কবি ঋত্বিক ত্রিপাঠীর লেখা 'কীলক লিপিতে ভূমি ও ভূমা' কাব্যগ্ৰন্থ অসামান্য জীবন দর্শন। কবিতা পড়ে আমরা বুঝতে পারি কবির জীবন বোধের আঙ্গিক। কোন দৃষ্টিকোণ থেকে তিনি জীবনকে দেখছেন। কবিতা এক অর্থে রোজকার দিনলিপি আবার অন্য অর্থে কবিতা হল চৈতন্যের বহিঃপ্রকাশ যা অন্যকেও প্রভাবিত করে, অনুপ্রাণিত করে,আরো কয়েক কদম এগিয়ে যেতে সাহায্য করে। আমরা কবির দুঃখে ব্যথিত হই, হতাশায় ভেঙ্গে পড়ি আর অনুশোচনায় গ্লানি জর্জরিত হই।
ঋত্বিক ত্রিপাঠী বহু বছর কবিতা লিখছেন। তাঁর ভাষাশৈলী,উপমা, শব্দচয়ন,চিত্রকল্প বরাবরই আমাকে মুগ্ধ করে।এই কাব্যগ্রন্থের কবিতাগুলিতেও তার ব্যত্যয় ঘটেনি। কবির মত আমিও বলি 'আমাদের সব ভালোবাসা দুহাত পেতে চেয়ে নেওয়া '(আত্মস্বীকার)।'আশ্চর্য নততল' কবিতায় কবি বলেছেন 'কোন দুঃখই দুঃখ নয়, এখন আমার '।এই কবিতায় যতই কবি বলুন ' যেদিকেই তাকাই আলোয় আলো হয়ে আছে ' অথবা ' আশ্চর্য নততলের আনন্দভৈরবীতে মজে আছি ' তবুও অভিমান প্রচ্ছন্ন হয়ে আছে কবিতাটির মধ্যে। ' ছিন্নমতি ' কবিতাতেও অভিমান আর পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব। ' বিপ্রতীপ ' কবিতায় কবি উচ্চারণ করেছেন অমোঘ সত্য - ' আসলে বৈপরীত্যেই বন্ধুত্ব নিবিড়, আত্মশুদ্ধি... '।' মানুষের কথা:এক ' কবিতায় আমরা শুনতে পাই ' মানুষের কথা মানুষকেই বলতে হয়, বেশি করে '। ' মানুষের কথা : দুই কবিতাতে তিনি দেখছেন ' বেঁচে থাকার আনন্দে বিসর্জন সেরে বাড়ি ফিরে আসে একলা মানুষ '। 'ব্যাকরণ ' কবিতায় ফুটে ওঠে অনিবার্যভাবে স্রোতে ভেসে যাওয়ার গল্পঃ, নিজের সঙ্গে নিজের বোঝাপড়া। 'ব্রাত্যজন ' কবিতায় রামধনু হয়েছে অলৌকিক নির্বাক। বৃষ্টি শেষে লক্ষ লক্ষ তারা হয়ে উঠেছে অরূপ। ' অলৌকিক প্রকল্প 'কবিতায় সন্তান হল শান্ত সমাহিত ফুল্লকুসুমিত এক প্রকল্প।কবিতাটি সাধারণ থেকে অসাধারণ ভাবে প্রকাশ করেছেন। ' জল - সম্পর্কিত রূপকথা ' কবিতাটি খুব সুন্দর। ' ইচ্ছা পত্র ' কবিতাটিও অনন্য - ' খিড়কির দরজা দিয়ে সময় চলে গিয়েছে আশ্চর্য চিতার আগুনে'।কীলক লিপিতে কি লিখেছেন কবি? ''ত্রিভূজ উপধ্বনি' না ' সমাসবদ্ধ রোদনের গান '।
নিবিড় আত্ম-অনুসন্ধানে শব্দমালা গুলি বিচিত্র বর্ণে, বিচিত্র অভিজ্ঞতায় জারিত হয়ে উঠেছে।কবি শুধু অনর্গল ভাষার কাঠামো তৈরি করেননি - কিভাবে তৈরি হয় আগুন, কিভাবে জ্বালানো হয়, কিভাবে কুন্ডলী পাকানো ধোঁয়ার ভিতর দিয়ে জীবন ও জগতের কর্কশ, কঠিন, ইস্পাত ধারালো রূপ প্রকাশিত হয়; কিভাবে মুখোশেরা নাচে,গায়, বিকৃত অঙ্গ - ভঙ্গিতে ,কিভাবে তারা অভিনয় করে সব কিছুই ছড়িয়ে আছে কাব্যগ্রন্থের পাতায় পাতায়।কবির কবিতা যখন অনেক মানুষের অন্তর্নিহিত কথা বলে ওঠে তখনই সেই কবির কবিতা হয় চিরস্থায়ী। ঋত্বিকের পরবর্তী কাব্যগ্রন্থের প্রতীক্ষায় থাকবেন পাঠকেরা।
🍂
0 Comments