জ্বলদর্চি

৪৬ তম পর্ব -প্রেমকাব্য /মঙ্গলপ্রসাদ মাইতি

৪৬ তম পর্ব
প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি

তোমার বুকের পেলব জমিনে মুখ রেখে এ সত্যটাই অনুভব করলাম চিরশান্তির ক্ষেত্রস্থল যদি কোথাও থেকে থাকে তবে এটাই। নির্মল প্রশান্তির সঙ্গে এখানে আছে অনির্বচনীয় আনন্দ, অনবদ্য সুখের ঢেউ আর অফুরন্ত প্রাণের আরাম। অলৌকিক রহস্যময়তায় মোড়া এ বুকের অনাবিল সৌন্দর্য, আর রূপ-লালিমার কাছে পৃথিবীর সব সৌন্দর্য বুঝি ম্লান হয়ে যায়, এমনই আশ্চর্য এর স্নিগ্ধতা যে এর কাছে আর সবকিছু তুচ্ছ মনে হয়। তাইতো বারবার তোমার বুকের মাঝে মাথা রাখতে ইচ্ছে করে, বড়ো সাধ হয় জনম জনম ‘ভর এখানে থেকে সুন্দর চারাগাছটির মতো বেড়ে উঠি, নিজেকে বিকশিত করে তুলি। বুক তো নয় যেন চঞ্চলা এক নদী; এই নদীতে সিক্ত করে নিই আমার দেহ-মন আর হৃদয়ের যা কিছু অনুভূতি। 
   আমার ভালোবাসা আমার দ্বারে এসে ফিরে যাবে-তা কী করে হয়? না-তা হতে দিতে পারিনি-তাই সব কাজ ফেলে আমি ছুটে এসেছি আমার ভালোবাসার কাছে, তোমার কাছে। আমার ভালোবাসার কাছে আর সব কিছুই তুচ্ছ মনে হয়েছে-আমার মনে হয়েছে ভালোবাসার চেয়ে আর কিছু দামি হতে পারে না, তাই তোমার ডাক শুনেই আমি চলে এসেছি। কতটা সময় ধরে তুমি আমার কথা ভেবেছ, আমার কাছে একটিবার অন্তত আসার জন্য স্বপ্ন বুকে লালন করেছ, একটুখানি অবসর পেয়েই আমার কাছে ছুটে এসেছ-সেই তোমার জন্য আমি সময় দেব না তা তো হতে পারে না, আমিও তাই ছুটে এসেছি-আমি চাইনি আমার ভালোবাসা কষ্ট পাক, অভিমান বুকে ফিরে যাক-ভালোবাসা কষ্ট পেলে মন কী কখনো ভালো থাকতে পারে বলো? আমি যেমন কাতর তোমাকে দেখার জন্য-তেমনি তুমিও তো কাতর আমাকে দেখার জন্য; আমাকে না দেখে সত্যিই কী তুমি ফিরে যেতে পারতে? আমার তো মনে হয় কখনোই তা সম্ভব ছিল না। 
   তোমার জন্য আমি রাতজাগা পাখি হয়েছি, তোমার জন্য আমি স্বপ্নমুখী হয়েছি, তোমার জন্য আমি মনচোর হয়েছি। 
তোমার জন্য আমি মাতাল হয়েছি, তোমার জন্য আমি পাগল হয়েছি, তোমার জন্য আমি চির-কাঙাল হয়েছি। তোমার জন্য আমি কাব্যময় হয়েছি, তোমার জন্য আমি গল্প-কথক হয়েছি, তোমার জন্য আমি লোভহীন হয়েছি। তোমার জন্য আমি স্বার্থশূণ্ হয়েছি, তোমার জন্য আমি সুন্দর হয়েছি, তোমার জন্য আমি চির-প্রেমিক হয়েছি। 
  তোমার একটুখানি আদর –সে আমার অনেক পাওয়া, অনেক স্বপ্নে ছাওয়া, অনেক শীতলতার পরশ, অনেক আলোয় মোড়া। তোমার একটুখানি আদর -অনেক স্নেহ-মমতার ফসল, ফুলের মিষ্টি সুবাস, অনেক কবিতার আখর, অনেক কথার গল্প। তোমার একটুখানি আদর-অনেক ভালোবাসার টান, অনেক সুখের হাওয়া, অনেক অনেক তৃপ্তির সুধা, অনেক খুশির গান। তোমার একটুখানি আদর-অনেক রঙের নেশা, অনেক পাওয়ার পাওয়া, অনেক সুরের গান, অনেক আশা-বিশ্বাস, অনেক প্রেমের বাঁধন। 
   আজ তোমার মুখে ভালোবাসার অফুরন্ত হাসি দেখেছি, চোখের দু’টি তারায় ভালোবাসার অন্তহীন স্বপ্ন দেখেছি এক কথায় তোমার সারা অঙ্গজুড়ে প্রত্যক্ষ করেছি রমণীয় ভালোবাসার সুস্পষ্ট ছাপ। আজ সারাক্ষণই তুমি আনন্দের মধ্যে ছিলে, ছলছল কলকল শব্দে তোমার মধ্যে ছুটে বেড়াচ্ছিল ভালোবাসার অলৌকিক নদী। আমি বার বার তোমাকে দেখেছিআর মুগ্ধ হয়েছি। তোমার চলার মধ্যে ছন্দ ছিল, কথার মধ্যে গান ছিল, অপার রহস্যময়তার মায়াজাল ছিল তোমার প্রতিটি পদক্ষেপে। মনে হচ্ছিল আজ তোমায় ধরতে চাইলেই বুঝি তুমি ধরা দেবে। আজ তুমি চাঁদের থেকেও সুন্দর ছিলে, বাতাসের থেকেও কমনীয় ছিলে, সূর্যের থেকেও আলোময় ছিলে। মন মাতাল করা অনবদ্য এক সৌন্দর্য তোমার মধ্যে খেলা করছিল-যে সৌন্দর্যমালা আমাকে বারেবারে মোহিত করেছে। 
   অপূর্ব দ্যুতি নিয়ে পাপড়ি মেলেছে তোমার নাভিপদ্ম, ছড়িয়ে পড়ছে তার উজ্জ্বল জ্যোতিচ্ছটা - আমার চোখ গিয়েছে আটকে, আমার মন গিয়েছে আটকে। তোমার নাভিপদ্ম তোমাকে আরো সুন্দর করেছে, আরো মোহনীয় করেছে, তোমার নাভিপদ্ম থেকে বেরিয়ে আসছে এক সুমিষ্ট ঘ্রাণ - আমি সেই গন্ধে মাতাল হই, এক মায়াবী মুগ্ধতায় আমাকে টেনে নিয়ে যায় তার কাছে, তোমার নাভিপদ্মে দোল খায় আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা।তোমার নাভিপদ্মের সৌন্দর্য এতটাই মনোলোভা, এতটাই নয়নাভিরাম-বারবার ওই সৌন্দর্যের গভীরে হারিয়ে যাবার ইচ্ছে জাগে, সাধ হয় ওখানে চিরটাকাল মুখ ঢেকে ওই ঘ্রাণ আমি নিতে থাকি। 

