই ভাবছি না। শীতের মিঠে রোদের মতো তোমার শরীরের উত্তাপ আমাকে দারুণভাবে উষ্ণ করে, আমাকে তৃপ্ত-আপ্লুত করে। তোমাকে স্পর্শ করলেই এই উত্তাপ আমি অনুভব করি, বারেবারে তাই তোমাকেই কাছে পেতে চাই, আমি চাতক পাখির মতো বসে থাকি, কখন তুমি আসবে, তোমার বুকের ওমটুকু আমাকে দেবে। তুমি ভাবতেই পারবে না তোমার একটুখানি ছোঁয়া আমাকে কতখানি আমোদিত করে, কতখানি আমাকে উষ্ণ রাখে, তোমার উষ্ণতায় আমি যেন চিরশান্তির আরাম পাই। তোমার শরীরের উষ্ণতা আমাকে প্রাণবন্ত রাখে, আমাকে সতেজ-সবুজ রাখে, আমাকে অনেক সুখের স্বপ্ন দেখায়, মনের গভীরে কাব্যের বীজ ফোটায়-এই উষ্ণতাটুকু পাবার জন্য তোমাকে জনম’ভর ভালোবেসে যেতে চাই।
🍂
36th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity
Translated
By
Chandan Bhattacharya
Even before I left, I saw the shadow of that terrible mystery in the corner of your eye - the magic of the mystery in which I am repeatedly bound, leaving everything and jumping on your chest, without any obstacle. The mystery is not like the touch of magic where there is as much mischief, as much premise and love. It's as if your mind didn't want me to leave, the enchanting secret of your two eyes wanted to say it - come to me again, your mischief has made me drunk, I want to be more drunk. Not just in the corner of your eye - the same longing on your red lips - in a word, the magic of that indescribable mystery was falling all over your body.
You reprimand me gently, you rule me especially in time, remind me of what is bad if you overdo it - that's why the more you like it, the more my mind is attracted to you. In fact, you never wanted me to be bad, you don't have any jealousy towards me, you never wanted me to be small to anyone. Your humility, your simplicity, your loyalty to me, your reverence - have placed you in a high position, you have taken place deep in my heart; And the tension of love has been created from here. The same pull is yours. There is no artificiality in this love of yours, there is no intention, there is only love, unadulterated love. So when you rule, it also seems to be a kind of caress.
How can you be eavesdropped? Eavesdropping forever! Conversations, facial expressions can be completely shut down. You don't want anything from me anymore - I don't want anything from you either - if I walk this way you will walk this way - if I walk this way you will be this way. You will not worry for me, I will not worry for you, my pain will not hurt you, your pain will not burn me anymore. You will not see what is happening to me, I will not sniff at anything about you. What could be done? Something like that - can dreaming about you stop completely? I can't think of anything right now, I left it all up to you, your decision is the last word.
I have just begun to build your idol, I have not yet thought about when it will end, and I do not know. But if I can't finish, there's no sorrow, no regrets; I can't finish this birth, I will finish it in the next birth or in the next birth. In love there is no end, in the endless stream he writes from morning to evening, from night to day, from dawn to dawn, from age to age. When I start playing with you, it will continue in the same, endless stream. My creation is about you, the immortal smile on your face, the naughty-sweet look, the amazing paleness of your naked body, your song, your melody, your love, your love - all I want to hold on to; So it will take time, I am not thinking about the end now. Like the sweet sun of winter, the warmth of your body warms me wonderfully, satisfies me. I feel this warmth as soon as I touch you, so I want to get close to you again and again, I sit like a hawk, when you come, give me the omtuku of your chest. You can't imagine how much your little touch makes me happy, how much it keeps me warm, in your warmth I find the comfort of eternal peace. The warmth of your body keeps me alive, keeps me fresh-green, gives me many happy dreams, sows the seeds of poetry deep in my heart - I want to love you all my life to get this warmth.
বাড়িতে বসেই সংগ্রহ করতে পারেন 👇
0 Comments