জ্বলদর্চি

প্রেমকাব্য -৪৪ তম পর্ব /মঙ্গলপ্রসাদ মাইতি


প্রেমকাব্য
৪৪ তম পর্ব
মঙ্গলপ্রসাদ মাইতি

তোমার ডাককে অবহেলা করতে পারি না কখনো-তাই তুমি ডাকলেই ঘুরে দাঁড়াই, তোমার ডাকে বারবার ফিরে আসি-তোমার ডাকের জাদু আমাকে অলৌকিকভাবে তোমার দিকে টেনে নিয়ে যায়। তোমার ডাকের মধ্যে ভালোবাসার সুর আছে, যে সুরের মূর্ছনায় আমি ব্যাকুল হয়ে যাই, অসম্ভব রকমের মাতাল হয়ে পড়ি, আমাকে আমি আর নিজের মধ্যে বেঁধে রাখতে পারি না, আটকে রাখতে পারি না। প্রতিটা ক্ষণ তাই আমি কাঙাল হৃদয় নিয়ে বসে থাকি, কান পেতে রাখি তোমার ডাক শুনব বলে। তোমার আয়তঘন, কাজল কালো দু’টি চোখ আমাকে অদ্ভুতভাবে তোমার দিকে টানে, তোমার গোলাপী ঠোঁটের মায়াবী হাসি আমাকে মাতাল করে দেয়, রহস্যঘন বুকের উপত্যকা বুকের গভীরে তুলে সর্বনাশের ঝড়। তোমার সব কিছুতেই এক অলৌকিক সৌন্দর্য মায়া, সুন্দরের আলোকিত ঢেউ! আমার হৃদয়কূলে অবিরত তা খেলা করে যায়, খুশির গানে মুখরিত করে। তোমার এই অপরূপ যা কিছুকে চিরসম্পদ করে হৃদয়মাঝে ধরে রাখতে চায় আমার আকুলপিয়াসী মন। 
   কেউ আপন করে কাছে ডাকলে বুকে তো কাঁপন লাগবেই, হৃদয়ের মাঝে হাজার কবিতা রাশি আপনা থেকেই ডানা মেলতে চাইবেই। এই যে আজ এত কবিতার আখর সাজানো, বর্ণে বর্ণে মিলনের বন্ধন সৃষ্টি সে সব কার তরে বলো? সেতো তোমার জন্যেই। তুমি যে আমায় নিবিড় মমতায় আপনার করে নিয়েছ, গভীর ভালোবাসায় ধরে রেখেছ আমার ভালোবাসাকে-আমি যা চাই সব তা উজাড় করে দাও, তোমার চোখের সমুদ্র দিয়ে আমাকে স্নান করিয়ে নাও। এর পরেও কী বলো কবিতার জন্ম নেবে না আমার প্রাণের ভিতর? তোমার জন্য আঁধার রাতে ভরা নদী স্রোতে সাঁতার কেটেছি, তোমার জন্য হাওড়ায় চলন্ত বাস থেকে ঝাঁপ দিয়েছি, তোমার জন্য কলকাতার ফুটপাতে অগণিত জনতার ঔত্‍সুক্যউপেক্ষা করে ছুটেছি তোমার পিছনে। তোমার জন্য আইন ভঙ্গ করে স্টেশনে কাটিয়েছি রাত, তোমার জন্য বৃষ্টি মাথায় নেমেছি রাস্তায় অসংখ্যবার বন্যায় ভেসে গেছে ঘর জল থৈ থৈ মাচার উপরে বসে তোমার জন্য লিখেছি কত শত স্বপ্নের চিঠি, তোমার জন্য কাটিয়েছি হাজার বিনিদ্র রজনী। তোমার জন্য মেলা থেকে কিনে এনেছি দু’টাকা দামের খোঁপার ফুল, এক টাকা দামের রঙিন টিপ। তোমার জন্য নীরবে সয়েছি হাজার জনের গঞ্জনা, তোমার জন্য আকুল হৃদয়ে সব কাজ ফেলে বারে বারে ছুটে গেছি তোমার দ্বারে সেই তোমাকে কম ভালোবাসি ভাবলে কী করে?
   তুমি যত কথা বলো আমার মনের ভেতরে ততই উত্তেজনার পারদ চড়তে থাকে, তোমাকে কাছে পাওয়ার তীব্র আকুলতা জন্মায়, বুকের গোপন ইচ্ছেগুলো ডানা মেলার জন্য প্রয়াসী হয়। তোমার কথার মধ্যে কী এমন জাদু আছে জানিনা – আমি মন্ত্রমুগ্ধের মতো তা শুনতে থাকি, আর শুনতে শুনতে হারিয়ে যাই ভালোবাসার স্বপ্নলোকে। আমার সাধ জাগে আমার যা কিছু সব তোমাকে উজাড় করে দিই, আমার আঁচলতলে তোমাকে লুকিয়ে রাখি আমার একেবারে বুকের ধন করে, তোমাকে আদরে আদরে ভরে দিই, আমার হৃদয়খানি তুলে দিই সম্পূর্ণ তোমার করে। তোমার কথার লাবণ্য আমাকে মোহিত করে, আমাকে স্বপ্ন দেখায়, প্রাণের গভীরে রোপিত করে ভালোবাসার সবুজ বৃক্ষ। আকাশের চাঁদ-তারা তোমার কথাই বলে, পাখির গান-ঝরণার কলতান তোমার কথাই বলে, ফুলের সুরভি-সোনারোদ হাসি তোমার কথাই বলে। নদীর অবিরত ঢেউ, বেলাভূমিতে আছড়ে পড়া সাগর তরঙ্গ তোমার কথাই বলে, সন্ধ্যার মেঘমালা-রাত্রির রহস্য তোমার কথাই বলে, বরফাবৃত শৈলশিখর-পাহাড়শ্রেণির অনুপম উপত্যকা তপমার কথাই বলে। শিশির ভেজা ঘাসের রূপোলি ঝিলিক তোমার কথাই বলে, সবুজ বনানীর মনোরম শ্যামলিমা-বাতাসের হিন্দোল তোমায় কথাই বলে, অলি-ভ্রমরের গুঞ্জন, মাতাল প্রজাপতির ডানা মেলে ওড়া তোমার কথাই বলে, পাকা ধানের গন্ধ-কৃষ্ণচূড়ার রাঙা হাসি তোমার কথাই বলে।আমার নি:সীম ভালোবাসাও তোমার কথাই বলে।
   মন আমার এখনো মানতে চাইছে না – সত্যিই তুমি এসেছিলে, তোমার মধুর পরশ দিয়ে আমাকে রাঙিয়ে গেলে। আসলে তোমার আসাটা এতটাই আকস্মিক ছিল, এতটাই ভাবনার বাইরে ছিল আমি প্রায় হতচকিতই হয়ে পড়েছি, তোমায় হঠাত্‍ করে পেয়ে আমি যে কী করবো, আমার কী করা উচিত সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তোমায় দেখে আমার বুকের মধ্যে তখন খুশির পাখিরা একযোগে কলরব শুরু করে দিয়েছে, আনন্দের কলধ্বনিতে মেতে উঠেছে, আমার সারা ভুবন, রাতের আকাশে হঠাত্‍ করে দেখছি চাঁদের স্নিগ্ধ হাসি, মরুভূর বালুচরে উত্তাল নদীর ছলাত্‍ ছলাত্‍ ঢেউ, মরা ফুলের বনে হাজার ফুলের রাশি। ভালোলাগাতে এতটাই বেহুঁশ ছিলাম সময় কখন পেরিয়ে গেছে জানতেই পারিনি, মনে হল তুমি বড়ো অল্পক্ষণ ছিলে-এলেই যদি এত তাড়াতাড়ি চলে গেলে কেন?  
🍂

