পারমিতা রায়
"হোতাম যদি পাখি "
হোতাম যদি রঙীন পাখি
মুক্ত আকাশে উড়ে বেড়াতাম, খোলা আকাশের বুকে, হাত বাড়াতাম, চাঁদ সূর্যের কাছাকাছি
সহজেই কল্পনায় পৌছাতাম।
হতাম যদি সবুজ টিয়া,
সবুজে সবুজে প্রাণ ভরতাম।
হোতাম যদি হলুদ পাখি,
সূর্যের রং নিতাম কেড়ে,
সেই হলুদের আবরণে,
ছড়াতাম সকলকে
রঙ প্রাণ ভরে।
হোতাম যদি কথা বলা পাখি
গুণ গুণ করে করতাম গান,
শ্রোতারা হত মুগ্ধ গান শুনে ।
আমিও পেতাম ধড়ে প্রাণ।
হোতাম যদি বাবুই পাখি,
ঠোঁটে করে এনে খড় কুটো,
বানাতাম ছোট্ট সুন্দর বাসা এই বাসা আলোকিত করত
রঙীন ক্ষুদ্র জোনাকি পোকাগুলি।
সে হতো এক অপূর্ব
মনোমুগ্ধকর সৌন্দর্য।।
মাতৃক্রোড়েই শান্তি
"মা "ডাক এত মিষ্টি
তাই এই মা ডাকে ,
মন জুড়ায় , প্রাণ জুড়ায়,
মা ডাকে আছে যেন
স্নিগ্ধতা , মধুরতা ।
মাতৃক্রোড়ে শিশুরা খেলে, নির্ভয়ে, আনন্দে , প্রাণোচ্ছলতায় , মাতৃক্রোড় যেন এক বিশ্বস্ততার স্থান , শৈশব পার করে কৈশোরে পা দিয়েও, নির্ভরতা বেড়ে যায় মায়ের ছায়ার।
মায়ের ছায়া যেন অপরিহার্য, মা এক মূল্যবান সম্পদ, শিশুমন থেকে বার্ধক্য মন অবধি, মায়ের মূল্য অপরিহার্য থাকে।
মাকে মর্যাদা দিন
বৃদ্ধ মায়েদের পাঠাবেন না বৃদ্ধাশ্রমে, তারা শিশু সম।
শিশুকাল বৃদ্ধকাল
রাখে এক ,
অপরিহার্য সমতা।
বার্ধক্য , পরিণত মস্তিষ্ক
তাই মায়ের অকৃত্রিম ভালবাসা , মায়ের স্নেহ
মমতা, স্নিগ্ধ ছায়া ।।
🍂
"কৃষ্ণকলি তথা ,কথা কলি"
কৃষ্ণকলি তারেই আমি বলি, কালো! কালো সে চোখ দুটি, কালো ভোমরার মত, যেন হরিণের কালো দুখানি চোখ , জানু বলছে কত কি, সে এক অপূর্ব নাচের ভঙ্গিমা, মুখোশের ভারের আড়ালে
নর্তক, নর্তকীরা প্রকাশ করেন , তাদের নানান , জীবনের
সাথে প্রাসঙ্গিক
ঘটনাগুলিকে, তার কিছু
সত্য ঘটনা, কিছু বা
নিতান্তই কাল্পনিক।
বাঙালীয়ানায় ভরা আমরা
দক্ষিণ ভারতের,
তথা কেরালার এই অপূর্ব কথাকলি নৃত্যকে, শক্তিশালী
রাবণের নানান ভঙ্গিমার
সাথেই অনেক ক্ষেত্রে
তুলনা করি, যদিও
সম্পূর্ণভাবে না হলেও,
রাবণ , সীতা, রাম তাদের কথাকাহিনীর ভঙ্গিমা
সবই আমরা এই কথাকলি
নৃত্য কৌশলের মধ্যে ,
বিশেষভাবে খুঁজে পাই।
তাই বাংলার রবীন্দ্র নৃত্য,
উত্তর ভারতের কথক নৃত্য,
দক্ষিণ ভারতের ভরতনাট্যম, কথাকলি ,নৃত্য গুলি আমাদের মন কাড়ে, আমাদের মনোমুগ্ধ করে , কৃষ্ণকলির মতো আঁকা চোখগুলি ,
কথাকলি নৃত্যের ভঙ্গিমাতে
দর্শকদের মন কাড়ে।
বড় কঠিন এই , কেরালার
কথাকলি নৃত্য ভঙ্গিমা ।
বেশ অন্যরকম,
অন্যান্য নৃত্য কৌশলের থেকে, তাই আজ এই কথাকলির ছবিটি, এবং আমার কিছু ব্যক্তিগত
মতামত নৃত্য সম্পর্কে
আপনাদের এই
পেজে চিপকালাম।।
0 Comments