প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি
আমার মন খারাপ হলে তোমার কথাই বেশি করে মনে পড়ে, আমার ভাবনার আকাশে ঘটে তোমারই দৃপ্ত পদচারণা, মনে হয় তোমাকে আঁকড়ে ধরেই বুঝি পেরোতে পারব আমার এই কষ্টের পথ। আসলে বন্ধু তো সবাই হয় না, কেউ কেউ বন্ধু হয়-তুমি হলে সেই কেউ-এর প্রথম ও সেরা জন। তাইতো বুকের মাঝে ব্যথা জমলে, হৃদয়ের ঘরে বেদনার মেঘ ভিড় করলে তোমার ভরসায় আকুল হই, ছুটে গিয়ে দাঁড়াই তোমার দ্বারে, সব কথা খুলে বলে নিজেকে হালকা করি। এইটুকু বুঝি তোমার স্পর্শে এমন এক যাদু আছে যা আমার সব জ্বালা-কষ্টকে সহজেই দূর করে দিতে পারে, আমার ব্যথার সাগরে এনে দিতে পারে আনন্দের তীরভূমি-আমি তাই তোমাতেই মাথা কুটে মরি।
জানি তুমি আকুল ছিলে। ভরা আবেগও ছিল বুকের মধ্যে। প্রকাশ করতে পারোনি, উপায়ও ছিল না – এই যা। মন্দিরস্থলে আমার জন্য আশীর্বাদ চাইতে পেরেছিলে কিনা জানিনা, তবে আমি যে তোমার মনের মধ্যে একবারের জন্য হলেও আসতে পেরেছিলাম এটা ঠিক। নতুন সাজে সেজেছিলে তুমি-আমাকে এ সাজ দেখাবার ইচ্ছেও হয়তো করেছিল তোমার – সবকিছু সামলে রাখতে হল তোমাকে। আসলে ভালোবাসার প্রকারভেদ তো অনেক-তারই এক রূপ নিয়ে তুমি হাজির ছিলে। এটাই সত্য পূজার মন্দির কখন যে ভালোবাসার মন্দিরে পরিণত হয়ে গেছে তা তুমি নিজেই টের পাওনি। আমি মর্মে মর্মে অনুভব করেছি তোমার ভালোবাসার মাহাত্ম্য, তাই তোমাকে সামনে রেখে পথ হাঁটায় কোনো সংশয় নেই আমার। তুমি শিখিয়েছ ভালোবাসার দীপশিখা চির প্রোজ্জ্বল, প্রবল ঝড়-ঝঞ্ঝা এসেও কখনো তাকে নিভিয়ে দিতে পারে না, বুঝিয়েছ ভালোবাসাই প্রকৃত সত্য, আর সব মিথ্যে। তোমার ভালোবাসার অতল সাগরে আমি যখন ভাসতে থাকি মনে আমি যেন সব পেয়েছির দেশে পৌঁছে গেছি। আমার সব কথা তখন গান হয়ে যায়, আমার সব ব্যথা তখন সুখের কিনারা খুঁজে পায়, অদ্ভুত এক মায়াজালে আমি যেন বাঁধা পড়ে যাই। আমার হৃদয়ের তটে ভালোলাগার অফুরান তুফান আসে, সেই ভুবনপ্লাবী তুফানে আমি হারিয়ে যাই।
তোমার নিটোল প্রেমের ছায়াঘন স্নিগ্ধতায় ঋদ্ধ হয়েছে আমার ভালোবাসার মাঠ, আমি খুঁজেপেয়েছি আমার প্রাণখোলা হৃদয়ের নদী। এ নদী আমাকে অনেক আরামে, অনেক সুখে ভাসিয়ে নিয়ে যায় এক আনন্দঘন মোহনার দিকে, আমার দুচোখে ছড়ায় জীবনের আলো, সে আলোর স্পর্শে আমি নতুন করে বেঁচে উঠি। তোমার নিটোল প্রেমের দীপ্ত শিখায়আমি উজ্জ্বল হই, দূর হয়ে যায়আমার সমস্ত রকম অন্ধকার, খুশির ঝরণা ছোটে দুরন্ত উচ্ছ্বাসে, কষ্টের বাঁকগুলি ভেঙেচুরে একাকার হয়ে যায়, আনন্দ জোয়ার এসে শুনিয়ে যায় সেখানে চিরকালীন বসন্ত গান; মুক্ত-উদার নীল দিগন্তে আমি ডানা মেলে উড়তে থাকি।
তুমি পাশে থাকলে অনায়াসে আমি পৃথিবী জয় করতে পারি, যতরকম ব্যথার পাহাড় ভেঙে অবলীলায় ছোটাতে পারি আমার ভালোবাসার রথ। তোমার ঠোঁটের নির্মল হাসি, দু’চোখের মায়াঘন ঢেউ আমাকে সাহসী করে, আলোকিত-পবিত্র করে।আমি তোমার মধ্যে খুঁজে পাই অনন্ত কালের এক প্রেমিক মন। তোমার একটুকু ছোঁয়াতেই আমি মাতাল হয়ে যাই, এক অদ্ভুত রকমের শক্তি এসে আমাকে ভর করে, আমাকে করে তোলে অসম্ভব জেদি-তখন মনে হয় এই আমি নিজেকে কাঙাল করেও সবকিছু ঢেলে দিতে পারি তোমার জন্য, শুধু তোমারই জন্য। তুমি পাশে থাকলে আমার স্বপ্নেরাভাষা খুঁজে পায়, দূর-দিগন্তে পাখির মতো মেলে দিতে পারি আমার সুদৃঢ় দুটি ডানা।
🍂
53rd Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity
Translated
By
Chandan Bhattacharya
