অরুণ দাস ও সুমিত্রা ঘোষ-র কবিতা
আজ আমি
কেন বা কতটা অনামী বৌদ্ধ?
অরুণ দাস
তোকে ছুঁয়েই
ঘামছি শুক্র ও স্নেহে
চোখ নামে রাস্তায়
অচেনা পাখিদের সঙ্গে
হলদু দিন
নীল রাত
আকাশ জুড়ে শুধু ঘাস ও ঘাস
ঝরে পড়ি, তোর শরীরী মৌচাকে।
ভূতোরাম
সুমিত্রা ঘোষ
ভূতোর রেগে বলে
কান খুলে শুনে যা ভ্যাবলা
কথা কম কাজ বেশি
বেশি কথা করে দেয় পাগলা
এদিক-ওদিক হলে দাঁতগুলো ভেঙে দেব
হয়ে যাবি ফোকলা
চুপচাপ শুনে যাবি
মাঝে মাঝে হাঁ-হুঁ করবি
ভাল কাজে মন দিবি
ফলাফল বুঝে নিবি।
🍂
0 Comments