জ্বলদর্চি

৪৩ তম পর্ব /প্রেমকাব্য/মঙ্গলপ্রসাদ মাইতি

৪৩ তম পর্ব
প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি

একবার ভাবলাম – তোমার কথা আর ভাববো না, তোমার থেকে দূরে দূরেই থাকবো – পরক্ষণেই মনটা বাদ সাধল; বলল – দূর পাগল, ওটা কখনো হয় না, প্রেমের ঘর শূন্য করে বাঁচা যায় নাকি? যায় না – প্রেমই তো জীবন, জীবনই প্রেম। তাই কখনোই তোমাকে দূরে রাখতে পারি না, অপরাধ করেছ জেনেও তোমার উপর রাগতে পারি না। বরং অপেক্ষায় বসে থাকি কখন তুমি আসবে, সলাজ হাসি হেসে দুয়ারে এসে দাঁড়াবে, ডাগর দু’টি নয়ন মেলে আমাকে দেখবে – সবটুকু ভালোবাসা দিয়ে আমার হৃদয়খানি রাঙিয়ে যাবে। তোমার ভালোবাসা আমার সাথে আছে বলে নিজের মধ্যে কেমন রাজা-রাজা ভাব জাগে। মনে হয় পৃথিবীর আর সব ধন-দৌলত, বিষয়-আশয়, সম্পত্তি-সম্পদ – এর কাছে অতি সামান্য, তুচ্ছ-নগণ্য, অর্থাত্‍ পার্থিব যা কিছু একেবারেই ম্লান। আসলে তোমার ভালোবাসা যে অফুরন্ত-সব কিছুর শেষ আছে-এর শেষ নেই, নিলে কখনো ফুরোয় না-যত নিই তত বেড়েই চলে। তোমার ভালোবাসা সাগরের গভীরতাকেও অনায়াসে হার মানায়, অসীম আকাশের বিরাটত্বকেও অবলীলায় পরাজিত করে, রাঙা গোলাপের মিষ্টি সৌরভকেও সাদা-মাটা করে দেয়। এরকম অন্তহীন তোমার ভালোবাসা আমার সাথে বলে আমি তাই সত্যিকারেরই রাজা বনে যাই।
   তোমার ভালোবাসা নিয়ে আসে দুরন্ত আবেগ তোমার ভালোবাসা নিয়ে আসে রাঙা আলো মেঘ তোমার ভালোবাসা নিয়ে আসে স্নিগ্ধ-শীতল ছায়া তোমার ভালোবাসা নিয়ে আসে চিরসবুজের মায়া তোমার ভালোবাসা নিয়ে আসে প্রসন্ন প্রভাত তোমার ভালোবাসা নিয়ে আসে কোমল আঁখিপাত তোমার ভালোবাসা নিয়ে আসে শিউলি ফোটা ভোর তোমার ভালোবাসা নিয়ে আসে আনন্দ ঘনঘোর তোমার ভালোবাসা নিয়ে আসে রিমঝিম বর্ষার সুর  তোমার ভালোবাসা নিয়ে আসে স্বপ্ন অলস দুপুর তোমার ভালোবাসা নিয়ে আসে ছন্দ মুখর ক্ষণ তোমার ভালোবাসা নিয়ে আসে অনেক খুশির ধন 
তোমার ভালোবাসা নিয়ে আসে কবিতার মৃদু ছন্দ তোমার ভালোবাসা নিয়ে আসে মিষ্টি গোলাপ গন্ধ তোমার ভালোবাসা নিয়ে আসে সোঁদা মাটির ঘ্রাণ তোমার ভালোবাসা নিয়ে আসে মিষ্টি সুরের গান তোমার ভালোবাসা নিয়ে আসে হৃদয়ের যত কথা তোমার ভালোবাসা নিয়ে আসে প্রেমময় আকুলতা। 
   তোমার ভালোবাসা পেলে মনে হয় আমার সবকিছু ভরা নদীর মতো কানায় কানায় ভরে গেছে, যা কিছু ভালোলাগা পরিপূর্ণভাবে সার্থকতা লাভ করেছে। তোমার ভালোবাসায় এমন এক জাদুর ছোঁয়া আছে তার স্পর্শে আমি কেমন যেন মোহিত হয়ে পড়ি, আমার সারা অন্তরজুড়ে বয়ে যায় আশ্চর্য এক খুশির প্লাবন-সেই প্লাবনে আমি ভেসে যাই। তোমার ভালোবাসায় মন কেড়ে নেওয়া অপূর্ব এক মাদকতা আছে, রমণীয় এক মাধুর্য আছে, চাঁদের আলোর মতো অপরূপ স্নিগ্ধতা-লাবণ্য আছে-যার মধুর পরশ আমাকে সব পেয়েছির দেশে পৌঁছে দেয়। তোমার এই ভালোবাসায় আমার হৃদয় রেঙে ওঠে, মন উদবেল হয়–প্রজাপতির মতো পাখনা মেলে দেয় আনন্দ আকাশে। তোমার বুকের প্রেম আমাকে রাজা করেছে, উজীর বানিয়েছে, স্বপ্নে দেখা রাজপ্রাসাদের সিংহাসনে বসিয়েছে, আমাকে অনেক সুখে সুখী করেছে। 
তোমার বুকের প্রেম আমাকে ভালোবাসতে শিখিয়েছে, আমার হৃদয়ের শাখে সুন্দরের ফুল ফুটিয়েছে, আমার অন্তরে বেঁধেছে মিলনের রাখি। তোমার বুকের প্রেম আমার প্রাণে এনেছে বসন্তের জোয়ার, মনের দুয়ারে এনেছে দখিনা মিঠেল বাতাস, দু’চোখে জ্বেলেছে খুশির রঙমশাল। তোমার বুকের প্রেম আমার বুকে জুগিয়েছে ভাষা, কন্ঠে দিয়েছে সুর, আমাকে পল্লবিত করেছে, ভাসিয়ে নিয়ে গেছে আনন্দের ঝরনাধারায়। 
   তোমার ছোঁয়াটুকু না দিয়ে তুমি যে যাবে না, তা আমি জানতামই, তাইতো সময়বুঝে ঠিক তুমি এলে, তোমার অলৌকিক ছোঁয়া দিয়ে আমার হৃদয়কে রাঙিয়ে গেলে, নিজে রেঙে উঠলে। তোমার এই ছোঁয়া তো শুধু ছোঁয়া নয়, এ যে উষ্ণপরশ, যে পরশে লুকিয়ে আছে অমলিন প্রেম, নি:স্বার্থ ভালোবাসা। তুমি ছুঁয়েছো, মনে হল কোনো একটা বেগবতী নদী আমাকে বুঝি তার শীতল জলে অবগাহন করালো, আমাকে তার অপূর্ব স্নিগ্ধতা দিয়ে অন্তরকে ভরে দিল, অনাস্বাদিতপূর্ব খুশির আনন্দে আমাকে তৃপ্ত করল, ভালোলাগার অমল স্রোতে হারিয়ে যাওয়া ছাড়া আমার আর কিছু করার ছিল না-শুধু ছিল মাতাল হয়ে হারিয়ে যাওয়া।

