প্রেমকাব্য
৪৭ তম পর্ব
মঙ্গলপ্রসাদ মাইতি
তোমার টান ভালোবাসার, তোমার টান মনের, প্রতিটা সময় ক্ষণে তোমার টানে সুখের পরশ। তোমার টান আলো-আশার, তোমার টান নদীর, তোমার টানে প্রেমের তুফান, যদির কোনো প্রশ্ন নেই। তোমার টান বৃষ্টি-মেঘের, তোমার টান প্রাণের, তোমার টানে সুরের জাদু, ছন্দ-মুখর গানের। তোমার টান মমতামাখা, তোমার টান মায়ার, তোমার টানে স্নিগ্ধ বটের ছায়ার পরম শান্তি। তোমার টান পাগলপারা, তোমার টান মধুর তোমার টানে আঁধার ঘুচে যায়
দু:খ দূর হয়।
তোমার ডাক যে প্রাণের ডাক তাইতো ঘরের ভিতর থাকতে পারি না আমি, চার দেয়াল ভেঙে বাইরে বেরিয়ে আসি, খোলা-মুক্ত আকাশের নিচে এসে দাঁড়াই। তোমার ডাক আমার ভুবনকে মাতায়, আমার হৃদয়কে রাঙায়, আমার চোখের তারায় স্বপ্ন জাগায়, আমার মর্মে সুন্দরের ছবি রচনা করে। তোমার ডাক মনের ভিতরে ঝড় তোলে, অন্তর কূলে জোয়ার আনে, এক আশ্চর্য অনুভূতিতে ভরে দেয় আমাকে। তোমার ডাকে জড়িয়ে আছে ভালোবাসা, তোমার চিত্তের আকুলতা – তাই তোমার ডাক যখনই শুনি আমি উন্মনা হই, নিষেধের বেড়াজাল ভেঙে বেরিয়ে আসি বাইরে – তোমাকে স্বাগত জানাই।
আলোর যে অত্যাশ্চর্য রূপময়তা দেখালে তুমি আমাকে তাতে করে আমার দেখাটাই শুধু সার্থক হল না, আমার নয়নই শুধু তৃপ্ত হল না, আমার অন্তরও ভরে গেল কানায় কানায়- মনে হল হ্যাঁ, এইতো সেই গোপন ধন, লুকানো হীরকমালা যার সন্ধান আমি এতকাল ধরে করে এসেছি-আজ পেয়ে সার্থক হল আমার আমার চাওয়া, এতদিনকার স্বপ্ন। তুমি সুন্দর জানি – তাই বলে এতখানি সুন্দর হতে পার তা আমার ভাবনার বাইরে ছিল-এইভাবে হৃদয় চিরে না দেখালে আমার জানাটা অজ্ঞাতই থেকে যেত। তুমি তো নও - তোমার মধ্যে দেখলাম যেন এক জলগোলাপের ঢেউ, আ:- কী মোহনীয়! কী রমণীয়! দেখলে হৃদয় বুঝি জুড়িয়ে যায়, সাধ হয় গভীরভাবে ভালোবাসতে, জনম’ভর ভালোবাসতে।
আমার তৃষিত বুক কী চায়, কী খুঁজে ফেরে – তুমি তা বোঝো, তবু না বোঝার ভান করে আমার থেকে দূরে দূরে সরে থাকো। কত কাছে থাকো তুমি, তবু তোমার মনের তলের খবর পাই না আমি, ধরতে গেলে জলের বুদবুদের মতো আচমকা মিলিয়ে যাও, তুমি যেন অলীক মরীচিকা মায়া, সামনেই দেখতে পাচ্ছি, অথচ স্পর্শ করতে পারছি না। আর কতদিন-কতকাল এমনি করে দূরে দূরে থাকবে? কতকাল আমার তৃষিত হৃদয়কে, পিপাসার্ত অন্তরকে কাঁদিয়ে যাবে বলতে পারো? এতদিন ধরে আমি যা জেনেছি তাতে করে তুমি তো পাষাণ নও, তুমি তো কঠিন নও। তুমি অত্যন্ত সহজ-সরল, কুসুমকোমল হৃদয় তোমার। তোমার এই সুন্দর-সারল্যে ভরা মনটাকে যে পেতে চাই, খুব কাছের করে পেতে চাই। কবে সত্যিকারের ধরা দেবে তুমি! আমি যে বড়ো ক্লান্ত আর তৃষ্ণার্ত।
আকাশ কখনো অভিমান করে দূরে সরে থাকে না, উদার হৃদয় প্রসারিত করে মেঘকে তার বুকে টেনে নেয়, বাধা-বন্ধনহীন ভাবে যাতে ভেসে বেড়াতে পারে তার সুযোগ করে দেয়-আকাশ তাই ভারি সুন্দর। বাতাসও সুন্দর – সেও অভিমান করে না কারুর উপর, কারুর প্রতি বিরূপ নয় সে; মুক্ত প্রাণে সবার অন্তরে ভরে দেয় মুক্তির শ্বাস। ফুলেদেরও কোনরূপ অভিমান নেই, সবাইকে অকাতরে সুঘ্রাণ ঢালে, সুরভি-সুবাসে ভরে দেয় সকলের প্রাণ, তাই ফুলেরাও বড়ো সুন্দর। গাছেদের কথা বলো – তাদেরও রাগ-বিরাগ নেই- সবারই জন্যে সে নি:শেষিত প্রাণ, সবুজ আঁখি মেলে সবার বুকে স্বপ্ন জাগায়, কানে কানে সবুজ ভালোবাসার কথা বলে, গাছও সুন্দর। শুধু তুমিই যা অভিমানিনী, অভিমান বুকে আমার থেকে সরে থাকো।
তুমি আছো হৃদয়ে – মনের মাঝে প্রাণের বন্ধনে। কখনো তুমি ভোরের আলো, সূর্যের দীপ্তশিখা, পাখির সুর, নদীর কলতান। কখনো তুমি শিশির ভেজা গোলাপ, মিঠে দখিনা বাতাস, প্রজাপতি রঙ-আলপনা আঁকা। কখনো তুমি সোনারোদে ডানা মেলে দেওয়া মুক্ত বলাকা, কখনো চঞ্চলা নদী, আকাশের নীলিমা, রামধনু রঙ হাসি। কখনো তুমি হেমন্তের গোধূলি বেলা, স্বর্ণালি ক্ষণ, তারাভরা রাতের অপরূপ সুষমা, ঝরণার মুখরিত গান। তুমি কখনো ঘুমঘোরে দেখা স্বপ্ন, তুমি প্রত্যয়, সুখ-হাসি-আনন্দ, আমার কল্পনা, আমার কামনা-বাসনা, তুমি আমার অন্তরসাথি, চিত্তের উদার আকাশ।
🍂
47th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity
Translated
By
Chandan Bhattacharya
