জ্বলদর্চি

গুচ্ছ কবিতা -১/ সঞ্চিত হৃদয়ে../কমলিকা ভট্টাচার্য

গুচ্ছ কবিতা -১
সঞ্চিত হৃদয়ে..
কমলিকা ভট্টাচার্য 

 
থাকবো সঞ্চিত হৃদয়ে

মেঘের বুকে লুকিয়ে বৃষ্টি
তোমাতে মিশে আছি আমি
তোমাতে মিলেই আমার সৃষ্টি 
নিজেকে কি করে ভুলবে তুমি?

প্রতিটি শব্দ সোহাগে বুনে দিয়েছো আমায় অস্তিত্ব 
ছিলাম, আছি ,থাকবো মনে
সেখানে যে তুমি আমি একত্ব।

তোমার কল্পনার জালে জড়িয়ে, 
আমি তো তোমারই ছায়া 
যে ঢেউ ঘাই মারছে হৃদয়ে
এড়াবে‌ কি করে সে মানসীর মায়া?

রূপ এঁকেছো তুমি যতনে,
তাতে এত কী শঙ্কা মননে
দ্বিধার মেঘ সরিয়ে দেখো,
শব্দের ভার সরিয়ে রাখো,
স্মৃতির পাতায় দাগ দিয়ে
অপচয় নয়,থাকবো সঞ্চয়ে
হাতে হাত থাক কবিতাতে
মিশে যাবো তুমি আমি  অনন্ত অনাদিতে...


সত্যিই কি চমৎকার!

বাদল ফাটার কোলাহলে,
পৃথিবী খোঁজে প্রাণের জল,
ধুলো ঝড়ের নিঃশ্বাসে
জীবন হারায় আশার দল।

রক্তে মাখা যুদ্ধের মাটি,
কত স্বপ্ন ধূলিসাৎ হয়,
তবু সভ্যতা হাসে অন্ধ,
মিথ্যে চমৎকারের রঙে রয়।

উৎসব আসে, স্নিগ্ধ আলোয়,
কঙ্কাল নাচে মুদ্রার সুরে,
প্যান্ডোরার বাক্স খোলা থাকে,
শ্মশানও হাসে, ভয় কাটে দূরে।

লেখা কবিতার শিরায় শিরায়,
ফাঁকা শব্দের কেবল খেলা,
অন্ধকারে ছায়া শহর,
আলোর পথে নেই কোনও মেলা।

তবু আমরা বলি, আজও সুন্দর!
চমৎকার সবকিছুই, হয়তো স্নিগ্ধ,
অজান্তে ভুলে যাই দুঃখের ঘর,
অন্ধকারে আঁকা মিথ্যের ইন্দ্রজাল সিদ্ধ।
🍂

 তোমার খোঁজে

আমার কান্নারা যখন তোমায় খোঁজে
বলো, তাদের কি জবাব দেব আমি?
 কি বলব? তুমিও সবার মত?
মন তবু মানতে চায় না সে কথা।
অন্য কোথাও ঝরে লাল পাতার বৃষ্টি,
মনে হয়, বুঝি সেই বৃষ্টি আমার জন্যই,
আমার মাথার যন্ত্রণা কেউ আসবে ছুঁতে,
তার অপেক্ষায় কুঁকড়ে থাকে একটানা।

বোকা বানান ভুলগুলো খুঁজে ফেরে তোমায়,
ভর দুপুরের নিস্তব্ধ ছাদে একলা দাঁড়িয়ে,
বলো, আমার রাগগুলোকে কে করবে শান্ত?
কার জন্য তারা এত অশান্ত?
আমার আবদারগুলো উপবাসে মরছে,
কবিতার মিষ্টি সরবত না পেলে,
ওদের অনশন হয়তো শেষই হবে না।

আমার গল্পগুলো সব হারাচ্ছে অপ্রকাশিত বইয়ে,
নীরব পৃষ্ঠাগুলো ধুলোর আস্তরণে ঢাকা।
আমার ক্লান্তি, আমার বিশ্রাম সবই তোমার প্রতীক্ষায়,
আমার হৃদয় অঞ্জলির ফুল,
হাতের ফাঁক গলে ঝরে যাচ্ছে...


 উপহার

তোমার উপহার আমি 
চোখে ধরে রেখেছি
সে বড় চমৎকার উপহার
যে আমার  সব সময়ের সাথী সুখে দুঃখে
জন্ম লগ্নেই জানা কালকের অবশেষ উত্তর
মাঝের কিছু বয়ে যাওয়া সময়
মন চায় গল্প হয়ে ফুরিয়ে যেতে
মন চায় কবিতা হয়ে আবৃত্তি
হতে
বিধির বিধানকে কলা দেখিয়ে
পাণ্ডুলিপি হব 
ধুলো মেখে থাকবো পড়ে  সংগ্রহশালায়
কিম্বা মেঘের  ফাইলে
তারাদের বন্ধু হতে বড় মন চায়
তাই দেওয়া নেওয়ার পিছুটান মিটিয়ে নিতে চাই 
মন চায় একদিন তোমাকে জড়িয়ে ধরতে 
তোমার উপহার তোমাকে ফিরিয়ে দিতে
তোমার চোখের কোণ যদি করকর করে 
ধুয়ে নিও,
শুধু একটা অনুরোধ আমার
 স্বপ্নে একদিন এসো...

Post a Comment

0 Comments