স্বস্তিকা ধর
আপাতত এইটুকুই
১৯ শে ফাল্গুন, ১৪৩১
চলে যাবার আগে একবার নিশ্চিন্ত করে জড়িয়ে ধরবার ইচ্ছেটুকু -
ওইরকম চওড়া মেধাবী কপালে একবার ঠোঁট ছোঁয়াবার
ইচ্ছেটুকু-
দীঘির মতো দীঘল চোখের পাতায় চশমার আড়াল আবডালে সুযোগ - সন্ধান
ইচ্ছেটুকু -
সংকোচের হাতের পাতায় হাত রেখে বলবার ইচ্ছে টুকু -
ভয় কীসের? ভয় নেই!
এইসব অতি তুচ্ছ ইচ্ছের নাগপাশে আমার প্রেম বন্দী এখন।
আপাতত এইটুকুই -
দীর্ঘদিন , সূর্যহীন এই পাহাড়ী উপত্যকায়,
ঘোর ঝাপসা দুপুরে,
চোখের কোল বেয়ে যে স্বতঃস্ফূর্ত জল গড়িয়ে পড়ছে,
আপনার পাওনা গণ্ডা আদায় হলো , আপাতত এইটুকুই
কম্পাস হারিয়ে যাওয়া অর্ধবৃত্ত
কিছু দায় কবিতারও ছিল ,
কিছু দায় আমারও প্রতি
আমাকে আঘাত করা সহজ;
কঠিন, আকাঙ্খিত যতি , টেনে দেওয়া
যে আগুন তোমার তরবারি ,
সেই তো তোমার চোখে প্রেম ও -
এ শবের প্রাণ সঞ্চারী !
অতি দীর্ঘ সফরে , কিছু নিজেকে বুঝেছো ?
আঘাতে, প্রেমে, অহংকারে একেই খুঁজেছো , বারবার-
এ তোমার কম্পাস হারিয়ে যাওয়া অর্ধবৃত্ত সখা !
কিছু দায় সেই অর্ধ রেখা
পথ যা হারিয়ে ফেললো ব্ল্যাকহোল সময়ের কাছে
কিছু দায়, কণামাত্র . তোমারও তো আছে ?
আপাদমস্তক রাজী
২৭ শে আশ্বিন, ১৪৩১
কাকচক্ষু জল -
নিচে স্ফটিক হৃদয়
আপাদমস্তক রাজী ,
বাদ সাধছে , প্রাক্তনের ভয় !
দীর্ঘ দশক পরে, শ্বাস ভরি
তোমার জঙ্গল ফেরত হাসিতে ; অক্সিজেন
আকাঙ্খার সালমা জরি !
তাড়াতড়ি ফুটে উঠেছো
ভোমরা ডেকেছো
জংলী মধুর ভোজে
একমাত্র আমায় খুঁজেছো ?
মধুরাধিপতে অখিলম্ মধুরম্
২২ শে অঘ্রহায়ণ, ১৪৩১
তোমাকে ছাড়া , তোমার আদরের অলস সকালটা রাগ মারু- বেহাগের সুরে বেবাক ভিজছে
সারারাতের তুমুল আদরের পর ক্লান্ত সকাল
ঝারি থেকে জল ছড়িয়ে দিচ্ছে কেউ , নিপীড়িত ফুলগাছে
পিষে যাবার পর, খুলে যাচ্ছে ভ্রমরের ডানা আর ফুলের পাপড়ি
প্রথম সূর্যের করতলে; দ্বিগুন প্রস্ফুটনে
এক চিলতে হাসি নিয়ে ঘুমের মধ্যে থেকে ভেসে উঠছো তুমি
হাত বাড়িয়ে আমায় খুঁজছো
অথৈ হেসে উঠছো
নিজের অর্বাচীন আহ্লাদে ; স্বপ্নে
তোমার গলার স্বরের মধু , মধুক্ষরা পল্লবীকেও লজ্জা দিচ্ছে
কি প্রতিযোগিতা ! তোমার ; আর মধুর মধ্যে ধ্যানে বসা মধুরাণীর !!
তুমিই জিতছো
প্রতিবার পাশ ফেরায় , তোমারই জিৎ
🍂
1 Comments
Wow!
ReplyDelete