When I am upset, I remember your words more, your strong footsteps happen in the sky of my thoughts, I think I can grasp you and understand the path of my suffering. In fact, not everyone is a friend, some are friends - if you are the first and best person. That is why when there is pain in the chest, when there is a cloud of pain in the room of the heart, I long for your trust, I run and stand at your door, I lighten myself by saying everything. Realizing this, there is a magic in your touch that can easily remove all my pains and sufferings, can bring me to the sea of pain, the shore of joy - I am the one who dies in your head.
I know you were anxious. Filled emotions were also in the chest. Couldn't express, there was no way - this is it. I don't know if you were able to ask for blessings for me at the temple, but it is true that I was able to come to your mind at least once. You dressed up in a new outfit - maybe you wanted to show me this outfit - you have to take care of everything. In fact, there are many types of love - you appeared in one form. This is the temple of true worship, when you have become a temple of love, you did not realize. I have felt the greatness of your love, so I have no doubt to walk the path in front of you. You have taught that the lamp of love is ever bright, that even a strong storm can never extinguish it, you have taught that love is the real truth, and all lies. When I float in the abyss of your love, I feel as if I have reached the land of all things. All my words then become songs, all my pains then find the edge of happiness, I feel like I am trapped in a strange magic. The endless storm of love comes to the shores of my heart, I am lost in that world-flooding storm.
The field of my love has been enriched by the shadowy softness of your pure love, I have found the river of my open heart. This river takes me very comfortably, happily floats me towards a delightful estuary, the light of life spreads in my two eyes, I am revived by the touch of that light. I shine with the radiant flame of your pure love, all my darkness is gone, the fountain of happiness is small in a great surge, the curves of misery are shattered, the tide of joy comes and hears the song of eternal spring; On the free-liberal blue horizon I continue to fly with wings.
If you are by my side, I can easily conquer the world, as much as I can break the mountain of pain and run my chariot of love with ease. The pure smile of your lips, the enchanting waves of your eyes make me courageous, enlightened-holy. I find in you an eternal lover's mind. I get drunk at the touch of a little bit of you, a strange kind of force comes and fills me up, makes me impossible stubborn - then it seems that I can pour everything for you, only for you, even though I am poor. If you are by my side, you can find my dream language, I can match my two strong wings like a bird on the far horizon.
0 Comments