সহজ কবিতা
ঋত্বিক ত্রিপাঠী
কারও একজনের বাড়ি যাব
প্রায়ই ভাবি, এখনও ভাবছি
সেই সকাল থেকে
কেন যাব, কেন যে যাব
সকালেই যাব! বিকালে!
এই শহরে আমার অনেক পরিচয়
সকালের মতো, বিকালের মতো
যে কোনও জনের বাড়িতেই যাব
যাওয়া খুব প্রয়োজন
বাড়ির বাইরে যাওয়ার জন্য
আর কারও বাড়িতে যাওয়া!
বাড়ির বিকল্প বাড়ি!
বানান অর্থ উচ্চারণ সব এক!
শহরে এত বাড়ি!
সবাই কি সবার বাড়ি যায়!
0 Comments