Your pull of love, your pull of mind, every moment of your pull of happiness. Your pull is the light of hope, your pull is the river, your pull is the storm of love, if there is no question. Your pull is the rain-cloud, your pull is the soul, your pull is the magic of the melody, the rhythm-mouth song. Your pull is tender, your pull is Maya, your pull is the absolute peace of the shadow of the soft butt. Your pull is crazy, your pull is sweet, your pull makes the darkness go away Sorrow is gone.
Your call is the call of the soul, so I can't stay inside the house. I broke through four walls and came out, standing under the open sky. Your call makes my world mother, makes my heart red, the stars in my eyes awaken dreams, composes beautiful pictures in my mind. Your call makes a storm in my mind, brings a tide to my heart, fills me with a feeling of wonder. There is love in your call, the longing of your heart - so whenever I hear your call, I am overwhelmed, break the barrier of prohibition and come out - I welcome you.
The stunning beauty of the light that you showed me made me not only successful, my eyes were not only satisfied, my heart was filled to the brim - I thought yes, this is the secret treasure, the hidden diamond that I have been searching for so long - today Getting what I want is a dream come true. You know I'm beautiful - so it was unthinkable for me to be so beautiful - if I hadn't broken my heart like this, my knowledge would have remained unknown. You are not - I saw in you a wave of water rose, a: - What a charm! What a delight! When you see it, your heart becomes attached to understanding, it is possible to love deeply, to love for the rest of your life.
Find out what my thirsty chest wants, what you want - you understand it, but stay away from me pretending not to understand. No matter how close you are, I don't know the bottom of your mind. When you try to catch it, it suddenly disappears like a bubble of water. You are like an illusory mirage, Maya, I can see in front, but I can't touch it. And how long will you stay away like this? How long can you tell my thirsty heart, thirsty heart will cry? You are not hard, you are not hard by what I have known for so long. You have a very simple, tender heart. I want to get this beautiful-simple mind of yours very close. When will you really get caught! I am so tired and thirsty.
The sky never moves away in arrogance, the generous heart stretches out and pulls the cloud to its bosom, giving it a chance to float in an unobstructed way - the sky is so heavy and beautiful. The air is beautiful too - he is not proud of anyone, he is not hostile to anyone; The breath of liberation fills everyone's heart with a free soul. Flowers also have no arrogance, they patiently pour fragrance on everyone, they fill everyone's soul with fragrance, so the flowers are also very beautiful. Talk about trees - they don't have anger either - he is an endless soul for everyone, green eyes match dreams in everyone's chest, green love in their ears, trees are also beautiful. Only you who are arrogant, stay away from me in the chest of arrogance.
You are in the heart - in the bond of life between the mind. Sometimes you are the light of dawn, the radiance of the sun, the melody of the birds, the murmur of the river. Sometimes you draw dew-soaked roses, sweet south winds, butterfly colors. Sometimes you are a free balaka with golden wings, sometimes you are a fickle river, the blue of the sky, the rainbow smile. Sometimes you are the twilight of autumn, the golden moment, the wonderful balance of Taravara night, the melodious song of the spring. You are a dream you ever saw in your sleep, you are conviction, happiness-laughter-joy, my imagination, my desire-desire, you are my inner companion, the generous sky of the heart.
0 Comments