বাংলার ঘাস পাতা ফুল ফল, পর্ব -- ৪৯
দাদমর্দন
ভাস্করব্রত পতি
দাদমর্দন একটি অতি সাধারণ ওরনামেন্টাল প্ল্যান্ট। এর তথাকথিত কোনও আভিজাত্য নেই। পথের ধারে যত্রতত্র অযত্নে, অবহেলায় বেড়ে ওঠে অবলীলায়। ঝোপ আলো করা গাছ এটি। শীতের মুখে ফুল ফোটে সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। ফুলগুলি দেখতে অতিব সুন্দর, যার পুষ্পমঞ্জরিগুলি হলুদ মোমবাতির মতো। আকাশের দিকে মুখ করে থাকে। দারুন শোভাবর্ধনকারী বুনো ফুল।
দাদমর্দন গাছের পাতা
দাদমর্দন গুল্ম ৩ - ৪ মিটার লম্বা হয়। পাতাগুলি ৫০ - ৮০ সেন্টিমিটার দীর্ঘ হয়। তবে অন্ধকারে এই পাতাগুলো বন্ধ হয়ে যায়। এদের ফলগুলি শুঁটি আকৃতির। শুঁটির দুই দিকে একটি ডানা থাকে, ফলে তা শুঁটির দৈর্ঘ্যকে প্রসারিত করে। একটি ফলের মধ্যে প্রায় ৫০ টির মতো বীজ থাকে। পেকে গেলে ফল ফেটে বীজগুলো ছড়িয়ে পড়ে। নানাভাবে সেইসব বীজ অন্যত্র গিয়ে নতুন চারাগাছ জন্মাতে সহায়তা করে।
দুপাশে ডানা মেলেছে দাদমর্দন গাছের ফল
বাংলায় দাদমর্দন বললেও গাছটিকে আবার কেউ কেউ বলে থাকেন দাদমারি, দাদরাজ। অর্থাৎ দাদের যম। আবার অনেকে রাহুচন্ডালও বলে৷ ফিলিপিন্সে এর নাম একাপুলকো, শ্রীলঙ্কায় আথ থোরা এবং মালয়েশিয়ায় গেলেনগগঙ্গ। ফুলগুলি মোমবাতির মতো দেখতে বলেই একে Candlestick Bush, Candle Bush, Seven Golden Candlesticks, Emperor's Candlesticks, Daun kurap, Candlestick senna, Candlestick cassia, Ringworm bush, Candletree, Candelabra Bush, Christmas Candles, Empress Candle Plant, Ringworm Shrub নামেও অভিহিত করা হয়।
যখন দাদমর্দন গাছের ফুলও হয়ে ওঠে কবিদের ফেসবুকের প্রচ্ছদ
দাদমর্দন গাছের বিজ্ঞানসম্মত নাম Senna alata(L.) Roxb। এটি Casia alata নামেও পরিচিত। Fabaceae পরিবারের অন্তর্গত। এছাড়াও যেসব প্রজাতির সন্ধান মেলে, সেগুলি হল --
Cassia alata L.
Cassia alata L. var. perennis Pamp.
Cassia alata L. var. rumphiana DC.
Cassia bracteata L.f.
Cassia herpetica Jacq.
Cassia rumphiana (DC.) Bojer
Herpetica alata (L.) Raf.
এটি একটি অন্যতম ওষধি গাছ৷ মূলতঃ নানা রকমের চর্মরোগের প্রতিকার করতে ও দাদ রোগের নির্মূলিকরণে এই গাছের পাতার ব্যবহার করা হয়। চর্মরোগের স্থানে এই সবুজ পাতা বেটে লাগালে উপশম হয়। বলতে গেলে দাদরোগকে মর্দন করে এই গাছ। এতে ক্রাইসোফেনিক অ্যাসিড থাকায় চর্মরোগ নিরাময়ে উপযোগী। এই গাছের পাতার রস ত্বকের সমস্যা, যেমন দাদের জন্য খুব উপকারি৷ তবে ত্বকে লাগালে কোনও জ্বালা যন্ত্রনা করে না৷ বিভিন্ন ধরনের যৌনরোগের চিকিৎসা এবং বিষাক্ত পোকামাকড়ের দংশনের উপশমেও দাদমর্দন গাছ দারুণ উপকারী।
🍂
1 Comments
কাজের পোস্ট
ReplyDelete