🍂


46th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya


Putting my face on the pelvic floor of your chest, I felt the truth that if there is a field of eternal peace, it is somewhere.  With pure serenity there is indescribable joy, waves of impeccable happiness and endless comfort of life.  The incomparable beauty of this chest wrapped in miraculous mysteries, and all the beauties of the world fade away to the beauty of the form-redness, the softness of such a wonder that everything else seems trivial to it.  So again and again, wanting to put your head in your chest, the big sadha janam janam ‘mass grows like a beautiful sapling from here, develops itself.  The chest is not like a turbulent river;  I soak in this river all the feelings of my body-mind and heart.
    My love will come to my door and go back - how is that?  No, I couldn't let that happen, so I left all my work and ran to my love, to you.  Everything else seemed insignificant to my love আমার I thought nothing could be more precious than love, so I left after hearing your call.  How long have you been thinking about me, dreaming of coming to me at least once, running to me after a short break একটু I can't afford to give you time I ran too-I didn't want my love to suffer  Pak, let's go back to the chest of pride - tell me if the mind can ever be good when love is in trouble?  As I long to see you, so do you long to see me;  Could you really go back without seeing me?  I don't think it was ever possible.
    For you I have become a nightingale, for you I have become a dreamer, for you I have become a nightmare.
 For you I am drunk, for you I am mad, for you I am eternally miserable.  For you I have become poetic, for you I have become a storyteller, for you I have become greedy.  For you I have become selfless, for you I have become beautiful, for you I have become an everlasting lover.
   Your little caress - she's got a lot of me, a lot of dreams, a lot of coolness, a lot of light.  Your little caress - a lot of affection - the harvest of love, the sweet fragrance of flowers, the end of many poems, the story of many words.  Your little caress - a lot of love, a lot of happy air, a lot of contentment, a lot of happy songs.  Your little caress - a lot of color intoxication, a lot of power, a lot of melody, a lot of hope, a lot of love.
    Today I have seen the endless smile of love on your face, I have seen the endless dream of love with two stars in one eye, in a word I have seen the clear impression of beautiful love all over your body.  Today you were in joy all the time, the miraculous river of love was running in you with the sound of murmurs.  I've seen you again and again and I'm fascinated.  There was rhythm in your walk, there was song in your words, there was the magic of infinite mystery in your every step.  It seemed that if I wanted to catch you today, I would catch you.  Today you were more beautiful than the moon, more beautiful than the wind, lighter than the sun.  An impeccable beauty was playing in you - a beauty that has fascinated me time and time again.
    Your navel lotus has petals with wonderful radiance, its bright radiance is spreading - my eyes are stuck, my mind is stuck.  Your navel lotus has made you more beautiful, more enchanting, a sweet scent coming out of your navel lotus - I am intoxicated by that scent, a magician draws me to him in fascination, all the love of my heart sways in your navel lotus. The beauty of your navel lotus is so beautiful  It's so eye-catching - I want to get lost in the depths of that beauty again and again.

Post a Comment

0 Comments