44th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya

: If someone calls you, your chest will tremble, a thousand poems in the heart will want to match the wings by itself.  Who is to say that the end of so many poems is arranged today, the bond of harmony is created in letters?  Seto is for you.  You have made me yours with deep compassion, you have held my love in deep love - destroy everything I want, bathe me with the sea of your eyes.  What do you say after this, poetry will not be born in my soul?  I swam in the river for you in the dark night, I jumped from the bus in Howrah for you, I ran after you on the sidewalks of Calcutta, ignoring the curiosity of countless crowds.  I have spent the night at the station breaking the law for you, it has rained for you, the streets have been flooded innumerable times, the house has been flooded, I have written hundreds of dream letters for you, I have spent thousands of sleepless nights for you.  I bought a bouquet of flowers for you from the fair for two rupees, a colorful tip worth one rupees.  I have been silent for you, a thousand people, I have left all my work for you with a longing heart, I have run to your door again and again, what if he thinks he loves you less?
    The more you talk, the more excitement rises in my mind, the intense longing to be with you grows, the secret desires of the chest try to match the wings.  I don't know what magic is in your words - I listen to it with fascination, and get lost in the dream world of love.  I wake you up in my sadha, I hide you under my belt, I treasure you in my heart, I fill you with caress, I lift my heart completely to you.  The beauty of your words fascinates me, makes me dream, planted the green tree of love deep in my soul.  The moon in the sky তারা they speak for you, the song of birds ঝ the call of the fountain speaks for you, the fragrance of flowers সোন the golden smile speaks for you.  The constant waves of the river, the sea waves crashing on the beach speak for you, the mysteries of the evening clouds-night speak for you, the incomparable valley of the snow-capped peaks speaks for itself.  The silvery sparkle of the dew-drenched grass speaks for you, the beautiful greenery of the green forest, the swaying of the wind speaks to you, the humming of the olive-bumblebee, the fluttering of the wings of a drunken butterfly speaks to you, the smell of ripe paddy,  It speaks for itself.
    My mind still doesn't want to believe me - you really came, you made me red with your sweet kiss.  In fact, your arrival was so sudden, so out of the question, I was almost stunned, suddenly I could not understand what I was going to do, what I should do.  Seeing you, the happy birds started chirping in my chest at the same time, the whole world was buzzing with the sound of joy, suddenly I saw the soft smile of the moon in the night sky, the rippling waves of the river on the desert shelf, the dead flowers.  I was so unconscious in love, I didn't know when the time had passed, I thought you were a little short - why did you leave so soon?

Post a Comment

0 Comments