🍂

43rd Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya


Once I thought - I will not think about you anymore, I will stay away from you - Immediately my mind dropped;  Said - far crazy, it never happens, the house of love can be saved or not?  It doesn't work - love is life, life is love.  So I can never keep you away, I can't be angry with you even knowing you have committed a crime.  Instead, I wait for you to come, smile and stand at the door, look at me with wide eyes - my heart will be filled with love.  What a king-king feeling awakens in me that your love is with me.  It seems that all the other riches of the world, the things, the possessions, the possessions - are very small, insignificant, that is, the worldly things that are completely faded.  In fact, your love is endless - there is an end to everything - there is no end to it, if you take it, it will never end - it grows as much as you take it.  Your love effortlessly defeats the depths of the sea, defeats the vastness of the infinite sky, and turns the sweet fragrance of red roses white.  Your endless love for me is such that I become a real king.
    Your love brings strong passion Bring your love Red light Cloud brings your love Soft-cool shadow brings your love Evergreen Maya brings your love Happy morning brings your love Gentle eyes bring your love Hyacinth dawn brings your love  Ananda Ghanghor brings your love Rimjhim rain tune brings your love Dreams Lazy afternoon brings your love Rhythm Moments Moment brings your love Many happy treasures
 The gentle rhythm of the poem brings your love The sweet rose scent brings your love The scent of dry soil brings your love The song of sweet melody brings your love As much as the words of the heart bring your love Loving longing.
    When I find your love, I feel like everything is flowing to me like a river, which some love has fully fulfilled.  There is such a magical touch in your love that I am fascinated by its touch, a wonderful flood of wonder flows through my heart - I am swept away in that flood.  There is a wonderful intoxication in your love that takes away the mind, there is a beautiful sweetness, there is a wonderful softness like the light of the moon - the sweetness of which brings me to the land of all things.  My heart is filled with this love of yours, my mind is overwhelmed - the wings match like butterflies in the sky of joy.  The love of your heart has made me a king, made me a vizier, made me sit on the throne of the dream palace, made me very happy.
 The love of your bosom has taught me to love, the flower of beauty has blossomed in the branch of my heart, the rakhi of union is tied in my heart.  The love of your bosom has brought the tide of spring to my soul, the south sweet wind has brought to the door of my mind, the bright colors of happiness are burning in my eyes.  The love of your chest has given language to my chest, has given me a melody in my voice, has overwhelmed me, has carried me to the fountain of joy.
    I knew you wouldn't leave without touching me, so you came just in time, you touched my heart with your miraculous touch, you painted yourself.  This touch of yours is not just a touch, it is the warmth, the unconditional love that is hidden behind, the selfless love.  You touched me, it seemed as if a rushing river, realizing me, bathed me in its cool waters, filled my heart with its wonderful softness, satisfied me with its unparalleled blissful joy, I had nothing to do but get lost in the flow of love-just drunk  Lost.
    

I can never ignore your call - so I turn around whenever you call, come back again and again to your call - the magic of your call miraculously draws me to you.  There is a melody of love in your call, the melody of which I become desperate, intoxicated to the impossible, I can no longer keep me tied to myself, I can no longer hold.  Every moment so I sit with a poor heart, keep my ears open to hear your call.  Your rectangular, kajal black eyes draw me strangely towards you, the enchanting smile of your pink lips intoxicates me, the valley of mysterious breasts raises the storm of doom deep in the chest.  Maya is a miraculous beauty in all of you, the illuminated wave of beauty!  It continues to play in my heart, singing happy songs.  My anxious mind wants to keep this wonderful thing in your heart forever.

Post a Comment

0 Comments