জ্বলদর্চি

৫৪ তম পর্ব /প্রেমকাব্য/মঙ্গলপ্রসাদ মাইতি

৫৪ তম পর্ব
প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি

তোমার প্রতিটি চুমুতে এক আশ্চর্য সুন্দর মায়াঘন ভালোবাসা লুকিয়ে থাকে, তার টানে বারবার আমি আবিষ্ট হই, আর প্রতিটি চুমুতেই অনুভব করি পুরোমাত্রায় নতুনত্বের স্বাদ। তোমার চুমুর পরতে পরতে অপূর্ব ভালোলাগার পরশ জড়ানো, জগতের সব সুখ বুঝি ওখানেই ছুঁয়ে আছে তাই তুমি যখন আসো, বাড়িয়ে দাও তোমার নরম দুটি ঠোঁট আমি হারিয়ে যাই খুশির অমল স্রোতে, তৃপ্তির আনন্দে আমি হয়ে পড়ি দিশাহারা, পাগল। আমার আরো আনন্দ এই কারণে তুমি সহজেই বুঝে নাও আমি ঠিক কি চাই, তুমি সেইভাবেই আমার সামনে তোমাকে মেলে ধরো, সেই ভাবেই নিজেকে উপস্থাপিত করো, আমার যন্ত্রণাকাতর বুকে তুমি এঁকে দাও মিষ্টি সোনালি আলোর রেখা। তোমার চুমু আমার হৃদয় গহনে সদ্য ফোটা ফুলের সুরভিত সুষমা। তোমার অনবদ্য রূপের টানে আমি বারবার কাতর হয়ে পড়ি, তোমার অসামান্য সৌন্দর্যরাশি আমাকে কেবল মুগ্ধই করে না, আমাকে আবেগবিহ্বল করে তোলে, আমার ইচ্ছে করে ওই অপরূপ রূপের বাগানে আমি আমার ভালোবাসার স্বর্গ রচনা করি। নদীর জলে চাঁদের আলো পড়লে যে আশ্চর্য রূপ ফুটে ওঠে তেমনই তোমার অঙ্গের প্রতিটি কোণায় ঝলমল করে রূপোলি ঝিলিক, পড়ন্ত বিকেলের সোনা রোদের মতো তোমার দেহের প্রতিটি ভাঁজে ভাঁজে খেলা করে অনিন্দ্যসুন্দর লালিমা-যা আমাকে অপূর্ব ভালোলাগায় তোমার দিকে টেনে নিয়ে যায়। আমার চোখে তুমি এক নতুন আবিস্কার, তোমার রূপের মহিমা আমার অন্তরে সাজায় চিরসুন্দরের স্বপ্ন।   
   তোমার চোখের ভাষায় ছিল ভালোবাসার অনুপম অক্ষরমালা- আমার সৌভাগ্য আমি একটিবারের জন্যে হলেও তা পড়তে পেরেছিলাম, সার্থক হয়েছিল তোমার আঙিনায় আমার ছুটে যাওয়া, দিগভ্রম প্রজাপতি খুঁজে পেয়েছিল তার সঠিক ঠিকানা। আমার পদধ্বনি তোমার বুকের মধ্যেও যে তুলেছিল উত্তুঙ্গু সাগরলহরী তা আমি স্পষ্টতই অনুভব করতে পেরেছিলাম। সদ্যস্নাতা তুমি ছিলে ঠিক শিশিরসিক্ত গোলাপের মতোই, উজ্জ্বল, প্রাণচঞ্চল, রঙিন। আমি কী চাই তুমি ঠিক বুঝতে পেরেছিলে তাই তো তোমার উষ্ণ আলিঙ্গন দিয়ে আমাকে করলে বরণ, তোমার একটুকু স্পর্শের উত্তাপ
আমার অন্তরে এঁকে দিল ভালোবাসার চির শাশ্বত প্রেমচিহ্ন। 

🍂

   ‘এমন করে না লক্ষ্মীটি’–তোমার এই একটিমাত্র কথা পৃথিবীর সব সেরা কথা হয়ে ওঠে, পৃথিবীর সব সেরা ভাষা হয়ে ওঠে, হয়ে ওঠে হাজারো গল্পের কথকতা, হৃদয়ের গহনতম তন্ত্রীতে তোলে তীব্র কালবোশেখি ঝড়-সে ঝড় যখন থামে দেখি তুমি হয়ে গেছ আস্ত এক নদী, আর আমি সে নদীতে অবগাহন করে শুচিশুভ্র হয়ে উঠেছি। তোমার ওই একটি কথার যাদু আমাকে দুরন্ত আবেগে স্বপ্নাবিষ্ট করে, আমাকে সুতীব্র মায়ায় মোহাচ্ছন্ন করে-নিবিড় এক বন্ধনে আমি তোমাতে হারিয়ে যাই, খুঁজে পাই আমার ভালোবাসার মিষ্টি পরশপাথর। এই মধুর আনন্দক্ষণে দাঁড়িয়ে তুমি বাড়িয়ে দাও তোমার নরম হাত - সেই হাতে হাত রেখে আমি দেখতে থাকি - দেখতেই থাকি আমার সুন্দরতম পৃথিবীর অনবদ্য লাবণ্য-রূপ।

54th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya
There is an amazingly beautiful enchanting love hidden in each of your kisses, I am fascinated by its pull again and again, and I feel the taste of complete novelty in every kiss.  Wrapping your kisses, embracing the wonderful love, all the happiness of the world is there, so when you come, raise your two soft lips, I am lost in the stream of happiness, in the joy of contentment, I become disoriented, mad.  My more joy is because you easily understand what I want, you match me in front of me in that way, present yourself in that way, you draw a line of sweet golden light on my painful chest.  Your kiss is the fragrant Sushma of the newly blossomed flower in the jewel of my heart.  I get tired of your impeccable form again and again, your extraordinary beauty not only fascinates me, it makes me emotional, I create the paradise of my love in the garden of that beautiful form as I wish.  As the moonlight falls on the water of the river, the sparkle of silver shines in every corner of your body, like the golden sun of the setting afternoon, playing in every fold of your body, the immaculate redness - which draws me to you with wonderful love.  In my eyes you are a new discovery, the majesty of your form adorns my heart with everlasting dreams. The language of your eyes was the incomparable alphabet of love - I was fortunate enough to be able to read it for once, but I was able to run in your yard, the misguided butterfly found the right address.  I could clearly feel the sound of my footsteps in your chest.
 I did.  You were a freshman, just like a dewy rose, bright, vibrant, colorful.  You understand exactly what I want, so if you give me a warm hug, welcome, the warmth of your little touch.
 He painted in my heart the eternal symbol of love.
    'Don't do that Lakshmi' - this one word of yours became the best words in the world, became the best language in the world, became the narrator of thousands of stories, made the deepest strings of the heart a fierce tempestuous storm - when that storm stopped I saw you became a whole river  , And I bathed in that river and became pure.  The magic of that one word of yours makes me dream with intense emotion, enchants me with sweet maya-in an intense bond I get lost in you, find the sweet side of my love.  Standing in this sweet moment of joy, you extend your soft hand - I keep looking at that hand - I keep seeing the perfect beauty of my most beautiful world.

Post a Comment

0 Comments